মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম ও কাফনের নিয়ম

মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম ও কাফনের নিয়ম

মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম ও কাফনের নিয়ম >> মিশকাতুল মাসাবীহ এর মুল সুচিপত্র দেখুন

পর্বঃ ৫, অধ্যায়ঃ ৪

  • অধ্যায়ঃ ৪. প্রথম অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ
  • অধ্যায়ঃ ৪. তৃতীয় অনুচ্ছেদ

অদ্ধায়ঃ ৪. প্রথম অনুচ্ছেদ

১৬৩৪. উম্মু আত্বিয়্যাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর কন্যা [যায়নাবকে] গোসল করাচ্ছিলাম। এ সময় তিনি আমাদের কাছে এলেন। তিনি বললেন, তোমরা তিনবার, পাঁচবার, প্রয়োজন বোধ করলে এর চেয়ে বেশী বার; পানি ও বরই পাতা দিয়ে তাকে গোসল দাও। আর শেষ বার দিকে কাফূর। অথবা বলেছেন, কাফূরের কিছু অংশ পানিতে ঢেলে দিবে, গোসল করাবার পর আমাকে খবর দিবে। তাঁকে গোসল করাবার পর আমরা রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে খবর দিলাম। তিনি এসে তহবন্দ বাড়িয়ে দিলেন এবং বললেন, এ তহবন্দটি তাহাঁর শরীরের সাথে লাগিয়ে দাও। আর এক বর্ণনার ভাষা হলো, তাকে বেজোড় তিন অথবা পাঁচ অথবা সাতবার [পানি ঢেলে] গোসল দাও। আর গোসল ডানদিক থেকে উযুর জায়গাগুলো দিয়ে শুরু করিবে। তিনি [উম্মু আত্বিয়্যাহ্ [রাদি.] বলেন, আমরা তার চুলকে তিনটি বেনী বানিয়ে পেছনের দিকে ছেড়ে দিলাম।

[বোখারী, মুসলিম]” {১},{১} সহীহ : বোখারী ১২৫৩, ১২৫৪, ১২৫৮, ১২৬৩, মুসলিম ৯৩৯। আবু দাউদ ৩১৪২, আত তিরমিজি ৯৯০, নাসায়ী ১৮৮১, ১৮৮৬, ইবনি মাজাহ ১৪৫৮, মুয়াত্ত্বা মালিক ২৫২, ইবনি আবী শায়বাহ্ ১০৯০১, আহমাদ ২০৭৯০, ইবনি হিব্বান ৩০৩২, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৩৬৩১, শারহুস্ সুন্নাহ্ ১৪৭২, ইরওয়া ১২৯। মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম ও কাফনের নিয়ম -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

১৬৩৫. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ]-কে তিন কাপড়ে কাফন দেয়া হয়েছিল। যা সাহুলিয়্যাহ্ সাদা সূতি কাপড় সাদা ইয়ামানী। এতে কোন সেলাই করা কুর্তা ছিল না, পাগড়ীও ছিল না।

[বোখারী, মুসলিম] {১},{১} সহীহ : বোখারী ১২৬৪, মুসলিম ৯৪১, নাসায়ী ১৮৯৮, ইবনি হিব্বান ১৪৬৯, মুয়াত্ত্বা মালিক ২৫৩, আহমাদ ২৫৬৮০, ইবনি হিব্বান ৩০৩৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৬৭১, শারহুস্ সুন্নাহ্ ১৪৭৬ ।মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম ও কাফনের নিয়ম -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

১৬৩৬.জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা যখন তোমাদের কোন ভাইকে কাফন দিবে তখন উচিত হবে উত্তম কাফন দেয়া।

[মুসলিম] {১},{১} সহীহ : মুসলিম ৯৪৩, আবু দাউদ ৩১৪৮, আত তিরমিজি ৯৯৫, নাসায়ী ১৮৯৫, আহমাদ ১৪১৪৫, মুসতাদরাক লিল হাকিম ১৩৬৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৬৯৪, শারহুস্ সুন্নাহ্ ১৪৭৮, সহীহ আল জামি আস্ সগীর ৮৪৪ ।মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম ও কাফনের নিয়ম -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

১৬৩৭. আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, এক ব্যক্তি [হাজ্জের সময়] নবী [সাঃআঃ] এর সাথে ছিলেন। তার উটটি [তাকে পিঠ থেকে ফেলে দিয়ে] তার ঘাড় ভেঙে দিলো। তিনি ইহরাম অবস্থায় ছিলেন। এ অবস্থায়ই তিনি মৃত্যুবরণ করিলেন। রসুলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ তাকে পানি ও বরই পাতা দিয়ে গোসল দাও। আর তাকে তার দুটি কাপড় দিয়ে কাফন দাও। তার গায়ে কোন সুগন্ধি লাগিও না, তার মাথাও ঢেক না। কারণ তাকে ক্বিয়ামাতের দিন লাব্বায়ক বলা অবস্থায় উঠানো হবে।

