তায়াম্মুমের উপকরণ ও বিবরণ । মাটিতে একবার/ দুবার হাত মারা
তায়াম্মুমের উপকরণ ও বিবরণ । মাটিতে একবার/ দুবার হাত মারা >> সুনানে ইবনে মাজাহ হাদিস এর মুল সুচিপত্র পড়ুন
পর্বঃ ১, অধ্যায় (৯০-৯২)=৩ টি, হাদীস (৫৬৫-৫৭১)=৭ টি
৯০. অধ্যায়ঃ তাইয়াম্মুমের বিবরণ
৯১. অধ্যায়ঃ তায়াম্মুম করার জন্য মাটিতে একবার হাত মারবে
৯২. অধ্যায়ঃ তায়াম্মুমে মাটিতে দু বার হাত মারা
৯০. অধ্যায়ঃ তাইয়াম্মুমের বিবরণ
৫৬৫. আম্মার বিন ইয়াসির [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আয়িশা [রাঃআঃ]-এর গলার হার হারিয়ে গেলে তিনি তার সন্ধানে পেছনে থেকে গেলেন। আবু বকর [রাঃআঃ] আয়িশা [রাঃআঃ]-এর নিকট উপস্থিত হয়ে লোকেদের অগ্রযাত্রায় বিলম্ব ঘটানোর জন্য তার উপর অসন্তুষ্ট হন। তখন মহামহিম আল্লাহ তায়াম্মুমের অনুমতি সম্বলিত আয়াত নাযিল করেন। রাবি বলেন, আমরা সেদিন থেকে কাঁধ পর্যন্ত মাসহ করে আসছি। রাবি বলেন, আবু বকর [রাঃআঃ] আয়িশা [রাঃআঃ]-এর নিকট উপস্থিত হয়ে বলেন, আমি জানতাম না যে, তুমি এত কল্যাণময়ী। {৫৬২}
{৫৬২} বোখারি ৩৩৮-৪০, ৩৪২-৪৩, ৩৪৬-৪৭; মুসলিম ৩৬৮, তিরমিজি ১৪৪, নাসায়ি ৩১২-১৩, ৩১৬-২০; আবু দাউদ ৩১৮, ৩২০-২২, ৩২৭-২৮; আহমাদ ১৭৮৫১, ১৭৮৬৫, ১৮৪০৮; ইবনি মাজাহ ৫৬৬, ৫৬৯, ৫৭১। তাহকিক আলবানিঃ সহিহ। তাখরিজ আলবানিঃ সহিহ আবু দাউদ ৩৩৭।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৫৬৬. আম্মার বিন ইয়াসির [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি বলেন, আমরা রসূলুল্লাহ [সাঃআঃ]-এর সাথে কাঁধ পর্যন্ত মাসহ করেছি। {৫৬৩}
{৫৬৩} বোখারি ৩৩৮-৪০, ৩৪২-৪৩, ৩৪৬-৪৭; মুসলিম ৩৬৮, তিরমিজি ১৪৪, নাসায়ি ৩১২-১৩, ৩১৬-২০; আবু দাউদ ৩১৮, ৩২০-২২, ৩২৭-২৮; আহমাদ ১৭৮৫১, ১৭৮৬৫, ১৮৪০৮; ইবনি মাজাহ ৫৬৫, ৫৬৯, ৫৭১। তাহকিক আলবানিঃ সহিহ। তাখরিজ আলবানিঃ সহিহ আবু দাউদ ৩৪০। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৫৬৭. আবু হুরাইরাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেন, আমার জন্য ভূপৃষ্ঠকে মাসজিদ ও পবিত্রতা অর্জনের উপকরণ করা হয়েছে। {৫৬৪}
{৫৬৪} মুসলিম ৫২৩ তাহকিক আলবানিঃ সহিহ। তাখরিজ আলবানিঃ ইরওয়াহ ৩৮৫।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৫৬৮. আয়িশা [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
তিনি আসমা [রাঃআঃ]-এর নিকট থেকে একটি হার ধার নেন এবং সেটি হারিয়ে যায়। নবী [সাঃআঃ] সেটির খোঁজে লোক পাঠান। ইত্যবসরে তাহাদের নামাজের ওয়াক্ত হয়ে গেলে তারা বিনা উযুতে নামাজ আদায় করেন। তারা নবী [সাঃআঃ]-এর নিকট ফিরে এসে এ ব্যাপারে অভিযোগ করেন। তখন তাইয়াম্মুমের আয়াত নাযিল হল। উসায়দ বিন হুদায়র [রাঃআঃ] আয়িশা [রাঃআঃ]-কে বলেন, আল্লাহ আপনাকে উত্তমরূপে পুরস্কৃত করুন। আল্লাহ্র শপথ! যখনই আপনার উপর কোন কঠিন বিপদ এসেছে, তখনই আল্লাহ তা থেকে আপনার জন্য নাযাতের পথ বের করে দিয়েছেন এবং তাতে মুসলিমদের জন্য বারাকাত রেখেছেন। {৫৬৫}
