মুহাম্মদের পরিবার ও সাহাবিদের জীবন জীবিকা

মুহাম্মদের পরিবার ও সাহাবিদের জীবন জীবিকা

মুহাম্মদের পরিবার ও সাহাবিদের জীবন জীবিকা >> সুনানে ইবনে মাজাহ হাদিস এর মুল সুচিপত্র পড়ুন

পর্বঃ ৩৭, অধ্যায়ঃ (১০-১২)=১২টি

৩১/১০. অধ্যায়ঃ মুহাম্মাদ [সাঃআঃ] -এর পরিজনবর্গের জীবন-জীবিকা
৩১/১১. অধ্যায়ঃ মুহাম্মাদ [সাঃআঃ] -এর পরিবারবর্গের বিছানা
৩১/১২. অধ্যায়ঃ নাবী [সাঃআঃ] –এর সাহাবীগণের জীবন-জীবিকা।

৩১/১০. অধ্যায়ঃ মুহাম্মাদ [সাঃআঃ] -এর পরিজনবর্গের জীবন-জীবিকা

৪১৪৪. আয়িশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

আমরা মুহাম্মাদ [সাঃআঃ] – এর পরিবারবর্গ এক এক মাস এমনভাবে আতিবাহিত করতাম যে, আমাদের চুলায় আগুন জালাতে পারতাম না। খেজুর ও পানিই হতো আমাদের জীবন ধারণের উপকরণ। বিন নুমাইরের বর্ণনায় “নালবাছু” শব্দ এসেছে “নামকুসু”–এর পরিবর্তে [অর্থ একই]।{৩৪৭৬}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহিহ।{৩৪৭৬} সহীহুল বুখারী ২৫৬৭, ৬৪৫৮, মুসলিম ২৯৭২, তিরমিজি ২৪৭১, আহমাদ ২৩৭১২, ২৩৮৯৯, ২৪০৪০, ২৪২৪৭, ২৪৯৬৩, ২৫৪৭৩। মুখতাসরুশ শামাইল ১১১।হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৪১৪৫. আয়িশাহ [রাদি.] , হইতে বর্ণীতঃ

মুহাম্মাদ [সাঃআঃ] এর পরিজনবর্গের কোন কোন মাস এমনভাবে অতিবাহিত হত যে, তাহাদের কারো ঘরের চুলা থেকে ধোঁয়া বের হইতে দেখা যেত না। আমি [আবু সালামাহ] জিজ্ঞেস করলাম, তাহাদের আহার্য কি ছিল? তিনি বলেন, তিনি বলেন, দুটি কালো জিনিসঃ খেজুর ও পানি। তবে আমাদের আনসারী প্রতিবেশীরা ছিলেন অত্যন্ত সত্যপ্রিয়। তারা বকরী পালতেন এবং বকরীর দুধ উপঢৌকন স্বরূপ রসূলুল্লাহ [সাঃআঃ] -এর জন্য পাঠাতেন। রাবী মুহাম্মাদ বিন আমর [রাদি.] বলেন, তাহাঁর পরিবারবর্গ নয় ঘরে বিভক্ত ছিলো।{৩৪৭৭}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ হাসান সহিহ।{৩৪৭৭} সাহীহুল বুখারী ২৫৬৭, ৬৪৫৮, মুসলিম ২৯৭২, তিরমিজি ২৪৭১, আহমাদ ২৩৭১২, ২৩৮৯৯, ২৪০৪০, ২৪২৪৭, ২৪৯৬৩, ২৫৪৭৩।হাদিস এর তাহকিকঃ হাসান সহিহ