[বোখারী, মুসলিম] {৬৭৭] মুসআব ইবনি উমায়র [রাদি.] এর নিহত হওয়ার ঘটনা সম্পর্কিত খব্বাব [রাদি.]-এর হাদিসটি আমরা অচিরেই “সাহাবীগণের মর্যাদা” অধ্যায়ে উল্লেখ করব ইন্শা-আল্লা-হ। {১}, {১} সহীহ : বোখারী ১৮৫১, মুসলিম ১২০৬, নাসায়ী ২৮৫৩, ইবনি আবী শায়বাহ্ ৩৬২৫২, আহমাদ ১৮৫০, শারহুস্ সুন্নাহ্ ১৪৮০, ইরওয়া ৬৯৪, সহীহ আত তারগীব ১১১৫। মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম ও কাফনের নিয়ম -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

অদ্ধায়ঃ ৪. দ্বিতীয় অনুচ্ছেদ

১৬৩৮. আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা সাদা কাপড় পরিধান করিবে, কারণ সাদা কাপড়ই সবচেয়ে ভাল। আর মুর্দাকে সাদা কাপড় দিয়েই কাফন দিবে। তোমাদের জন্য সুরমা হলো ইসমিদ কারণ এ সুরমা ব্যবহারে তোমাদের চোখের পাপড়ি নতুন করে গজায় ও চোখের জ্যোতি বৃদ্ধি পায়।

[আবু দাউদ, তিরমিজি] {১},{১} সহীহ : আবু দাউদ ৪০৬১, আত তিরমিজি ৯৯৪, নাসায়ী ৫৩২২, মুসান্নাফ আবদুর রায্যাক্ব ৬২০০, আহমাদ ৩৪২৬, ইবনি হিব্বান ৫৪২৩, শুআবুল ঈমান ৫৯০৫, শারহুস্ সুন্নাহ্ ১৪৭৭, সহীহ আত তারগীব ২০২৬, সহীহ আল জামি আস্ সগীর ১২৩৬। মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম ও কাফনের নিয়ম -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

১৬৩৯. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলূল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কাফনে খুব বেশী মূল্যবান কাপড় ব্যবহার করিবে না। কারণ এ কাপড় খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়

। [আবু দাউদ] {১}, {১} জইফ : আবু দাউদ ৩১৫৪, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৬৯৫, জইফ আল জামি আস্ সগীর ৬২৪৭। কারণ এর সানাদের রাবী আমর ইবনি হাশিম আবু মালিক আল জানবী সম্পর্কে হাফিয ইবনি হাজার [রাহিমাহুল্লাহ] বলেছেন, সে লীনুল হাদিস [হাদিস বর্ণনায় শিথিল]। [বোখারী, মুসলিম] {১},{১} সহীহ : বোখারী ১২৬৪, মুসলিম ৯৪১, নাসায়ী ১৮৯৮, ইবনি হিব্বান ১৪৬৯, মুয়াত্ত্বা মালিক ২৫৩, আহমাদ ২৫৬৮০, ইবনি হিব্বান ৩০৩৭, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৬৭১, শারহুস্ সুন্নাহ্ ১৪৭৬। মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম ও কাফনের নিয়ম -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

১৬৪. আবু সাঈদ আল খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো তখন তিনি নতুন কাপড় আনালেন এবং তা পরিধান করিলেন। তারপর বললেন, আমি রসূলূল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনিয়াছি, মুর্দাকে [হাশরের দিন] সে কাপড়েই উঠানো হবে, যে কাপড়ে সে মৃত্যুবরণ করে।

[আবু দাউদ] {১},{১} সহীহ : আবু দাউদ ৩১১৪, মুসতাদরাক লিল হাকিম ১২৬০, সহীহ আত তারগীব ৩৫৭৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৬০৩। মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম ও কাফনের নিয়ম -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

১৬৪. উবাদাহ্ ইবনুস্ সামিত [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি রসূলূল্লাহ [সাঃআঃ] থেকে বলেছেনঃ সবচেয়ে উত্তম কাফন হলো “হুল্লাহ্”, আর সর্বোত্তম কুরবানীর পশু হলো শিংওয়ালা দুম্বা।

[আবু দাউদ] {১},{১} জইফ : আবু দাউদ ৩১৫৬, জইফ আল জামি আস্ সগীর ২৮৮১, জইফ আত তারগীব ৬৭৯। কারণ এর সানাদে হাতিম বিন আবী নাসর একজন মাজহূল রাবী যেমনটি হাফিয ইবনি হাজার [রাহিমাহুল্লাহ] বলেছেন।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

১৬৪২. তিরমিজি ও ইবনি মাজাহ আবু উমামাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিরমিজি ও ইবনি মাজাহ আবু উমামাহ্ [রা.] হইতে। {১}

{১} জইফ : ইবনি মাজাহ ৩১৩০, আত তিরমিজি ১৫১৭, জইফ আত তারগীব ৬৭৯। কারণ আত তিরমিজি সানাদে উফায়র ইবনি মাদান একজন দুর্বল রাবী। আর ইবনি মাজার সানাদে আলী ইবনি আসিম এবং আত্ব ইবনি আস্ সায়িব উভয়েই দুর্বল রাবী।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

