ক্ষমার দোয়া এবং নিজের জন্য দুআ করিবে
ক্ষমার দোয়া এবং নিজের জন্য দুআ করিবে >> সুনানে ইবনে মাজাহ হাদিস এর মুল সুচিপত্র পড়ুন
ক্ষমার দোয়া এবং নিজের জন্য দুআ করিবে
৫. অধ্যায়ঃ ক্ষমা ও নিরাপত্তা লাভের দুআ
৬. অধ্যায়ঃ দুআকারী প্রথমে নিজের জন্য দুআ করিবে
৭. অধ্যায়ঃ তোমাদের কেউ তাড়াহুড়া না করিলে তাহার দুআ কবুল হয়
৮. অধ্যায়ঃ কোন ব্যক্তি এভাবে বলবে না, হে আল্লাহ্! তুমি চাইলে আমাকে ক্ষমা করো
৫. অধ্যায়ঃ ক্ষমা ও নিরাপত্তা লাভের দুআ
৩৮৪৮ : আনাস বিন মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, এক ব্যক্তি নবী [সাঃআঃ] এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! কোন দুআ সর্বোত্তম? তিনি বলেনঃ তুমি তোমার প্রতিপালকের নিকট দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো। অতঃপর সে দ্বিতীয় দিন তাহাঁর নিকট এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! কোন দুআ সর্বোত্তম? তিনি বলেনঃ তুমি তোমার প্রভুর নিকট দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো। অতঃপর সে তৃতীয় দিন তাহাঁর নিকট এসে বলল, হে আল্লাহর নবী! কোন দুআ সর্বোত্তম? তিনি বলেনঃ তুমি তোমার রবের নিকট দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা প্রার্থনা করো। যদি তোমাকে দুনিয়া ও আখেরাতের শান্তি ও নিরাপত্তা দান করা হয়, তাহলে তুমি পরম সাফল্য লাভ করিলে। {৩১৮০}
{৩১৮০} তিরমিজি ৩৫১২। দঈফাহ ২৮৫১। হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস
৩৮৪৯ : আবু বকর [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর ইন্তিকালের পর তিনি [আওসাত] আবু বকর [রাদি.] থেকে বলিতে শুনেন ঃ গত বছর রাসূলুল্লাহ [সাঃআঃ] আমার এই স্থানে দাঁড়ালেন, অতঃপর আবু বকর [রাদি.] কেঁদে দিলেন, অতঃপর বললেনঃ অবশ্যই তোমরা সততা অবলম্বন করিবে। কারণ তা পুণ্যের সাথী এবং এ দুটির অবস্থান জান্নাতে। তোমরা অবশ্যই মিথ্যাকে পরিহার করিবে। কারণ তা পাপাচারের সাথী এবং এ দুটির অবস্থান জাহান্নামে। তোমরা আল্লাহর নিকট সুস্থতা ও নিরাপত্তা কামনা করো। কেননা ঈমানের পর কাউকে সুস্থতা ও নিরাপত্তার চেয়ে অধিক উত্তম কিছু দান করা হয়নি। তোমরা পরস্পর হিংসা-বিদ্বেষ পোষণ করো না, সম্পর্কচ্ছেদ করো না এবং পরস্পর থেকে মুখ ফিরিয়ে নিও না। হে আল্লাহর বান্দাগণ! তোমরা ভাই ভাই হয়ে যাও। {৩১৮১}
{৩১৮১} ফুটনোটঃ তিরমিজি ৩৫৫৮ । রাওদুন নাদির ৯১৭, তাখরীজুল মুখতাহার ৬২-৬৪। হাদিসের তাহকিকঃ সহীহ হাদিস
৩৮৫০ : আয়েশা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দুআ পড়বো? তিনি বলেনঃ তুমি বলবে,
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
আল্লাহুম্মা ইন্নাকা আফুওউ তাহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি, (হে আল্লাহ! তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করিতেই ভালোবাসো। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও)। {৩১৮২}
{৩১৮২} ফুটনোটঃ তিরমিজি ৩৫১৩। মিশকাত ২০৯১ । হাদিসের তাহকিকঃ সহীহ হাদিস
৩৮৫১ : আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ বান্দা যত রকম দুআ করে তাহার মধ্যে
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ
আল্লাহুম্মা ইন্নি আসালুকাল মুআফাতা ফিদ দুনইয়া ওয়াল আখিরাত, (হে আল্লাহ আমি তোমার নিকট দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা কামনা করি )
এ দুআর চেয়ে উত্তম কোন দুআ নাই। {৩১৮৩}
{৩১৮৩} হাদিসটি ঈমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। সহীহাহ ১১৩৮। হাদিসের তাহকিকঃ সহীহ হাদিস
৬. অধ্যায়ঃ দুআকারী প্রথমে নিজের জন্য দুআ করিবে
৩৮৫২ : ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ
يَرْحَمُنَا اللَّهُ وَأَخَا عَادٍ
ইয়ার হামুনাল্লাহু ওয়া আখা আদ, আল্লাহ্ আমাদেরকে এবং আদ জাতির ভাই [হূদ [আলাইহি ওয়া সাল্লাম]]-কে দয়া করুন। {৩১৮৪}
{৩১৮৪} হাদিসটি ঈমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। দঈফাহ ৪৮২৯, দঈফ আল-জামি ৬৪২৭। হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস
৭. অধ্যায়ঃ তোমাদের কেউ তাড়াহুড়া না করিলে তাহার দুআ কবুল হয়
৩৮৫৩ : আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ তোমাদের যে কোন লোকের দুআই কবুল হয়ে থাকে, যাবত না সে তাড়াহুড়া করে। বলা হলো, ইয়া রাসূলাল্লাহ! লোকে তাড়াহুড়া কিভাবে করে? তিনি বলেনঃ দুআকারী বলে, আমি আল্লাহ্র নিকট দুআ করলাম কিন্তু আল্লাহ্ আমার দুআ কবুল করেননি। {৩১৮৫}
{৩১৮৫} সহিহুল বুখারি হাদিস নং ৬৩৪০, মুসলীম ২৭৩৫, তিরমিজি ৩৩৮৭, আবু দাউদ ১৪৮৪, আহমাদ ৯৯৩৯, মুওয়াত্তা মালিক ৪৯৫। হাদিসের তাহকিকঃ সহীহ হাদিস
৮. অধ্যায়ঃ কোন ব্যক্তি এভাবে বলবে না, হে আল্লাহ্! তুমি চাইলে আমাকে ক্ষমা করো
৩৮৫৪ : আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ যেন এভাবে না বলে ঃ
اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ
হে আল্লাহ্ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, বরং সে যেন পূর্ণ দৃঢ়তা সহকারে কামনা করে। কেননা কোন কাজই আল্লাহ্র জন্য বাধ্যতামূলক নয়। {৩১৮৬}
{৩১৮৬} সহিহুল বুখারি হাদিস নং ৭৪৭৭, মুসলিম ২৬৭৯, তিরমিজি ২৪৯৭, আবু দাউদ ১৪৮৩, আহমাদ ৭২৭২, ২৭৪৫৬, ৯৬৫২, ১০১১৬, ১০৪৮৬, মুওয়াত্তা মালিক ৪৯৪। রওদুন নাদীর ১১৮১, সহীহ আবু দাউদ ১৩৩৩। হাত তুলে মোনাজাত করা হাদিসের তাহকিকঃ সহীহ হাদিস
Leave a Reply