পর্বঃ ৯-বিবাহ, অধ্যায় (১১-৬৩)=৫৩
৯/১১. অধ্যায়ঃ কুমারী ও বিধবা মেয়ের মত গ্রহণ প্রসঙ্গে।
৯/১২. অধ্যায়ঃ কেউ নিজের মেয়েকে তাহার অমতে বিবাহ দিলে।
৯/১৩. অধ্যায়ঃ নাবালেগ মেয়েকে তাহার পিতা বিবাহ দিলে।
৯/১৪. অধ্যায়ঃ পিতা ব্যতীত অপর কেউ নাবালেগ মেয়েকে বিবাহ দিলে।
৯/১৫. অধ্যায়ঃ অভিভাবক ছাড়া বিবাহ হয় না।
৯/১৬ অধ্যায়ঃ শিগার বিবাহ নিষিদ্ধ
৯/১৭. অধ্যায়ঃ মহিলাদের মাহর [মোহরানা]
৯/১৮. অধ্যায়ঃ কোন ব্যক্তি বিবাহ করার পর মাহর ধার্য করার পূর্বে মারা গেলে।
৯/১৯. অধ্যায়ঃ বিবাহের খুতবাহ [ভাষণ]
৯/২০. অধ্যায়ঃ বিবাহের ঘোষণা।
৯/২১. অধ্যায়ঃ গান গাওয়া এবং ঢোল বাজানো।
৯/২২. অধ্যায়ঃ নপুংসকদের প্রসঙ্গে।
৯/২৩. অধ্যায়ঃ নব দম্পতিকে মুবারকবাদ জানানো।
৯/২৪. অধ্যায়ঃ ওলীমা [বিবাহ ভোজ] প্রসঙ্গে।
৯/২৫. অধ্যায়ঃ দাওয়াতকারীর দাওয়াত কবুল করা।
স্বামী স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য – আযল, দুধ পান, সন্তান, অশুভ আলামাত
৯/২৬. অধ্যায়ঃ তরুণী স্ত্রী এবং বয়স্কা স্ত্রীর নিকট অবস্থানের পালা।
৯/২৭. অধ্যায়ঃ স্ত্রী স্বামীর নিকট এলে স্বামী যে দুয়া পড়বে।
৯/২৮. অধ্যায়ঃ সহবাসের সময় পর্দা করা।
৯/২৯. অধ্যায়ঃ স্ত্রীর মলদ্বারে সংগম করা নিষেধ।
৯/৩০. অধ্যায়ঃ আযল প্রসঙ্গ।
৯/৩১. অধ্যায়ঃ কোন মহিলাকে তাহার ফুফু অথবা তাহার খালার সাথে একত্রে বিবাহ করা যাবে না।
৯/৩২. অধ্যায়ঃ কোন ব্যক্তি তাহার স্ত্রীকে তিন তালাক দিলো, অতঃপর সে অন্য স্বামী গ্রহণ করিল। সেও তাহাকে সহবাসের পূর্বে তালাক দিলো। এ অবস্থায় সে কি তাহার প্রথম স্বামীর সাথে পুনর্বিবাহে আবদ্ধ হইতে পারে?
৯/৩৩. অধ্যায়ঃ হালালকারী এবং যাহার জন্য হালাল করা হয়।
৯/৩৪. অধ্যায়ঃ বংশীয় সম্পর্কের দরুন যারা হারাম হয়, দুধপানজনিত কারণেও তাহারা হারাম হয়।
৯/৩৫. অধ্যায়ঃ এক ঢোক অথবা দু ঢোক দুধপানে হুরমত সাব্যস্ত হয় না।
৯/৩৬. অধ্যায়ঃ বয়স্ক লোকে দুধ পান করিলে।
৯/৩৭. অধ্যায়ঃ দুধপানের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরের দুধপান সম্পর্কে।
৯/৩৮. অধ্যায়ঃ পুরুষের দুধ ।
৯/৩৯. অধ্যায়ঃ কারো বিবাহ বন্ধনে দু [সহোদর] বোন থাকা অবস্থায় সে ইসলাম গ্রহণ করিলে।
৯/৪০. অধ্যায়ঃ চারের অধিক সংখ্যক স্ত্রী থাকা অবস্থায় কেউ ইসলাম গ্রহণ করিলে ।
৯/৪১. অধ্যায়ঃ বিবাহের শর্তাবলী পূরণ করিতে হইবে ।
৯/৪২. অধ্যায়ঃ যে ব্যক্তি নিজের দাসীকে আযাদ করার পর বিবাহ করে ।
৯/৪৩. অধ্যায়ঃ মনিবের অনুমতি ব্যতীত গোলামের বিবাহ করা ।
৯/৪৪. অধ্যায়ঃ মুতআ বিবাহ নিষিদ্ধ ।
৯/৪৫. অধ্যায়ঃ ইহরাম অবস্থায় কোন ব্যক্তির বিবাহ করা ।
৯/৪৬. অধ্যায়ঃ বিবাহের বর ও কনের সমতা [কুফু] ।
৯/৪৭. অধ্যায়ঃ স্ত্রীদের সাথে সম আচরণ এবং পালা বণ্টন।
৯/৪৮. অধ্যায়ঃ যে মহিলা তাহার পালার দিনটি তাহার সতীনকে দান করে।
৯/৪৯. অধ্যায়ঃ বিবাহ দেয়ার জন্য সুপারিশ করা।
৯/৫০. অধ্যায়ঃ স্ত্রীদের সাথে উত্তম আচরণ করা।
৯/৫১. অধ্যায়ঃ স্ত্রীদের প্রহার করা নিকৃষ্ট কাজ।
৯/৫২. অধ্যায়ঃ পরচুলা সংযোগকারিণী ও উল্কি অংকনকারিণী ।
৯/৫৩. অধ্যায়ঃ যে সময় স্ত্রীদের সাথে বাসর যাপন করা উত্তম।
৯/৫৪. অধ্যায়ঃ স্ত্রীকে কিছু দেয়ার পূর্বে তাহার সাথে নির্জনে মিলন।
৯/৫৫. অধ্যায়ঃ শুভ ও অশুভ আলামাত।
৯/৫৬. অধ্যায়ঃ আত্মমর্যাদাবোধ।
৯/৫৭. অধ্যায়ঃ যে মহিলা নিজেকে নবী [সাঃআঃ] -এর জন্য হেবা করে।
৯/৫৮. অধ্যায়ঃ যে ব্যক্তি তাহার সন্তান সম্পর্কে সন্দেহ পোষণ করে।
৯/৫৯. অধ্যায়ঃ সন্তান বিছানার মালিকের এবং ব্যভিচারির জন্য পাথর।
৯/৬০. অধ্যায়ঃ স্বামী-স্ত্রীর মধ্যে একজন অপরজনের আগে ইসলাম গ্রহণ করিলে ।
৯/৬১. অধ্যায়ঃ দুগ্ধপোষ্য সন্তানের মাতাহার সাথে সহবাস।
৯/৬২. অধ্যায়ঃ যে স্ত্রী তাহার স্বামীকে কষ্ট দেয়।
৯/৬৩. অধ্যায়ঃ হারাম বস্তু হালাল বস্তুকে হারাম করিতে পারে না।
Leave a Reply