মৃত ব্যক্তির জন্য করণীয় – গোসল, কাফন, বিলাপ করা নিষেধ
মৃত ব্যক্তির জন্য করণীয় – গোসল, কাফন, বিলাপ করা নিষেধ >> সুনানে ইবনে মাজাহ হাদিস এর মুল সুচিপত্র পড়ুন
পর্বঃ ৬, অধ্যায়ঃ (৬-১৪)=৯টি
৬/৬. অধ্যায়ঃ মৃত ব্যক্তির চোখ বন্ধ করে দেয়া।
৬/৭. অধ্যায়ঃ মৃত ব্যক্তিকে চুম্বন করা।
৬/৮. অধ্যায়ঃ মৃত ব্যাক্তিকে গোসল দেওয়া।
৬/৯. অধ্যায়ঃ স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে গোসল দেওয়া।
৬/১০. অধ্যায়ঃ নবী [সাঃআঃ]-কে গোসল করানোর বিবরণ।
৬/১১. অধ্যায়ঃ নবী [সাঃআঃ]-এর কাফন।
৬/১২. অধ্যায়ঃ মুস্তাহাব কাফন প্রসঙ্গে।
৬/১৩. অধ্যায়ঃ কাফনে আবৃত করার সময় লাশ দর্শন।
৬/১৪. অধ্যায়ঃ মৃতের জন্য বিলাপ করা নিষেধ।
৬/৬. অধ্যায়ঃ মৃত ব্যক্তির চোখ বন্ধ করে দেয়া।
১৪৫৪. উম্মু সালামাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] যখন আবু সালামাহ [রাঃআঃ]–এর নিকট উপস্থিত হন, তখন তার চোখ খোল ছিল। তিনি তার চোখ বন্ধ করে দেন, অতঃপর বলেন, যখন রূহ কবয করা হয়, তখন চোখ তার অনুসরণ করে। {১৪৫৪}
{১৪৫৪} মুসলিম ৯২০, আবু দাউদ ৩১১৮, আহমাদ ২৬০০৩, তাহকিক আলবানিঃ সহিহ।মৃত ব্যক্তির জন্য করণীয় – এই হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৪৫৫. শাদ্দাদ বিন আওস [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা তোমাদের মৃত ব্যক্তির নিকট উপস্থিত হয়ে তার চোখ দুটি বন্ধ করে দিও। কেননা চোখ রূহের অনুসরণ করে এবং তোমরা তার সম্পর্কে ভালো মন্তব্য করিবে। কারণ গৃহবাসীরা যা বলেন ফেরেশতারা তাতে আমীন বলেন। {১৪৫৫}
তাহকিক আলবানিঃ মুসলিমে চোখ বন্ধ করে দেয়ার কথা ব্যতীত হাসান।{১৪৫৫} আহমাদ ১৬৬৮৬, সহিহা ১০৯২ তাহকিক আলবানিঃ মুসলিমে চোখ বন্ধ করে দেয়ার কথা ব্যতীত হাসান, উক্ত হাদিসের রাবি কাযাআহ বিন সুওয়ায়দ সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন একস্থানে সিকাহ বললেও অন্যত্রে বলেন সে যইফ। ইবনি আদী বলেন, আমি আশা করি তার মধ্যে কোন সমস্যা নেই। ইমাম বোখারি বলেন, সে তেমন শক্তিশালী নয়।হাদিসের তাহকিকঃ হাসান হাদিস
৬/৭. অধ্যায়ঃ মৃত ব্যক্তিকে চুম্বন করা।
১৪৫৬. আয়িশাহ্ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] উসমান বিন মাযঊন [রাঃআঃ]-এর লাশ চুম্বন করেন। আমি যেন এখনো তাহাঁর দু গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে দেখেছি। {১৪৫৬}
{১৪৫৬} তিরমিজি ৯৮৯, আবু দাউদ ৩১৬৩,আহমাদ ২৩৬৪৫, ২৩৭৬৫, মিশকাত ১৬২৩, ইরওয়াহ ৬৯৩। তাহকিক আলবানিঃ সহিহ। উক্ত হাদিসের রাবি আসিম বিন উবায়দুল্লাহ সম্পর্কে সুফইয়ান বিন উয়াইনাহ বলেন, মুহাদ্দিসগন তার হাদিস গ্রহন করা হইতে বেঁচে থেকেছেন। ইবনি মাহদী বলেন, তার হাদিস নিতান্তই প্রত্যাখ্যাত। ইমাম বোখারি বলেন, সে মুনকারুল হাদিস। এ হাদিসের ৫৩ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে তিরমিযি ১ টি, আবু দাউদ ১ টি, আহমাদ ৩ টি ও বাকীগুলো অন্যান্য কিতাবে রয়েছে।মৃত ব্যক্তির জন্য করণীয় – এই হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৪৫৭. আবু বাকর [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
