কন্যা সন্তান প্রতিবেশী দাস মেহমান ও মাতা পিতার অধিকার

কন্যা সন্তান প্রতিবেশী দাস মেহমান ও মাতা পিতার অধিকার

পর্বঃ ৩৩, অধ্যায়ঃ (১-১০)=১০টি

কন্যা সন্তান প্রতিবেশী দাস মেহমান ও মাতা পিতার অধিকার >> সুনানে ইবনে মাজাহ হাদিস এর মুল সুচিপত্র পড়ুন

১. অধ্যায়ঃ মাতা-পিতাহার সাথে সদ্ব্যবহার
২. অধ্যায়ঃ যাহার সাথে তোমার পিতা সম্পর্ক রেখেছেন তুমিও তাহার সাথে সেই সম্পর্ক বজায় রাখো
৩. অধ্যায়ঃ কন্যা সন্তানদের সাথে পিতাহার সদাচরণ ও দয়া প্রদর্শন
৪. অধ্যায়ঃ প্রতিবেশীর অধিকার
৫. অধ্যায়ঃ মেহমানের অধিকার
৬. অধ্যায়ঃ ইয়াতীমের অধিকার
৭. অধ্যায়ঃ যাতায়াতের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ
৮. অধ্যায়ঃ পানি দান করার ফাদীলাত
৯. অধ্যায়ঃ নম্র ব্যবহার
১০. অধ্যায়ঃ দাস-দাসীর সাথে দয়ার্দ্র ব্যবহার

১. অধ্যায়ঃ মাতা-পিতাহার সাথে সদ্ব্যবহার

৩৬৫৭ ইবনি সালামাহ [উপনাম] আবু সালামা আস-সুলামী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী [সাঃআঃ] বলেছেনঃ আমি লোককে তাহার মায়ের সাথে সদাচারের উপদেশ দিচ্ছি, আমি লোককে তাহার মায়ের সাথে সদাচারের উপদেশ দিচ্ছি, আমি লোককে তাহার মায়ের সাথে সদাচারের উপদেশ দিচ্ছি, আমি মানুষকে তাহার অধীন দাসের সাথে সদাচারের উপদেশ দিচ্ছি , যদিও সে তাহার সাথে কষ্টদায়ক আচরণ করে। {২৯৮৯}

{২৯৮৯} আহমাদ ১৮৩১২। ইরওয়া ৮৩৭।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৩৬৫৮ আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, সাহাবীগণ জিজ্ঞেস করেন, ইয়া রাসূলাল্লাহ! কার সাথে সদাচরণ করিব? তিনি বলেনঃ তোমার মায়ের সাথে। তাহারা বলেন, অতঃপর কার সাথে? তিনি বলেনঃ তোমার পিতাহার সাথে। তিনি বলেন, অতঃপর কার সাথে? তিনি বলেন, অতঃপর পর্যায়ক্রমে নিকটবর্তীদের সাথে। {২৯৯০}

{২৯৯০} বুখারী ৫৯৭১, মুসলিম ৪৬২১, আহমাদ ৮১৪৪,৮৮৩৮,৮৯৬৫।ইরওয়া ২১৬৯,গায়াতুল মারাম ২৭৬, রাওদুন নাদীর ৮৬৫।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৫৯. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ ] বলেছেনঃ কোন সন্তান তাহার পিতাহার হক আদায় করিতে সক্ষম নয়। তবে সে যদি তাহাকে দাসরূপে পায় এবং তাহাকে খরিদ করে আযাদ করে দেয় [তাহলে কিছু হক আদায় হয়]। {২৯৯১}

{২৯৯১} মুসলিম ১৫১০, তিরমিজি ১৯০৬,আবু দাউদ ৫১৩৭, আহমাদ ৭১০৩,৭৫১৬,৮৬৭৬,৯৪৫২। ইরওয়া ১৭৪৭।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৬০. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেনঃ এক কিনতাহার হলো বারো হাজার উকিয়ার সমান এবং উকিয়া হলো আসমান-যমিনের মাঝখানে যা কিছু আছে তাহার চেয়ে উত্তম। রাসূলু্ল্লাহ [সাঃআঃ] আরও বলেনঃ জান্নাতে মানুষের মর্যাদা অবশ্যই বৃদ্ধি করা হইবে। সে বলবে, এটা [মর্যাদা বৃদ্ধি] কীভাবে হলো? বলা হইবে, তোমার জন্য তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার বদৌলতে। {২৯৯২}