১৬৪৩. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসুলুল্লাহ [সাঃআঃ] উহুদ যুদ্ধের শহীদদের শরীর থেকে লোহা, [হাতিয়ার, শিরস্ত্রাণ] চামড়া ইত্যাদি [যা রক্তমাখা নয়] খুলে ফেলার ও তাদেরকে তাদের রক্ত ও রক্তমাখা কাপড়-চোপড়সহ দাফন করিতে নির্দেশ দেন।

[আবু দাউদ, ইবনি মাজাহ] {১}.{১} জইফ : আবু দাউদ ৩১৩৪, ইবনি মাজাহ ১৫১৫, আহমাদ ২২১৭, ইরওয়া ৭১০। আলবানী [রাহিমাহুল্লাহ] বলেন এর সানাদে আত্ব বিন আস্ সায়িব একজনে মুখতালাত্ব ফি রাবী এবং আলী ইবনি আসিম সত্যবাদী কিন্তু ভুল করে যেমনটি ইবনি হাজার [রাহিমাহুল্লাহ] বলেছেন।এই হাদিসটির তাহকীকঃ দুর্বল হাদিস

অদ্ধায়ঃ ৪. তৃতীয় অনুচ্ছেদ

১৬৪৪. সাদ ইবনি ইব্রাহীম হইতে বর্ণীতঃ

তিনি তাহাঁর পিতা ইব্‌রাহীম [রাদি.] হইতে বর্ননা করিয়াছেন যে, একবার আবদুর রহ্‌মান ইবনি আওফ [রাদি.] সওম রেখেছিলেন। [সন্ধ্যায়] তাহাঁর খাবার আনানো হলো। তিনি বললেন উহুদ যুদ্ধের শাহীদ মুস্আব ইবনি উমায়র [রাদি.] আমার চেয়ে উত্তম ছিলেন। কিন্তু তাঁকে শুধু একটি চাদর দিয়ে দাফন করা হয়েছিল। এটা এমনই খাটো ছিল যে, যদি মাথা ঢাকা হত পা খুলে যেত আর পা ঢাকা হলে মাথা খুলে যেত। [সর্বশেষে {চাদর দিয়ে] তার মাথা ঢেকে পাগুলোর উপর ইযখির {ঘাস] দেয়া হয়েছিল]। [হাদিসের রাবী] ইব্‌রাহীম বলেন, আমার মনে হয় আবদুর রহ্‌মান ইবনি আওফ এ কথাও বলেছেন, [উহুদের] আরেক শাহীদ হামযাহ্ও আমার চেয়ে উত্তম ছিলেন। [মুস্আব-এর মতো] তাহাঁরও এক চাদরে দাফন নাসীব হয়েছিল। [এখন মুসলিমদের দরিদ্র আল্লাহর ফযলে দূর হয়েছে] আমাদের জন্য এখন দুনিয়া বেশ প্রশস্ত হয়েছে, যা দৃশ্যমান। অথবা তিনি বলেছেন, “দুনিয়া এখন আমাদেরকে এতই পর্যাপ্ত পরিমাণে দেয়া হয়েছে যে, আমার ভয় হয় আমাদের নেক কাজের বিনিময় ফল আমরা মৃত্যুর আগে দুনিয়াতেই পেয়ে যাই কিনা। অতঃপর আবদুর রহ্‌মান ইবনি আওফ কাঁদতে লাগলেন, এমনকি শেষ পর্যন্ত সামনের খাবারই ছেড়ে দিলেন।

[বোখারী] {১}, {১} সহীহ : বোখারী ১২৭৫, সুনানুল কুবরা লিল বায়হাক্বী ৬৬৮৩। মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম ও কাফনের নিয়ম -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস

১৬৪৫. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, মুনাফিক্ব দলপতি আবদুল্লাহ ইবনি উবাইকে ক্ববরে নামাবার পর রাসূলুল্লাহ [সাঃআঃ] সেখানে উপস্থিত হলেন। তিনি তাকে ক্ববর থেকে উঠাবার নির্দেশ দিলেন। ক্ববর থেকে উঠাবার পর তিনি [সাঃআঃ] তাকে তাহাঁর দুহাঁটুর উপর রাখলেন। নিজের মুখের পবিত্র থুথু তার মুখে দিলেন। নিজের জামা তাকে পরালেন। জাবির [রাদি.] বলেন, আব্দুল্লাহ ইবনি উবাই আব্বাস [রাদি.] কে তার নিজের জামা পরিয়েছিলেন

। [বোখারী ও মুসলিম] {১}, {১} সহীহ : বোখারীর ১৩৫০, মুসলিম ২৭৭৩, নাসায়ী ২০১৯, মুসান্নাফ আবদুর রাযযাক্ব ৯৯৩৮। মৃত ব্যক্তিকে গোসল করানোর নিয়ম ও কাফনের নিয়ম -এই হাদিসটির তাহকীকঃ সহীহ হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply