হজে শয়তানকে পাথর মারা
হজে শয়তানকে পাথর মারা >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন
পর্বঃ ১১, অধ্যায়ঃ ৬
- অধ্যায়ঃ ৬. প্রথম অনুচ্ছেদ
- অধ্যায়ঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ
- অধ্যায়ঃ ৬. তৃতীয় অনুচ্ছেদ
অধ্যায়ঃ ৬. প্রথম অনুচ্ছেদ
২৬১৮. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি নবী সাঃআঃ-কে কুরবানীর দিন নিজ সওয়ারীর উপর থেকে পাথর মারতে দেখেছি। তখন তিনি [সাঃআঃ] বলেছেন, তোমরা আমার নিকট হইতে হজ্জের হুকুম-আহকাম শিখে নাও। কারণ এ হজ্জের পর আর আমি হজ্জ করিতে পারব কিনা তা জানি না।
[মুসলিম]{১}, {১} সহীহ : মুসলিম ১২৯৭, আবু দাউদ ১৯৭০, আহমাদ ১৪৪১৯, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৫৫২। হজে শয়তানকে পাথর মারা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৬১৯. {জাবির [রাদি.]] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাঃআঃ-কে জামারায় খযফ-এর পাথরের মতো পাথর মারতে দেখেছি
। [মুসলিম]{১}, {১} সহীহ : মুসলিম ১২৯৯, নাসায়ী ৩০৭৪, আহমাদ ১৪৩৬০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৫৩৬। [এ হাদিসটি বোখারীতে নেই], হজে শয়তানকে পাথর মারা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৬২০. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ কুরবানীর দিন সকাল বেলায় পাথর মেরেছেন, কিন্তু এর পরের দিনগুলোতে সূর্যাস্তের পর মেরেছেন। [বোখারী ও মুসলিম]{১}
{১} সহীহ : মুসলিম ১২৯৯, নাসায়ী ৩০৬৩, দারাকুত্বনী ২৬৮২। হজে শয়তানকে পাথর মারা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৬২১. আব্দুল্লাহ ইবনি মাস্ঊদ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি জামারাতুল কুবরার [বড় জামারার] নিকট পৌঁছে বায়তুল্লাহকে বামে আর মিনাকে ডানে রেখে এর উপর সাতটি পাথর মারলেন, এতে প্রত্যেকবার আল্লা-হু আকবার বলেছেন। অতঃপর তিনি বললেন, যাঁর ওপর সূরা আল বাক্বারাহ্ নাযিল হয়েছে, তিনি [সাঃআঃ]-ও এভাবে পাথর মেরেছেন।
[বোখারী ও মুসলিম]{১}, {১} সহীহ : বোখারী ১৭৪৮, মুসলিম ১২৯৬, আবু দাউদ ১৯৭৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৫৪৮। হজে শয়তানকে পাথর মারা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
২৬২২. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসুলুল্লাহ সাঃআঃ বলেছেন, ইস্তিঞ্জার ঢেলা নিতে হয় বেজোড়, জামারায় পাথর মারা বেজোড়, সাফা মারওয়ায় সাঈ বেজোড় এবং তাওয়াফ করিতে হয় বেজোড়। সুতরাং তোমাদের কেউ যদি সুগন্ধি ধোঁয়া গ্রহণ করে সেও যেন বেজোড় লাগায়।
[মুসলিম]{১}, {১} সহীহ : মুসলিম ১৩০০, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৩২১, সহীহ আল জামি ২৭৭২। হজে শয়তানকে পাথর মারা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
অধ্যায়ঃ ৬. দ্বিতীয় অনুচ্ছেদ
২৬২৩. কুদামাহ্ ইবনি আব্দুল্লাহ ইবনি আম্মার [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি নবী সাঃআঃ-কে কুরবানীর দিন একটি লাল-সাদা মিশ্রিত রংয়ের উষ্ট্রীর উপর চড়ে জামারায় পাথর মারতে দেখেছি। সেখানে কাউকে আঘাত করা ব্যতীত, হাঁকানো ব্যতীত এবং সরে যাও সরে যাও শব্দ ব্যতীত [পাথর মেরেছেন]।
[শাফিঈ, তিরমিজি, নাসায়ী, ইবনি মাজাহ ও দারিমী]{১}, {১} হাসান : নাসায়ী ৩০৬১, তিরমিজি ৯০৩, ইবনি মাজাহ ৩০৩৫, ইবনি আবী শায়বাহ্ ১৩৭৪৫, আহমাদ ১৫৪১১, দারিমী ১৯৪২, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৮৭৮, মুজামুল কাবীর লিত্ব ত্ববারানী ৭৭, মুসতাদ্রাক লিল হাকিম ৮৫৪৭, সহীহ আত তারগীব ১১২৫। এই হাদিসটির তাহকীকঃ হাসান হাদিস
২৬২৪. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি নবী সাঃআঃ হইতে বর্ণনা করিয়াছেন। তিনি [সাঃআঃ] বলেছেনঃ [জামারায়] পাথর মারা ও সাফা মারওয়ার মধ্যে সাঈ করা আল্লাহ যিকির কায়িম করার জন্যই প্রবর্তিত হয়েছে।
[তিরমিজি ও দারিমী; ঈমাম তিরমিজি বলেন, হাদিসটি হাসান সহীহ]{১},{১} জইফ : তিরমিজি ৯০২, দারিমী ১৮৯৫, মুসতাদরাক লিল হাকিম ১৬৮৫। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
২৬২৫. {আয়িশাহ্ [রাদি.]] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমরা [সাহাবীগণ] অনুনয় করলাম, হে আল্লাহর রসূল! আমরা কি আপনার জন্য মিনায় একটি বাড়ী তৈরি করে দেবো, যা সবসময় আপনাকে ছায়াদান করিবে? জবাবে তিনি [সাঃআঃ] বললেন, না। মিনায় সে ব্যক্তিই তাঁবু খাটাবে যে প্রথমে সেখানে আসবে।
[তিরমিজি, ইবনি মাজাহ ও দারিমী]{১}, {১} জইফ : তিরমিজি ৮৮১, ইবনি মাজাহ ৩০০৬, দারিমী ১৯৮০, সহীহ ইবনি খুযায়মাহ্ ২৮৯১, মুসতাদরাক লিল হাকিম ১৭১৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৯৬০৯। কারণ এর সনদে মুসায়কাহ্ একজন মাজহূল রাবী। এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস
অধ্যায়ঃ ৬. তৃতীয় অনুচ্ছেদ
২৬২৬. নাফি [রাহিমাহুল্লাহ] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আব্দুল্লাহ ইবনি উমার [রাদি.] প্রথম দুই জামারায় দীর্ঘ সময় অবস্থান করিতেন এবং আল্লা-হু আকবার, সুবহা-নাল্ল-হ ও আল হাম্দুলিল্লা-হ [অর্থাৎ- আল্লাহর মহিমা, পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করিতেন] বলিতেন এবং দুআ করিতেন। কিন্তু জামারাতুল আক্বাবার নিকট অবস্থান করিতেন না।
[মালিক]{১}, {১} সানাদ সহীহ : মালিক ১৫২৮। হজে শয়তানকে পাথর মারা -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস
Leave a Reply