{৫৬৫} বোখারি ৩৩৪, ৩৩৬, ৩৬৭২, ৩৭৭৩, ৪৫৮৩, ৪৬০৭-৮, ৫১৬৪, ৫১৮২; মুসলিম ৩৬১-২, নাসায়ি ৩১০, ৩২৩; আবু দাউদ ৩১৭, আহমাদ ২৩৭৭৮, ২৪৯২৭, ২৫৮০৯; মুওয়াত্ত্বা মালিক ১২২, দারিমি ৭৪৬। তাহকিক আলবানিঃ সহিহ। তাখরিজ আলবানিঃ সহিহ আবু দাউদ ৩৩৪।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৯১. অধ্যায়ঃ তায়াম্মুম করার জন্য মাটিতে একবার হাত মারবে
৫৬৯. আবদুর রহমান বিন আবযা [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
এক ব্যাক্তি উমার ইবনিল খাত্তাব [রাঃআঃ]-এর নিকট এসে বললো, আমি অপবিত্র হয়েছি, কিন্তু পানি পাচ্ছি না [এখন কি করি]? উমার [রাঃআঃ] বলেন, তুমি নামাজ আদায় কর না। আম্মার বিন ইয়াসির [রাঃআঃ] বলেন, হে আমীরুল মুমিনীন! আপনার কি স্মরণ আছে, আমি ও আপনি যখন এক যুদ্ধাভিযানে যোগদান করেছিলাম, আমরা অপবিত্র হয়ে পড়লাম, কিন্তু পানি পাইনি? তখন আপনি নামাজ আদায় করেননি, কিন্তু আমি মাটিতে গড়াগড়ি করি, অতঃপর নামাজ আদায় করি। এরপর আমি নবী [সাঃআঃ]-এর নিকট উপস্থিত হয়ে তাহাঁর নিকট ঐ ঘটনা বর্ণনা করি। তিনি বলেন, এটাই তোমার জন্য যথেষ্ট, অতঃপর নবী [সাঃআঃ] তাহাঁর দু হাত দিয়ে মাটিতে আঘাত করার পর তাতে ফুঁ দেন, তারপর দু হাত দিয়ে তাহাঁর মুখমন্ডল ও উভয় হাত মাসহ করেন। {৫৬৬}
{৫৬৬} বোখারি ৩৩৮-৪০, ৩৪২-৪৩, ৩৪৬-৪৭; মুসলিম ৩৬৮, তিরমিজি ১৪৪, নাসায়ি ৩১২-১৩, ৩১৬-২০; আবু দাউদ ৩১৮, ৩২০-২২, ৩২৭-২৮; আহমাদ ১৭৮৫১, ১৭৮৬৫, ১৮৪০৮; ইবনি মাজাহ ৫৬৫-৬৬, ৫৭১। তাহকিক আলবানিঃ সহিহ। তাখরিজ আলবানিঃ সহিহ আবু দাউদ ৩৫০।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
৫৭০. হাকাম ও সালামাহ বিন কুহায়ল হইতে বর্ণিতঃ
আবদুল্লাহ বিন আবু আওফা [রাঃআঃ]-এর নিকট তাইয়াম্মুম সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, নবী [সাঃআঃ] আম্মার [রাঃআঃ]-কে এভাবে তাইয়াম্মুম করার নির্দেশ দিয়েছেন। এরপর তিনি তাহাঁর দু হাত দিয়ে মাটিতে আঘাত করেন, অতঃপর হস্তদ্বয় ঝেড়ে তাহাঁর মুখমন্ডল ও [হাকামের বর্ণনায়] উভয় হাত মাসহ করেন। সালামাহ [রাঃআঃ] বলেন, তিনি তাহাঁর দু হাত্র কনুই সমেত মাসহ করেন। দু হাতের কনুই ব্যতীত সহিহ কেননা কনুইয়ের কথা মুনকার। {৫৬৭}
তাহকীক আলবানি ঃ মুরফিকিয়ার বর্ণনা ছাড়া সহিহ, কেননা সে মুনকার।মুরফিকিয়ার বর্ণনা ছাড়া সহিহ, কেননা সে মুনকার।হাদিসের তাহকিকঃ অন্যান্য
৯২. অধ্যায়ঃ তায়াম্মুমে মাটিতে দু বার হাত মারা
৫৭১. আম্মার বিন ইয়াসির [রাঃআঃ] হইতে বর্ণিতঃ
যখন মুসলিমরা রসূলুল্লাহ [সাঃআঃ]-এর সঙ্গে তাইয়াম্মুম করেন, তখন তিনি মুসলিমদের নির্দেশ দিলে তারা তাহাদের হাতের তালু দ্বারা মাটিতে আঘাত করেন, কিন্তু মাটি থেকে কিছুই নেননি। এরপর তারা তাহাদের মুখমন্ডল একবার মাসহ করেন। তারা পুনর্বার তাহাদের হাতের তালু দ্বারা মাটিতে আঘাত করেন এবং তাহাদের হাতসমূহ মাসহ করেন। {৫৬৮}
{৫৬৮} বোখারি ৩৩৮-৪০, ৩৪২-৪৩, ৩৪৬-৪৭; মুসলিম ৩৬৮, তিরমিজি ১৪৪, নাসায়ি ৩১২-১৩, ৩১৬-২০; আবু দাউদ ৩১৮, ৩২০-২২, ৩২৭-২৮; আহমাদ ১৭৮৫১, ১৭৮৬৫, ১৮৪০৮; ইবনি মাজাহ ৫৬৫-৬৬, ৫৬৯। তাহকিক আলবানিঃ সহিহ। তাখরিজ আলবানিঃ সহিহ আবু দাউদ ৩৩৫, ৩৪২।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস
Leave a Reply