তাহকীক আলবানী ঃ [আরবী] হাদিসটি দুর্বল। [আরবী] হাদিসটি হাসান। ………. {২৯৯২} আহমাদ ৮৫৪০,দারেমী ৩৪৬৪। [আরবি লেখা] হাদিসটি হাসান।[আরবি লেখা] দঈফা ৪০৭৬, দঈফ আল-জামি৪১৪১,[আরবি লেখা] সহীহাহ ১৫৯৮, মিশকাত ২৩৫৪।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ অন্যান্য

৩৬৬১. মিকদাম বিন মাদীকারিব [রাদি.] হইতে বর্ণীতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের মায়েদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন। একথা তিনি তিনবার বলেনঃ নিশ্চয় আল্লাহ তোমাদের পিতাহাদের সম্পর্কে উপদেশ দিচ্ছেন। নিশ্চয় আল্লাহ পর্যায়ক্রমে তোমাদের নিকটবর্তীদের সম্পর্কে তোমাদের উপদেশ দিচ্ছেন [সদাচারের]। {২৯৯৩}

{২৯৯৩} আহমাদ ১৬৭৩৩,১৬৭৩৬।সহীহাহ ১৬৬৬।. ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৬২. আবু উমামাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল! সন্তানের উপর মাতা-পিতাহার কী অধিকার আছে? তিনি বলেনঃ তাহারা তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। {২৯৯৪}

{২৯৯৪} হাদিসটি ঈমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন।মিশকাত ৪৯৪১, আর রাদ্দু আলাল বালীক ১২২, দঈফ আল-জামি৬০৯৮।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৩৬৬৩. আবু দারদা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি নবী [সাঃআঃ] কে বলিতে শুনেছেন ঃ পিতা হলো জান্নাতের দরজাসমূহের মধ্যবর্তী দরজা। অতএব তুমি ঐ দরজা নষ্টও করিতে পারো অথবা তাহার হেফাজতও করিতে পারো। {২৯৯৫}

{২৯৯৫} তিরমিজি ১৯০০, আহমাদ ২১২১০,২৬৯৬৫,২৬৯৮০,২৭০০৪।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

২. অধ্যায়ঃ যাহার সাথে তোমার পিতা সম্পর্ক রেখেছেন তুমিও তাহার সাথে সেই সম্পর্ক বজায় রাখো

৩৬৬৪. আবু উসায়দ মালিক বিন রাবীআহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একদা আমরা নবী [সাল্লাল্লাহু আলিইহি ওয়া সাল্লাম]-এর নিকট উপস্থিত ছিলাম। তখন সালামা গোত্রের এক ব্যক্তি তাহাঁর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল! আমার পিতা-মাতাহার মৃত্যুর পর তাহাদের সাথে সদাচারের কিছু অবশিষ্ট আছে কি, যা আমি তাহাদের সাথে করিতে পারি? তিনি বলেনঃ হাঁ, তাহাদের জন্য দুআ করা, ক্ষমা প্রার্থনা করা, তাহাদের মৃত্যুর পর তাহাদের প্রদত্ত প্রতিশ্রুতি পালন করা, তাহাদের বন্ধুদের সম্মান করা এবং [অপরের সাথে] তাহাদের গড়ে তোলা সম্পর্ক উজ্জীবিত রাখা। {২৯৯৬}

{২৯৯৬} আবু দাউদ ৫১৪২। মিশকাত ৪৯৩৬।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৩. অধ্যায়ঃ কন্যা সন্তানদের সাথে পিতাহার সদাচরণ ও দয়া প্রদর্শন

৩৬৬৫. আয়েশা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, কতক বেদুঈন নবী [সাঃআঃ]-এর নিকট এসে বলল, আপনারা কি আপনাদের শিশুদের চুমু দেন? সাহাবীগণ বলেন, হাঁ। তাহারা বলল, কিন্তু আল্লাহর শপথ! আমরা চুমু দেই না। তখন নবী [সাঃআঃ] বলেনঃ আল্লাহ যদি তোমাদের অন্তর থেকে দয়ামায়া তুলে নিয়ে থাকেন তাহলে আমি আর কী করিতে পারি। {২৯৯৭}

{২৯৯৭} সহিহুল বুখারি হাদিস নং ৫৯৯৮, মুসলিম ২৩১৭, আহমাদ ২৩৭৭০,২৩৮৮৭।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৬৬. ইয়ালা আল-আমিরী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, হাসান ও হোসাইন [রাদি.] দৌড়াতে দৌড়াতে নবী [সাঃআঃ]-এর নিকট আসলেন। তিনি তাহাদের কে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেনঃ সন্তান মানুষকে কাপুরুষ ও দুর্বল বানিয়ে দেয়। {২৯৯৮}

{২৯৯৮} আহমাদ ১৭১১১। মিশকাত ৪৬৯১,৪৬৯২।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৬৭ সুরাকাহ বিন মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেনঃ আমি কি তোমাদেরকে সর্বোত্তম দান-খয়রাতের পথ নির্দেশ করিব না? তোমার যে কন্যা তোমার নিকট ফিরে এসেছে এবং তুমি ছাড়া তাহার আর কোন উপার্জনকারী নেই, তাহার জন্য কৃত দান-খয়রাত সর্বোত্তম। {২৯৯৯}

{২৯৯৯} আহমাদ ১৭১৩৬। মিশকাত ৫০০২, দঈফাহ ৪৮২২।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৩৬৬৮. আয়েশা [রাদি.] হইতে বর্ণীতঃ

[সাসাআহ] বলেন, এক মহিলা তাহার দু কন্যা সন্তানসহ আয়েশা [রাদি.]-এর নিকট এলো। তিনি তাহাকে তিনটি খেজুর দিলেন। সে তাহাদের প্রত্যেককে একটি করে খেজুর দিলো এবং অবশিষ্ট খেজুরটিও দু টুকরা করে তাহাদের মাঝে বণ্টন করিল। আয়েশা [রাদি.] বলেন, এরপর নবী [সাঃআঃ] আসলে আমি তাহাঁর নিকট ঘটনা বর্ণনা করলাম। তিনি বলেনঃ তুমি তো অবাক হচ্ছো, এর ফলে সে অবশ্যি জান্নাতে প্রবেশ করেছে। {৩০০০}

{৩০০০} সহিহুল বুখারি হাদিস নং ১৪১৮, ৫৯৯৫, মুসলিম ২৬২৯, ২৬৩০, তিরমিজি ১৯১৫, আহমাদ ২৩৫৩৫, ২৪০৫১, ২৫৫২৯।. ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৬৯. উকবাহ বিন আমির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ [সাঃআঃ] কে বলিতে শুনিয়াছি ঃ কারো তিনটি কন্যা সন্তান থাকলে এবং সে তাহাদের ব্যাপারে ধৈর্য ধারণ করিলে, যথাসাধ্য তাহাদের পানাহার করালে ও পোশাক-আশাক দিলে, তাহারা কিয়ামতের দিন তাহার জন্য জাহান্নাম থেকে অন্তরায় হইবে। {৩০০১}

{৩০০১} আহমাদ ১৬৯৫০। সহীহাহ ৩৯৪।. ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৭০. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কোন ব্যক্তির দুটি কন্যা সন্তান থাকলে এবং সে তাহাদের সাথে উত্তম ব্যবহার করিলে যত দিন তাহারা একত্রে বসবাস করিবে, তাহারা তাহাকে জান্নাতে প্রবেশ করাবে। {৩০০২}

{৩০০২} আহমাদ ২১০৫, ৩৪১৪। সহীহাহ ২৭৭৫ ।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ হাসান হাদিস