নবী [সাঃআঃ]-এর লাশ চুম্বন করেন। {১৪৫৭}
{১৪৫৭} নাসায়ি ১৮৩৯, ১৮৪০, ১৮৪১, মিশকাত ১৬২৪, ইরওয়াহ ৬৯২, বোখারি। তাহকিক আলবানিঃ সহিহ । মৃত ব্যক্তির জন্য করণীয় – এই হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৬/৮. অধ্যায়ঃ মৃত ব্যাক্তিকে গোসল দেওয়া।
১৪৫৮. উম্মু আতিয়্যাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
আমরা রসূলুল্লাহ [সাঃআঃ]-এর কন্যা উম্মু কুলসুমের গোসল দেই। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের নিকট এসে বলিলেন, তোমরা তাকে তিন বা পাঁচ অথবা ততোধিক বার কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাও। শেষবারে কর্পূর বা কিছু কর্পূর লাগিয়ে দাও। তোমরা গোসল দেওয়া শেষ করে আমাকে ডাকবে। অতএব আমরা তার গোসল দেওয়া শেষ করে তাঁকে সংবাদ দিলাম। তিনি তাহাঁর জামা আমাদের দিকে নিক্ষেপ করে বলেন, এটি দিয়ে ভাল করে আবৃত করো।
উম্মু আতিয়্যাহ [রাঃআঃ] থেকে এই সনদসূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। হাফসাহ [রাঃআঃ] এর বর্ণনায় আছেঃ “তোমরা তাকে বেজোড় সংখ্যায় গোসল দাও।” তার বর্ণনায় আরো আছে, “তোমরা তাকে তিন বা পাঁচবার গোসল দাও।” তার বর্ণনায় আরো আছেঃ তোমরা তার ডান দিক থেকে তার উযূর অঙ্গগুলো থেকে গোসল শুরু করো।” এই বর্ণনায় আরো আছেঃ উম্মু আতিয়্যাহ [রাঃআঃ] আরো বলেন, “আমরা তার মাথার চুল তিন গোছায় বিভক্ত করে আঁচড়ে দিলাম।” {১৪৫৮} {১৪৫৮} সহিহ, ইরওয়াহ ১২৯, বোখারি, মুসলিম। তাহকিক আলবানিঃ সহিহ।মৃত ব্যক্তির জন্য করণীয় – এই হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৪৫৯. উম্মু আতিয়্যাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
আমরা রসূলুল্লাহ [সাঃআঃ]-এর কন্যা উম্মু কুলসুমের গোসল দেই। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের নিকট এসে বলিলেন, তোমরা তাকে তিন বা পাঁচ অথবা ততোধিক বার কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল করাও। শেষবারে কর্পূর বা কিছু কর্পূর লাগিয়ে দাও। তোমরা গোসল দেওয়া শেষ করে আমাকে ডাকবে। অতএব আমরা তার গোসল দেওয়া শেষ করে তাঁকে সংবাদ দিলাম। তিনি তাহাঁর জামা আমাদের দিকে নিক্ষেপ করে বলেন, এটি দিয়ে ভাল করে আবৃত করো।
উম্মু আতিয়্যাহ [রাঃআঃ] থেকে এই সনদসূত্রে উপরোক্ত হাদীসের অনুরূপ বর্ণিত আছে। হাফসাহ [রাঃআঃ] এর বর্ণনায় আছেঃ “তোমরা তাকে বেজোড় সংখ্যায় গোসল দাও।” তার বর্ণনায় আরো আছে, “তোমরা তাকে তিন বা পাঁচবার গোসল দাও।” তার বর্ণনায় আরো আছেঃ তোমরা তার ডান দিক থেকে তার উযূর অঙ্গগুলো থেকে গোসল শুরু করো।” এই বর্ণনায় আরো আছেঃ উম্মু আতিয়্যাহ [রাঃআঃ] আরো বলেন, “আমরা তার মাথার চুল তিন গোছায় বিভক্ত করে আঁচড়ে দিলাম।” {১৪৫৮}
{১৪৫৮} সহীহুল বোখারি ১৬৭, ১২৫৩, ১২৫৪, ১২৫৫, ১২৫৬, ১২৫৭, ১২৫৯, ১২৬০, ১২৬১, ১২৬২, ১২৬৩, মুসলিম ৯৩৯, তিরমিজি ৯৯০, নাসায়ি ১৮৮১, ১৮৮৩, ১৮৮৪, ১৮৮৫, ১৮৮৬, ১৮৮৭, ১৮৮৮, ১৮৮৯, ১৮৯০, ১৮৯৩, ১৮৯৪, আবু দাউদ ৩১৪২, ৩১৪৫, ৩১৪৭, আহমাদ ২৬৭৫২, ২৬৭৫৭, মুয়াত্তা মালেক ৫১৮, তাহকিক আলবানিঃ সহিহ।মৃত ব্যক্তির জন্য করণীয় – এই হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৪৬০. আলী [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] আমাকে বললেনঃ তুমি তোমার ঊরু খুলে রেখ না এবং জীবিত ও মৃত কারো ঊরুর প্রতি দৃষ্টিপাত করো না। {১৪৫৯}
{১৪৫৯} আবু দাউদ ৩১৪০, ৪০১৫, আহমাদ ১২৫২, ইরওয়াহ ২৬৯। তাহকিক আলবানিঃ নিতান্ত জইফ। উক্ত হাদিসের রাবি বিশর বিন আদাম সম্পর্কে ইবনি হিব্বান বলেন, তিনি শক্তিশালী। ইমাম যাহাবী বলেন, সে সত্যবাদী। ইমাম আবু হাতিম আর-রাযী ও দারাকুতনী বলেন, সে শক্তিশালী নয়।হাদিসের তাহকিকঃ খুবই দুর্বল
১৪৬১. আবদুল্লাহ্ বিন উমার [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা তোমাদের মৃতদের আমানতের সাথে [গোপনীয় অঙ্গসমূহ যথাসম্ভব ঢেকে রেখে] গোসল দাও। {১৪৬০}
তাহকিক আলবানিঃ বানোয়াট। {১৪৬০} যঈফাহ ৪৩৯৫। তাহকিক আলবানিঃ বানোয়াট। উক্ত হাদিসের রাবি মুবাশশির বিন উবায়দ সম্পর্কে ইমাম আহমাদ বিন হাম্বল বলেন, সে কিছুই নয়, সে বানোয়াট হাদিস রচনা করত। ইমাম বোখারি বলেন, সে মুনকারুল হাদিস।হাদিসের তাহকিকঃ জাল হাদিস
১৪৬২. আলী [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যাক্তি মৃতকে গোসল দিল, কাফন পরালো, সুগন্ধি মাখলো, বহন করে নিয়ে গেল, তার জানাজার নামাজ পড়লো এবং তার গোচরীভূত হওয়া তার গোপনীয় বিষয় প্রকাশ করিলনা, তার থেকে গুনাহসমূহ তার জন্মদিনের মত বের হয়ে যায়। {১৪৬১}
{১৪৬১} তালীকুর রগীব ৪/১৭০। তাহকিক আলবানিঃ নিতান্ত জইফ। উক্ত হাদিসের রাবি আব্বাদ বিন কাসীর সম্পর্কে আবদুল্লাহ ইবনিল মুবারাক বলেন, তার থেকে হাদিস গ্রহন করো না। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তার হাদিস লেখার যোগ্য নয়। আমর বিন খালিদ সম্পর্কে ওকী বিন জাররাহ বলেন, তার থেকে মিথ্যা বলা প্রকাশ পেয়েছে। ইমাম আহমাদ বিন হাম্বল বলেন, তিনি মিথ্যাবাদী।হাদিসের তাহকিকঃ খুবই দুর্বল
১৪৬৩. আবু হুরায়রা [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যে ব্যাক্তি মৃতকে গোসল দিলো, সে যেন গোসল করে। {১৪৬২}
{১৪৬২} তিরমিজি ৯৯৩, আবু দাউদ ৩১৬১,আহমাদ ৭৬৩২, মিশকাত ৫৪১। তাহকিক আলবানিঃ সহিহ।মৃত ব্যক্তির জন্য করণীয় – এই হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৬/৯. অধ্যায়ঃ স্বামী স্ত্রীকে এবং স্ত্রী স্বামীকে গোসল দেওয়া।
১৪৬৪. আয়িশাহ্ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, যা আমি পরে অবগত হয়েছি, তা যদি পূর্বে অবহিত হইতে পারতাম, তাহলে নবী [সাঃআঃ]-কে তাহাঁর স্ত্রীগণ ব্যতীত আর কেউ গোসল দিতে পারত না। {১৪৬৩}
{১৪৬৩} আবু দাউদ ৩১৪১ তাহকিক আলবানিঃ সহীহ্। মৃত ব্যক্তির জন্য করণীয় – এই হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৪৬৫. আয়িশাহ্ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বাকী থেকে ফিরে এসে আমাকে মাথা ব্যাথায় যন্ত্রণাকাতর অবস্থায় পেলেন। তখন আমি বলছিলাম, হে আমার মাথা! তিনি বলেন, হে আয়িশা! আমিও মাথা ব্যাথায় ভুগছি। হে আমার মাথা! অতঃপর তিনি বলেন, তুমি যদি আমার পূর্বে মারা যেতে, তাহলে তোমার কোন ক্ষতি হতো না। কেননা আমি তোমাকে গোসল করাতাম, কাফন পরাতাম, তোমার জানাজার নামাজ আদায় করতাম এবং তোমাকে দাফন করতাম। {১৪৬৪}
{১৪৬৪} ইরওয়াহ ৭০০। তাহকিক আলবানিঃ হাসান।হাদিসের তাহকিকঃ হাসান হাদিস
৬/১০. অধ্যায়ঃ নবী [সাঃআঃ]-কে গোসল করানোর বিবরণ।
১৪৬৬. বুরাইদাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, গোসল দানকারীগণ নবী [সাঃআঃ]-কে গোসল দিতে শুরু করলে, তাহাদের মধ্যকার একজন ভিতর থেকে তাহাদেরকে জোর গলায় বলেন, তোমরা রসূলুল্লাহ [সাঃআঃ]-এর পরনের জামা খুলো না। {১৪৬৫}
{১৪৬৫} হাদিসটি ইমাম ইবনি মাজাহ এককভাবে বর্ণনা করিয়াছেন। তাহকিক আলবানিঃ মুনকার, তালীক ইবনি মাজাহ। উক্ত হাদিসের রাবি আবু বুরদাহ [উমার বিন ইয়াযীদ] সম্পর্কে ইবনি হিব্বান সিকাহ বললেও, আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি খুবই দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সিকাহ নন। ইবনি আদী বলেন, দুর্বলদের থেকে যারা হাদিস বর্ণনা করত তিনি তাহাদের মাঝে একজন। আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না।হাদিসের তাহকিকঃ মুনকার
১৪৬৭. আলী বিন আবু তালিব [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ]-কে গোসল দানকালে মৃতের থেকে যা [নাপাকী] অন্বেষন করা হয়, গোসলদানকারী তা তার মধ্যে অন্বেষন করেন, কিন্তু কিছুই পাননি। আলী [রাঃআঃ] বলেন, আমার পিতার শপথ! হে তায়্যিব! ধন্য আপনার জীবন, ধন্য আপনার মৃত্যু। {১৪৬৬}
{১৪৬৬} তাহকিক আলবানিঃ সহীহ্।মৃত ব্যক্তির জন্য করণীয় – এই হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৪৬৮. আলী [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ আমি মৃত্যুবরণ করলে তোমরা আমাকে গারস কূপের সাত মশ্ক পানি দিয়ে গোসল দিবে। {১৪৬৭}
{১৪৬৭} যঈফাহ ১২৩৭। তাহকিক আলবানিঃ জইফ। উক্ত হাদিসের রাবি হুসায়ন বিন যায়দ বিন আলী ইবনিল হুসায়ন বিন আলী সম্পর্কে ইবনি আদী বলেন, আমি আশা করি তার মাঝে কোন সমস্যা নেই। ইমাম দারাকুতনী তাকে সিকাহ বললেও আলী ইবনিল মাদিনী বলেন, তার মাঝে দুর্বলতা রয়েছে।হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস
৬/১১. অধ্যায়ঃ নবী [সাঃআঃ]-এর কাফন।
১৪৬৯. আয়িশাহ্ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
নবী [সাঃআঃ]- কে তিনখানা সাদা ইয়ামানী কাপড় দিয়ে কাফন দেয়া হয়। এর মধ্যে কামিস ও পাগড়ি ছিলো না। আয়িশাহ্ [রাঃআঃ]-কে বলা হল, তারা [লোকেরা] ধারনা করে যে, তাঁকে কারুকার্য খচিত চাদর [হিবারা] দ্বারা কাফন দেয়া হয়েছে। আয়িশাহ্ [রাঃআঃ] বলেন, তারা কারুকার্য খচিত চাদর এনেছিল, কিন্তু তা দিয়ে তাঁকে কাফন দেয়নি। {১৪৬৮}
{১৪৬৮} সহীহুল বোখারি ১২৬৪, ১২৭১, ১২৭২, ১২৭৩, ১৩৮৭, মুসলিম ৯৪১, তিরমিজি ৯৯৬, নাসায়ি ১৮৯৭, ১৮৯৮, ১৮৯৯, আবু দাউদ ৩১৫১, আহমাদ ২৩৬০২, ২৪১০৪, ২৪৩৪৮, ২৪৪৮৪, ২৪৭৯৫, ২৫৪১৮, মুয়াত্তা মালেক ৫২১, ৫২২, ইরওয়াহ ৭২২, তাহকিক আলবানিঃ সহিহ।মৃত ব্যক্তির জন্য করণীয় – এই হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৪৭০. আবদুল্লাহ্ বিন উমার [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ]-কে [ইয়ামানের] সাহূল এলাকার তৈরী তিনখন্ড সাদা মসৃণ কাপড়ে কাফন দেয়া হয়। {১৪৬৯}
{১৪৬৯} তাহকিক আলবানিঃ হাসান সহিহ। উক্ত হাদিসের রাবি আমর বিন আবু সালামাহ সম্পর্কে ওয়ালীদ বিন মুসলিম সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যায় কিন্তু তার হাদিস দলীলযোগ্য নয়। আল উকায়লী বলেন, তার হাদিসে সন্দেহ আছে।হাদিসের তাহকিকঃ হাসান সহিহ
১৪৭১. ইবনি আব্বাস [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ]-কে তিনখানা কাপড়ে কাফন দেয়া হয়ঃ তার মধ্যে ছিল যে জামা পরিহিত অবস্থায় তিনি ইন্তেকাল করেন এবং নাজারানে তৈরী একটি চাদর। {১৪৭০}
{১৪৭০} আবু দাউদ ৩১৫৩, আহমাদ ২৮৫৮ তাহকিক আলবানিঃ জইফ। উক্ত হাদিসের রাবি ইয়াযিদ বিন আবু যিয়াদ সম্পর্কে আহমাদ বিন সালিহ তাকে সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন ও আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। আবু যুরআহ আর-রাযী বলেন, তার থেকে হাদিস গ্রহন করা যাবে কিন্তু দলীল হিসেবে গ্রহন করা গ্রহণযোগ্য নয়। আহমাদ বিন হাম্বল বলেন, কোন সমস্যা নেই।হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস
৬/১২. অধ্যায়ঃ মুস্তাহাব কাফন প্রসঙ্গে।
১৪৭২. ইবনি আব্বাস [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কাপড়সমূহের মধ্যে সাদা কাপড়ই অধিক উত্তম। অতএব তোমারা তোমাদের মৃতদের সাদা কাপড়ে কাফন দাও এবং তোমরাও সাদা কাপড় পরিধান করো। {১৪৭১}
{১৪৭১} তিরমিজি ৯৯৪, আবু দাউদ ৪০৬১, আহমাদ ২২২০, ২৪৭৫, ৩০২৭, ৩৩৩২, ৩৪১৬ মিশকাত ১৬৩৮, মুখতাসার শামায়িল ৫৪। তাহকিক আলবানিঃ সহিহ।মৃত ব্যক্তির জন্য করণীয় – এই হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
১৪৭৩. উবাদাহ ইবনিস-সামিত [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেন, উত্তম কাফন হলো হুল্লাহ [চাদর]। {১৪৭২}
{১৪৭২} আবু দাউদ ৬১৫৬ মিশকাত ১৬৪১। তাহকিক আলবানিঃ জইফ। হিশাম বিন সাদ সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তার মুখস্তশক্তি দুর্বল। আবু হাতিম আর-রাযী বলেন, তার হাদিস গ্রহন করা যায় কিন্তু দলীলযোগ্য নয়। ২. হাতিম বিন আবু নাদর সম্পর্কে ইবনিল কাত্তান বলেন, তিনি অপরিচিত। ৩. নুসায় সম্পর্কে ইমামগণ বলেন, তিনি মাজহুল বা অপরিচিত।হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস
১৪৭৪. আবু কাতাদাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের কেউ তার ভাইয়ের ওলী নিযুক্ত হলে সে যেন তার উত্তম কাফনের ব্যবস্থা করে। {১৪৭৩}
{১৪৭৩} তিরমিজি ৯৯৫, মাজাহ ১৪৭৪ আহকাম ৫৮। তাহকিক আলবানিঃ সহিহ মৃত ব্যক্তির জন্য করণীয় – এই হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৬/১৩. অধ্যায়ঃ কাফনে আবৃত করার সময় লাশ দর্শন।
১৪৭৫. আনাস বিন মালিক [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
নবী [সাঃআঃ]-তনয় ইবরাহীম ইন্তিকাল করলে নবী [সাঃআঃ] লোকেদের বলেন, আমি না দেখা পর্যন্ত তোমরা তাকে কাফনে আবৃত করো না। অতঃপর তিনি এসে তার উপর ঝুঁকে পড়েন এবং কাঁদেন। {১৪৭৪}
তাহকিক আলবানিঃ দঈফ, তালাক ইবনি মাজাহ।{১৪৭৪} তাহকিক আলবানিঃ জইফ, তালাক ইবনি মাজাহ্। উক্ত হাদিসের রাবি আবু শায়বাহ [ইউসুফ] সম্পর্কে ইমাম বোখারি বলেন, তার নিকট আশ্চর্য হাদিস শুনা যায়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ও মুনকার এবং তার নিকট আশ্চর্য হাদিস শুনা যায়। ইবনি হিব্বান বলেন, তার থেকে হাদিস বর্ণনা করা ঠিক নয়। আল উকায়লী তাকে দুর্বল বলেছেন। আবু আহমাদ আল হাকিম বলেন, তিনি হাদিস বিশারদদের নিকট নির্ভরযোগ্য নয়।হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস
৬/১৪. অধ্যায়ঃ মৃতের জন্য বিলাপ করা নিষেধ।
১৪৭৬. হুযায়ফাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
হুযায়ফাহ [রাঃআঃ] এর উপস্থিতিতে কেউ মারা গেলে তিনি বলিতেন, তার [মৃত্যু] সম্পর্কে তোমরা কাউকে খবর দিওনা। কেননা আমি তার জন্য বিলাপের আশঙ্কা করছি। আমি আমার এই দু কানে রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বিলাপ করিতে নিষেধ করিতে শুনেছি। {১৪৭৫}
{১৪৭৫} তিরমিজি ৯৮৬, আহমাদ ২২৯৪৫ আহকাম ৩১। তাহকিক আলবানিঃ হাসান।হাদিসের তাহকিকঃ হাসান হাদিস
Leave a Reply