৪১৪৬. নুমান বিন বশীর [রাদি.] হইতে বর্ণীতঃ

আমি উমার ইবনিল খাত্তাব [রাদি.] কে বলিতে শুনিয়াছি, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে দিনের বেলা ক্ষুধার তাড়নায় পার্শ্ব পরিবর্তন করিতে দেখেছি। তিনি তাহাঁর উদর পূর্তির জন্য এমনকি রদ্দি খেজুরও পেতেন না।{৩৪৭৮}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহিহ।{৩৪৭৮} মুসলিম ২৯৭৮, তিরমিজি ২৩৭২, আহমাদ ১৬০। মুখতাসরুশ শামাইল ১১০, সহিহাহ ২১০৬।হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৪১৪৭. আনাস বিন মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

আমি রসূলুল্লাহ [সাঃআঃ] কে বলিতে শুনেছিঃ সেই সত্তার শপথ যাঁর হাতে মুহাম্মাদের প্রাণ! মুহাম্মাদের পরিবার-পরিজন এমন অবস্থায় ভোরে উপনীত হতো যে, তাহাদের নিকট এক সা খাদ্যশস্য বা এক সা খেজুরও থাকতো না। তখন তাহাঁর নয়জন স্ত্রী ছিলেন।{৩৪৭৯}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহিহ।{৩৪৭৯} সাহীহুল বুখারী ২০৬৯, তিরমিজি ১২১৫, আহমাদ ১১৯৫২। সহিহাহ ২৪০৪।হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৪১৪৮. আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলিয়াছেন, মুহাম্মাদের পরিবারবর্গ এমন অবস্থায় সকালে উপনীত হতো যে, তাহাদের নিকট এক মুদ্দ পরিমাণ খাদ্যশস্যও থাকতো না।{৩৪৮০}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহিহ।{৩৪৮০} হাদিসটি ঈমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করেছেন।হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৪১৪৯. সুলায়মান বিন সুরাদ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের নিকট এলেন এবং তিন রাত আমাদের সঙ্গে অবস্থান করিলেন। তখন আমরা তিন দিন যাবত খাদ্যের সংস্থান করিতে পারিনি।{৩৪৮১}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ দুর্বল{৩৪৮১} হাদিসটি ঈমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করেছেন।হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৪১৫০. আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] –এর সামনে গরম টাটকা খাবার পেশ করা হলো। তিনি আহার করিলেন এবং আহার শেষে বলিলেনঃ সমস্ত প্রশংসা আল্লাহর। এতো দিন পর্যন্ত আমার উদরে কখন এরুপ টাটকা উপাদেয় খাদ্য প্রবেশ করেনি।{৩৪৮২}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ দুর্বল{৩৪৮২} হাদিসটি ঈমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। দঈফাহ ৫৫৫৫, আত তালীকুর রাগীব ৪/১০৯।হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৩১/১১. অধ্যায়ঃ মুহাম্মাদ [সাঃআঃ] -এর পরিবারবর্গের বিছানা

৪১৫১. আয়িশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] এর বিছানা ছিল চামড়ার তৈরী। তার ভেতরে খেজুর গাছের ছাল ভর্তি ছিলো।{৩৪৮৩}

{৩৪৮৩} সহীহুল বুখারী ৬৪৫৬, মুসলিম ২০৮২, তিরমিজি ১৭৬১,২৪৬৯, আবু দাউদ ৪১৪৬, ৪১৪৭, আহমাদ ২৩৬৮৯, ২৩৭৭২, ২৩৯৩০, ২৪২৪৭, ২৫২০১, ২৫২৪৫। মুখতাসরুশ শামাইল ২৮২, ২৮৩, সহিহাহ ২১০৩।হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৪১৫২. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] আলী ও ফাতিমা [রাদি.] -এর নিকট এলেন। তখন তারা তাহাদের একটি সাদা পশমী চাদরে আবৃত ছিলেন। তা রসূলুল্লাহ [সাঃআঃ] তাহাদেরকে বিবাহের উপঢৌকন স্বরূপ দিয়েছিলেন। তিনি আরও দিয়েছিলেন ইযখির ঘাস ভর্তি একটি বালিশ এবং পানির একটি মশক।{৩৪৮৪}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহিহ।{৩৪৮৪} নাসায়ী ৩৩৮৪। তাখরীজুল মুখতার ৪৪২-৪৪৪।হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৪১৫৩. উমার ইবনিল খাত্তাব [রাদি.] হইতে বর্ণীতঃ

আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -এর নিকট প্রবেশ করলাম। তিনি তখন খেজুর পাতার চাটাইয়ের উপর শোয়া ছিলেন। আমি বসে পড়লাম। তাহাঁর পরিধানে ছিলো একটি লুঙ্গি। এছাড়া আর কোন বস্ত্র তাহাঁর পরিধানে ছিলো না। তাহাঁর পাঁজরে চাটাইয়ের দাগ বসে গিয়েছিলো। আমি দেখলাম যে তাহাঁর ঘরের এক কোনে ছিলো প্রায় একসা গম, বাবলা গাছের কিছু পাতা এবং ঝুলন্ত একটি পানির মশক। এ অবস্থা দেখে আমার দুচোখে অশ্রু প্রবাহিত হলো। তিনি জিজ্ঞেস করলেনঃ হে খাত্তাবের পুত্র! তুমি কাঁদছো কেন? আমি বলিলাম, হে আল্লাহর নাবী! আমি কেন কাদবোনা! এই চাটাই আপনার পাঁজরে দাগ কেটে দিয়েছে, আর এই হচ্ছে আপনার ধনভাণ্ডার, এতে যা আছে তা তো দেখিতেই পাচ্ছি। এই কিসরা [পারস্যরাজ] ও কায়সার [রোম সম্রাট] বিরাট বিরাট উদ্যান ও ঝর্ণা সমৃদ্ধ অট্টালিকায় বিলাস-ব্যসনে জীবন-যাপন করছে। আর আপনি হলেন আল্লাহর নাবী এবং তাহাঁর মনোনীত প্রিয় বান্দা। আর আপনার ধনভাণ্ডারের অবস্থা এই। তিনি বলেনঃ হে খাত্তাবের পুত্র! তুমি কি এতে সন্তুষ্ট নও যে, আমাদের জন্য রয়েছে আখেরাতের স্থায়ী সুখ-শান্তি এবং ওদের জন্য রয়েছে পার্থিব ভোগবিলাস? আমি বলিলাম, হাঁ।{৩৪৮৫}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ হাসান।{৩৪৮৫} হাদিসটি ঈমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। আত তালীকুর রাগীব ৪/১১৪।হাদিস এর তাহকিকঃ হাসান হাদিস

৪১৫৪. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] এর কন্যাকে যেদিন আমার ঘরে তুলে আনা হলো সেদিন রাতে আমাদের বিছানা ছিলো ছাগলের চামড়া।{৩৪৮৬}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ দুর্বল।{৩৪৮৬} হাদিসটি ঈমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করেছেন।হাদিস এর তাহকিকঃ দুর্বল হাদিস

৩১/১২. অধ্যায়ঃ নাবী [সাঃআঃ] –এর সাহাবীগণের জীবন-জীবিকা।

৪১৫৫. আবু মাসউদ [রাদি.] , হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের দান-খয়রাত করার নির্দেশ দিতেন। তাই আমাদের কেউ শ্রমিকের কাজ করিতে যেতেন এবং এক মুদ্দ উপার্জন করে নিয়ে আসতেন [অতঃপর তা থেকে দান-খয়রাত করিতেন]। আর আজকের দিনে তাহাদের কেউ কেউ লাখো দিরহামের মালিক। শাকীক [রাদি.] বলেন, তিনি উক্ত কথা দ্বারা নিজের প্রতি ইঙ্গিত করেছেন।{৩৪৮৭}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহিহ।{৩৪৮৭} সাহীহুল বুখারী ২২৭৩, ৪৬৬৮, ৪৬৬৯, মুসলিম ১০১৮, নাসায়ী ২৫২৯, ২৫৩০, আহমাদ ২১৮৪১।হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৪১৫৬. খালিদ বিন উমায়র [মাকবূল] হইতে বর্ণীতঃ

উতবাহ বিন গায্‌ওয়ান [রাদি.] মিম্বারে দাঁড়িয়ে আমাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] -এর সাথে সাতজনের মধ্যে সপ্তমজন ছিলাম। গাছের পাতা ছাড়া আমাদের আহারের জন্য আমাদের সাথে আর কিছু ছিলো না। শেষে আমাদের মাড়ির ছাল উঠে গিয়েছিলো।{৩৪৮৮}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহিহ।{৩৪৮৮} মুসলিম ২৯৬৭, আহমাদ ১৭১২৪, ২০০৮৬। মুখতাসরুশ শামাইল ১১৫।হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

৪১৫৭. আবু হুরাইরা [রাদি.] হইতে বর্ণীতঃ

তারা সাতজন চরম অনাহারের শিকার হলেন। তিনি বলেন, নাবী [সাঃআঃ] প্রত্যেক ব্যক্তিকে একটি করে খেজুর দেয়ার জন্য আমাকে মোট সাতটি খেজুর দিলেন।{৩৪৮৯}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ [আরবী] বাক্যটি ব্যতীত সহিহ।{৩৪৮৯} সহীহুল বুখারী ৫৪১১, আহমাদ ৮১০২, ৮৪১৯, ৯১০৯। আত তালীকুর রাগীব ৪/১২১, ১২২।হাদিস এর তাহকিকঃ অন্যান্য

৪১৫৮. যুবায়র ইবনিল আওওয়াম [রাদি.] হইতে বর্ণীতঃ

যখন

ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ

“এরপর অবশ্যই সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হইবে” [সূরা তাকাসুরঃ ৮]

শীর্ষক আয়াত নাযিল হলো, তখন যুবাইর [রাদি.] বলেন, আমাদের নিকট এমন কী নিআমাত আছে যে সম্পর্কে আমাদের জিজ্ঞাসাবাদ করা হইবে? আমাদের নিকট দুটি কালো জিনিস অর্থাৎ খেজুর ও পানি আছে। তিনি বলেনঃ তা অচিরেই [তোমাদের হস্তগত] হইবে।{৩৪৯০}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ হাসান।৩৪৯০} তিরমিজি ৩৩৫৬।হাদিস এর তাহকিকঃ হাসান হাদিস

৪১৫৯. জাবির বিন আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের তিনশত লোককে [এক সামরিক অভিযানে] পাঠান। আমরা আমাদের রসদপত্র নিজ নিজ কাঁধে বহন করেছিলাম। আমাদের খাদ্য প্রায় ফুরিয়ে এলো। আমাদের মাথাপিছু একটি করে খেজুর থাকলো। জিজ্ঞেস করা হলো, হে আবু আবদুল্লাহ! একটি মাত্র খেজুরে একজন লোকের কি হতো? তিনি বলেন, যখন মাথাপিছু একটি করে খেজুরও শেষ হয়ে গেলো, তখন আমরা এর কদর বুঝতে পারলাম। আমরা সমুদ্র তীরে উপনীত হয়ে তথায় একটি বিরাটাকায় মাছ দেখিতে পেলাম, যেটিকে সমুদ্র তরঙ্গ তীরে নিক্ষেপ করেছিল। আমরা আঠারো দিন ধরে সেই মাছটি আহার করলাম।{৩৪৯১}

তাহকিক নাসিরুদ্দিন আলবানীঃ সহিহ।{৩৪৯১} সহীহুল বুখারী ২৪৮৩, মুসলিম ১৯৩৫, তিরমিজি ২৪৭৫, নাসারী ৪৩৫১, ৪৩৫২, ৪৩৫৩, ৪৩৫৪, আহমদ ১৩৮৭৪, ১৩৯০৩, ১৩৯২৬, মুওআত্তা মালিক ১৭৩০, দারিমী ২০১২। গায়াতুল মারাম ২৩।হাদিস এর তাহকিকঃ সহিহ হাদিস

Comments

Leave a Reply