৩৬৭১. আনাস বিন মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ তোমরা তোমাদের সন্তানদের সাথে উত্তম আচরন করো এবং তাহাদেরকে উত্তমরূপে সদাচার শিক্ষা দাও। {৩০০৩}

{৩০০৩} হাদিসটি ঈমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। আত তালীকুর রাগীব ৩/৮৭। দঈফাহ ১৬৪৯, দঈফ আল-জামি ১১৩৩।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৪. অধ্যায়ঃ প্রতিবেশীর অধিকার

৩৬৭২. আবু শুরায়হ আল-খুযাঈ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেনঃ যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন তাহার প্রতিবেশীর সাথে সদাচরন করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে সে যেন তাহার মেহমানকে সমাদর করে। যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে, অন্যথায় নীরব থাকে। {৩০০৪}

{৩০০৪} মাজাহ ৩২৭৫, সহিহুল বুখারি হাদিস নং ৬০১৯, ৬১৩৫, ৬৪৭৬, মুসলিম ৪৮, তিরমিজি ১৯৬৭, ১৯৬৮, আবু দাউদ ৩৭৪৮, আহমাদ ১৫৯৩৫, ২৬৬১৮, ২৬৬২০, মুওয়াত্তা মালিক ১৭২৮, দারেমী ২০৩৫, ২০৩৬।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৭৩. আয়েশা [রাদি.] হইতে বর্ণীতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ জিবরাঈল [আঃ] আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিচ্ছিলেন, এমনকি আমার ধারনা হলো যে, অচিরেই তিনি তাহাকে হয়তো ওয়ারিস বানাবেন। {৩০০৫}

{৩০০৫} সহিহুল বুখারি হাদিস নং ৬০১৪, মুসলিম ২৬২৪, তিরমিজি ১৯৪২, আবু দাউদ ৫১৫১, আহমাদ ২৩৭৩৯, ২৪০৭৯, ২৪৪২১, ২৫০১২, ২৫৪৮২। ইরওয়া ৮৯১।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৭৪. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ জিবরাঈল [আঃ] আমাকে প্রতিবেশীর ব্যাপারে অবিরত উপদেশ দিচ্ছিলেন, এমনকি আমার মনে হলো যে, অচিরেই তিনি হয়ত তাহাকে ওয়ারিস বানাবেন। {৩০০৬}

{৩০০৬} আহমাদ ৭৪৭০, ৭৯৮৫, ৯৪৫৩, ১০২৯৭।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৫. অধ্যায়ঃ মেহমানের অধিকার

৩৬৭৫. আবু শুরায়হ আল-খুযাঈ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেনঃ যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, সে যেন তাহার মেহমানকে সম্মান করে। আর মেহমানের অধিকার হলো এক দিন ও এক রাত। আপ্যায়নকারীর কষ্ট হইতে পারে এরূপ দীর্ঘ সময় তাহার নিকট মেহমানের অবস্থান বৈধ নয়। আপ্যায়ন তিন দিন। তিন দিনের অতিরিক্ত সময়ের জন্য যা সে ব্যয় করিবে তা তাহার জন্য দান হিসেবে গণ্য হইবে। {৩০০৭}

{৩০০৭} সহিহুল বুখারি হাদিস নং ৬০১৯, ৬১৩৫, ৬৪৭৬, মুসলিম ৪৮, তিরমিজি ১৯৬৭, ১৯৬৮, আবু দাউদ ৩৭৪৮, আহমাদ ১৫৯৩৫, ২৬৬১৮, ২৬৬২০, মুওয়াত্তা মালিক ১৭২৮, দারেমী২০৩৫, ২০৩৬। ইরওয়া ২৫২৩।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৭৬. উকবাহ বিন আমির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ [সাঃআঃ] কে বললাম, আপনি আমাদেরকে বিভিন্ন স্থানে পাঠিয়ে থাকেন। আমরা এমন সব জনপদে যাত্রাবিরতি করি যারা আমাদের আপ্যায়ন করে না। এ ব্যাপারে আপনার কি অভিমত? রাসূলুল্লাহ [সাঃআঃ] আমাদেরকে বলেনঃ যদি তোমরা কোন বসতি এলাকায় যাত্রাবিরতি করো এবং তাহারা মেহমানের আপ্যায়নযোগ্য ব্যবস্থা করিলে তা তোমরা গ্রহণ করো। আর যদি তাহারা তা না করে, তবে তাহাদের থেকে তাহাদের সামর্থ্য অনুসারে মেহমানদারির ন্যায্য দাবি আদায় করো। {৩০০৮}

{৩০০৮} সহিহুল বুখারি হাদিস নং ২৪৬১, ৬১৩৭, মুসলিম ১৭২৭, তিরমিজি ১৫৮৯, আবু দাউদ ৩৭৫২, ১৬৮৯৪। ইরওয়া ২৫২৪।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৭৭. মিকদাম আবু কারীমাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, রাতে আগত মেহমানকে আপ্যায়ন করা বাধ্যতামূলক। কারো বাড়ির আঙ্গিনায় মেহমান [অভুক্ত] রাত কাটালে সেটা [বাড়ির মালিকের জন্য] ঋণস্বরূপ। মেহমান ইচ্ছা করিলে এ ঋণ উসুল করিতেও পারে, অথবা ত্যাগও করিতে পারে। {৩০০৯}

{৩০০৯} আবু দাউদ ৩৭৫০, ৩৭৫১, আহমাদ ১৬৭২০, ১৬৭৪৪, ১৮৭৪৪। আত তালীকুর রাগীব ৩/২৪২, সহীহাহ ২২০৪।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৬. অধ্যায়ঃ ইয়াতীমের অধিকার

৩৬৭৮. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ হে আল্লাহ! আমি দু দুর্বলের অর্থাৎ ইয়াতীম ও নারীর অধিকার [নস্যাৎ করা] নিষিদ্ধ করেছি। {৩০১০}

{৩০১০} আহমাদ ৯৩৭৪। সহীহাহ ১০১৫। ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ হাসান হাদিস

৩৬৭৯. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেন, মুসলমানদের ঘরসমূহের মধ্যে যে ঘরে ইয়াতীম থাকে এবং তাহার সাথে সদয় ব্যবহার করা হয়, সেই ঘরই সর্বোত্তম। পক্ষান্তরে মুসলমানদের ঘরসমূহের মধ্যে যে ঘরে ইয়াতীম থাকে এবং তাহার সাথে নির্দয় ব্যবহার করা হয়, সেই ঘরই সর্বাধিক নিকৃষ্ট। {৩০১১}

{৩০১১} হাদিসটি ঈমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। দঈফাহ ১৬৩৭, আত তালীকুর রাগীব ৩/২৩০, আর রাদ্দু আলাল বালীক ২৩৪, দঈফ আল-জামি ২৯০৫।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৩৬৮০. আবদুল্লাহ বিন আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি তিনজন ইয়াতীমের ভরণপোষণ করে, সে ঐ ব্যক্তি সমতূল্য যে রাতভর ইবাদতরত থাকে, দিনভর রোযা রাখে এবং সকাল-সন্ধ্যা আল্লাহর রাস্তায় সশস্ত্র জিহাদ করে। জান্নাতে আমি ও সেই ব্যক্তি এই দু বোনের মত দু ভাইরূপে বসবাস করিব, [এই বলে] তিনি তর্জনি ও মধ্যমা আঙ্গুল একত্র করে দেখান। {৩০১২}

{৩০১২} হাদিসটি ঈমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। দঈফ আল-জামি ৫৬৯৩।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৭. অধ্যায়ঃ যাতায়াতের রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু অপসারণ

৩৬৮১. আবু বারযাহ আল-আসলামী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাকে এমন একটি কাজের পথনির্দেশ দিন যাহার দ্বারা আমি উপকৃত হইতে পারি। তিনি বলেনঃ মুসলমানদের যাতায়াতের পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলো। {৩০১৩}

{৩০১৩} মুসলিম ২৬১৮, আহমাদ ১৯২৬৯, ১৯২৮৬। সহীহাহ ২৩৭২।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৮২. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেন, এক রাস্তার উপর একটি ডাল এসে পড়েছিল যা মানুষকে কষ্ট দিতো। এক ব্যক্তি তা সরিয়ে ফেললে তাহাকে জান্নাতে প্রবেশ করানো হয়। {৩০১৪}

{৩০১৪} সহিহুল বুখারি হাদিস নং ৬৫৪, ২৪৭২, মুসলিম ১৯১৪, তিরমিজি ১৯৫৮, আবু দাউদ ৫২৪৫, আহমাদ ৭৭৮২, ৭৯৭৯, ৮২৯৩, ৮৩১৫, ৮৯৯৩, ৯১১৫, ২৭২৯২, ১০৩৭৪, ১০৫১৫, মালিক ২৯৫।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৮৩. আবু যার্র [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেনঃ আমার উম্মাতের ভালো ও মন্দ কার্যাবলী আমার সামনে পেশ করা হলে, আমি তাহাদের ভালো কার্যাবলীর মধ্যে যাতায়াতের পথ থেকে তাহাদের কষ্টদায়ক বস্তু সরানোও অন্তর্ভুক্ত দেখিতে পেলাম এবং তাহাদের নিকৃষ্ট কার্যাবলীর মধ্যে মসজিদে থুথু ফেলাও অন্তর্ভুক্ত দেখিতে পেলাম যা [মাটি দিয়ে] ঢেকে দেয়া হয়নি। {৩০১৫}

{৩০১৫} মুসলিম ৫৫৩, আহমাদ ২১০৩৯, ২১০৫৭।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৮. অধ্যায়ঃ পানি দান করার ফাদীলাত

৩৬৮৪. সাদ বিন উবাদাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলাল্লাহ! কোন প্রকারের দান সর্বোত্তম? তিনি বলেনঃ পানি পান করানো। {৩০১৬}

{৩০১৬} নাসাঈ ৩৬৬৪, ৩৬৬৫, ৩৬৬৬, আবু দাউদ ১৬৭৯। আত তালীকুর রাগীব ২/৫৩, সহীহ আবু দাউদ ১৪৭৪।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ হাসান হাদিস

৩৬৮৫. আনাস বিন মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেন, লোকেরা বা জান্নাতবাসীরা কিয়ামতের দিন কাতাহারবন্দী হয়ে দাঁড়াবে। তখন জাহান্নামী এক জান্নাতীর নিকট দিয়ে যাওয়ার সময় বলবে, হে অমুক! তোমার কি মনে পড়ে, এক দিন তুমি পানি পান করিতে চেয়েছিলে এবং আমি তোমাকে শরবত পান করিয়েছিলাম? রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ জান্নাতী লোকটি তাহার জন্য শাফায়াত করিবে। আরেক ব্যক্তি যাওয়ার সময় বলবে, তোমার কি মনে আছে, এক দিন আমি তোমাকে ওযুর পানি দিয়াছিলাম? তখন সে তাহার জন্য শাফায়াত করিবে। বিন নুমাইর [রাদি.]-র বর্ণনায় আরো আছে ঃ আরেক ব্যক্তি বলবে, হে অমুক! তোমার কি মনে আছে, এক দিন তুমি আমাকে অমুক অমুক প্রয়োজনে পাঠিয়েছিলে এবং আমি তোমার প্রয়োজন সমাধা করিতে গিয়েছিলাম? তখন সে তাহার জন্য শাফায়াত করিবে। {৩০১৭}

{৩০১৭} হাদিসটি ঈমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। মিশকাত ৫৬০৪, আত তালীকুর রাগীব ২/৫০, দঈফাহ ৯৩, ৫১৮৬।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৩৬৮৬. সুরাকাহ বিন জুশুম [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ [সাঃআঃ] কে জিজ্ঞেস করলাম, আমি আমার উটের জন্য পানির যে চৌবাচ্চা তৈরি করে রেখেছি, পথ ভুলে আসা উটও তাহার পানি পান করে। আমি যে সেটিকে পানি পান করিতে দিলাম, তাতে কি আমার সওয়াব হইবে? তিনি বলেনঃ হাঁ, প্রতিটি কলিজাধারী বা প্রাণধারীর বেলায় সওয়াব রয়েছে। {৩০১৮}

{৩০১৮} আহমাদ ১৭১৩১। আত তালীকুর রাগীব ২/৫২, সহীহাহ ২১৫২।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৯. অধ্যায়ঃ নম্র ব্যবহার

৩৬৮৭. জারীর বিন আব্দুল্লাহ আল-বাজালী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যক্তি নম্র স্বভাব বঞ্চিত, সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত। {৩০১৯}

{৩০১৯} মুসলিম ২৫৯২, আবু দাঊদ ৪৮০৯, আহমাদ ২৭৮২৯, ১৮৭৬৭।. ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৮৮. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেনঃ আল্লাহ হলেন রফীক [নম্র], তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্রতাহার সাথে [দ্বীনের] দাওয়াত দানকারীকে যে পরিমাণ সওয়াব দান করেন, কঠোরতা প্রদর্শনকারীকে তদ্রূপ দান করেন না। {৩০২০}

{৩০২০} হাদিসটি ঈমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৮৯. আয়েশা [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেনঃ নিশ্চয় আল্লাহ হলেন নম্র ও দয়ার্দ্র, তিনি প্রতিটি কাজে নম্রতা ও দয়ার্দ্রতা প্রদর্শন পছন্দ করেন। {৩০২১}

{৩০২১} সহিহুল বুখারি হাদিস নং ৬০২৪, ৬২৫৬, ৬৯৩৫, মুসলিম ২১৬৫, ২৫৯৩, তিরমিজি ২৭০১, আহমাদ ৩৩৫৭০, ২৪০৩২, ২৫১০৫, দারেমী ২৭৯৪। রাওদুন নাদীর ৩৬, ৭৬৪।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

১০. অধ্যায়ঃ দাস-দাসীর সাথে দয়ার্দ্র ব্যবহার

৩৬৯০. আবু যাহার [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ [এরা] তোমাদের ভাই, আল্লাহ তাহাদেরকে তোমাদের অধীনস্থ করিয়াছেন। অতএব তোমরা যা খাও, তাহাদেরকে তা খাওয়াও, তোমরা যা পরিধান করো, তাহাদেরকেও তা পরিধান করাও এবং তাহাদের উপর তাহাদের সাধ্যাতীত কাজ চাপিও না, যদি চাপাও তবে তোমরা [সেই কাজে] তাহাদের সাহায্য করো। {৩০২২}

{৩০২২} সহিহুল বুখারি হাদিস নং ৩০, মুসলিম ১৬৬১, তিরমিজি ১৯৪৫, আবু দাঊদ ৫১৫৭, ৫১৫৮, আহমাদ ২০৯০০, ২০৯২১। ইরওয়া ২১৭৬।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ সহীহ হাদিস

৩৬৯১. আবু বাক্‌র সিদ্দীক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ অধীনস্থদের সাথে দুর্ব্যবহারকারী জান্নাতে প্রবেশ করিতে পারবে না। সাহাবীগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ! আপনি কি আমাদের অবহিত করেননি যে, এ উম্মাতের অধিকাংশ হইবে গোলাম ও ইয়াতীম? তিনি বলেনঃ হাঁ, অতএব তোমরা তোমাদের সন্তানের মত তাহাদের সাথে ব্যবহার করো এবং তোমরা যা আহার করো তা তাহাদেরকে আহার করাও। সাহাবীগণ বলেন, দুনিয়াতে কোন জিনিস আমাদের উপকারে আসবে? তিনি বলেনঃ আল্লাহর রাস্তায় সংগ্রাম করার উদ্দেশ্যে তুমি যে ঘোড়া প্রতিপালন করো এবং যে গোলাম তোমার দায়িত্ব পালন করে। সে যদি নামায পড়ে, তবে সে তোমার ভাই। {৩০২৩}

{৩০২৩} তিরমিজি ১৯৪৬, আহমাদ ১৪, ৩২, ৭৬। আত তালীকুর রাগীব ৩/১৬১, দঈফ আল-জামি ৬৩৪০।ইবনে মাজাহ PDF হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply