মাসেহ করা – পাগড়ি মোজার উপর ও মুসাফিরের জন্য

মাসেহ করা – পাগড়ি মোজার উপর ও মুসাফিরের জন্য

মাসেহ করা – পাগড়ি মোজার উপর ও মুসাফিরের জন্য >> সুনানে ইবনে মাজাহ হাদিস এর মুল সুচিপত্র পড়ুন

পর্বঃ ১, অধ্যায় (৮৪-৮৯)=৬ টি, হাদীস (৫৪৩-৫৬৪)=২২ টি

৮৪. অধ্যায়ঃ চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করা
৮৫. অধ্যায়ঃ মোজার উপরিভাগ ও নিম্নভাগ মাসহ করা
৮৬. অধ্যায়ঃ মুকীম ও মুসাফিরের জন্য মাসহ করার সময়সীমা
৮৭. অধ্যায়ঃ অনির্দিষ্ট কালের জন্য মাসহ করা
৮৮. অধ্যায়ঃ সুতি মোজা ও জুতার উপরিভাগ মাসহ করা
৮৯. অধ্যায়ঃ পাগড়ির উপর মাসহ করা.

৮৪. অধ্যায়ঃ চামড়ার মোজাদ্বয়ের উপর মাসেহ করা

৫৪৩. হাম্মাম ইবনিল হারিস হইতে বর্ণিতঃ

জারীর বিন আবদুল্লাহ [রাঃআঃ] পেশাব করার পর উযু করিলেন এবং তার চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করিলেন। তাকে বলা হল, আপনিও কি এরুপ করেন? তিনি বলেন, আমাকে কোন জিনিস তাতে বাধা দিবে? অথচ আমি রসূলুল্লাহ [সাঃআঃ] কে এরুপ করিতে দেখেছি। ইবরাহীম বলেন, জারীর [রাঃআঃ] এর হাদীস শুনে লোকেরা বিস্মিত হতো। কারণ তিনি সূরাহ আল-মায়িদাহ নাযিল হওয়ার পর ইসলাম গ্রহণ করিয়াছেন। {৫৪১}

{৫৪১} বোখারি ৩৮৭, মুসলিম ২৭২, তিরমিজি ৯৩-৯৪, ৬১১; নাসায়ি ১১৮, আবু দাউদ ১৫৪, আহমাদ ১৮৬৮৭, ১৮৭১৯, ১৮৭৩৬। তাহকিক আলবানিঃ সহিহ। তাখরিজ আলবানিঃ ইরওয়াহ ৯৯, সহীহ্ আবু দাউদ ১৪৩। হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৫৪৪. হুযায়ফাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] উযু করিলেন এবং তার চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করিলেন। {৫৪২}

সহিহ।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৫৪৫. মুগীরাহ বিন শুবাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] পায়খানায় যেতে বের হলেন। মুগীরাহ [রাঃআঃ] এক পাত্র পানিসহ তাহাঁর অনুসরণ করেন। শেষে রসূলুল্লাহ [সাঃআঃ] প্রয়োজন সেরে উযু করেন এবং তাহাঁর চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করেন। {৫৪৩}

{৫৪৩} বোখারি ১৮২, ২০৩, ৩৬৩, ৫৭৯৮; মুসলিম ২৭১-৩, তিরমিজি ৯৭, ৯৮, ১০০; নাসায়ি ৭৯, ৮২, ১২৩-২৫; আবু দাউদ ১৪৯-৫১, আহমাদ ১৭৬৬৮, ১৭৬৭৫, ১৭৬৭৯, ১৭৬৯২, ১৭৭০৫, ১৭৭১০, ১৭৭২৫, ১৭৭২৮, ১৭৭৪১, ১৭৭৫৫, ১৭৭৬০; মুওয়াত্ত্বা মালিক ৭৩, দারিমি ৭১৭, ইবনি মাজাহ ৩৮৯। তাহকিক আলবানিঃ সহিহ। তাখরিজ আলবানিঃ ইরওয়াহ ৯৭, সহিহ আবু দাউদ ১৩৬, ১৩৯।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৫৪৬. ইবনি উমার [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

তিনি সাদ বিন মালিক [রাঃআঃ]-কে চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করিতে দেখে বলেন, আপনারাও এটা করছেন! এরপর তারা উভয়ে উমার [রাঃআঃ]-এর নিকট একত্র হলেন। সাদ [রাঃআঃ] উমার [রাঃআঃ]-কে বলেন, আমার এই ভাতিজাকে চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ সম্পর্কে ফতওয়া দিন। উমার [রাঃআঃ] বলেন, আমরা রসূলুল্লাহ [সাঃআঃ] এর সাথে থাকাকালে আমাদের চামড়ার মোজার উপর মাসহ করতাম। আমরা একে আপত্তিকর দেখিতে পাইনি। ইবনি উমার [রাঃআঃ] বলেন, আর সে যদি পায়খানা সেরে আসে? তিনি বলিলেন, হ্যা সে ক্ষেত্রেও। {৫৪৪}

{৫৪৪} মুওয়াত্ত্বা মালিক ৭৪ তাহকিক আলবানিঃ সহিহ।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৫৪৭. সাহ্‌ল আস্‌ সাঈদী হইতে বর্ণিতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করিয়াছেন এবং আমাদেরকেও মোজাদ্বয়ের উপর মাসেহ করার নির্দেশ দিয়েছেন। {৫৪৫}

{৫৪৫} সহিহ। উক্ত হাদিসের রাবি আবদুল মুহাইমিন ইবনিল আব্বাস সম্পর্কে ইমাম বোখারি ও আবু হাতিম আর-রাযী বলেন, মুনকারুল হাদিস। ইমাম নাসাঈ বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। ইবনি জুনায়দ বলেন, তার হাদিস দুর্বল। আস-সাজী বলেন, তার নিকট তার পিতা ও দাদার সুত্রে একটি নুসখা রয়েছে, যাতে একাধিক মুনকার হাদিস রয়েছে। ইবনিল বুরাকী তাকে দুর্বল বলেছেন। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৫৪৮. আনাস বিন মালিক [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি সফরে রসূলুল্লাহ [সাঃআঃ] এর সাথে ছিলাম। তিনি বলেন, পানি আছে কি? তিনি উযু করেন এবং তাহাঁর চামড়ার মোজাদ্বয়ের উপর মাসহ করেন, অতঃপর সেনাবাহিনীর সাথে মিলিত হয়ে তাহাদের সলাতে ইমামাত করেন। {৫৪৬}

{৫৪৬} জইফ। উক্ত হাদিসের রাবি আমর ইবনিল মুসান্না সম্পর্কে আল-উকায়লী বলেন, তার হাদিস সংরক্ষিত নয়।হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস

৫৪৯. বুরায়দাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

[হাবশা-রাজ] নাজাশী নবী [সাঃআঃ] কে কালো রংয়ের এক জোড়া চামড়ার মোজা উপহার পাঠান। তিনি তা পরিধান করেন, অতঃপর উযু করেন এবং মোজাদ্বয়ের উপর মাসহ করেন। {৫৪৭}

{৫৪৭} আবু দাউদ ১৫৫ তাহকিক আলবানিঃ হাসান। তাখরিজ আলবানিঃ সহিহ আবু দাউদ ১৪৪। উক্ত হাদিসের রাবি দালহাম বিন সালিহ আল-কিন্দী সম্পর্কে আবু দাউদ আস সাজিসতানী বলেন, কোন সমস্যা নাই। ইয়াহইয়া বিন মাঈন ও আবু যুরআহ আর-রাযী তাকে দুর্বল হিসেবে আখ্যায়িত করিয়াছেন। ইমাম নাসাঈ বলেন, তিনি নির্ভরযোগ্য নন।হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

৮৫. অধ্যায়ঃ মোজার উপরিভাগ নিম্নভাগ মাসেহ করা

৫৫০. মুগীরাহ বিন শুবাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] মোজার উপরিভাগ ও নিম্নভাগ মাসহ করেন। {৫৪৮}

{৫৪৮} বোখারি ১৮২, ২০৩, ২০৬, ৩৬৩, ৩৮৮, ২৯১৮, ৪৪২১, ৫৭৯৮, ৫৭৯৯; মুসলিম ২৭১-১০, তিরমিজি ৯৭, ৯৮, ১০০; নাসায়ি ৭৯, ৮২, ১০৯, ১২৩-২৫; আবু দাউদ ১৪৯-৫১, ১৫৯; আহমাদ ১৭৬৬৮, ১৭৬৭৫, ১৭৬৭৯, ১৭৬৯২, ১৭৭০৫, ১৭৭১০, ১৭৭২৮; মুওয়াত্ত্বা মালিক ৭৩, দারিমি ৭১৩। তাহকিক আলবানিঃ জইফ। তাখরিজ আলবানিঃ মিশকাত ৫২১ জইফ, আবু দাউদ ১৬৫ জইফ, তিরমিজি ৯৭ জইফ।হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস

৫৫১. জাবির [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এক ব্যক্তিকে অতিক্রম করে যাচ্ছিলেন। তখন সে উযু করছিল এবং তার চামড়ার মোজাদ্বয় ধৌত করছিল। তিনি তাকে হাতের ইশারায় নিষেধ করেন এবং বলেন, আমাকে মাসেহ করার নির্দেশ দেয়া হয়েছে। রসূলুল্লাহ [সাঃআঃ] তাহাঁর হাত দিয়ে দেখিয়ে দিয়ে বলিলেন, এভাবে আঙ্গুলের মাথা থেকে নলার মূল পর্যন্ত এবং তিনি তাহাঁর আঙ্গুল দ্বারা রেখা টানেন [পায়ের নলা পর্যন্ত]। {৫৪৯}

{৫৪৯} খুবই দুর্বল। তাখরিজ আলবানিঃ জইফ আবু দাউদ ১৯। উক্ত হাদিসের রাবি ১. মুহাম্মাদ ইবনিল মুসতফা সম্পর্কে আবু হাতিম আর-রাযী ও ইমাম নাসাঈ বলেন, তিনি সত্যবাদী। ইবনি হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ তবে অপরিচিত। ২. জারীর বিন ইয়াযীদ সম্পর্কে আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার। ৩. মুনযীর সম্পর্কে আবু আহমাদ আল হাকিম বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না।হাদিসের তাহকিকঃ খুবই দুর্বল

৮৬. অধ্যায়ঃ মুকীম মুসাফিরের জন্য মাসেহ করার সময়সীমা

৫৫২. আলী [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আয়িশা [রাঃআঃ]-কে মোজাদ্বয়ের উপর মাসহ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, তুমি আলীর নিকট যাও এবং তাকে জিজ্ঞেস করো। কারণ তিনি এ সম্পর্কে আমার চেয়ে অধিক জ্ঞাত। অতএব আমি আলী [রাঃআঃ]-এর নিকট পৌঁছে তাকে মাসহ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদেরকে মাসেহ করার নির্দেশ দিয়েছেনঃ মুকীমের জন্য একাধারে এক দিন ও এক রাত এবং মুসাফিরের জন্য পূর্ণ তিন দিন পর্যন্ত। {৫৫০}

{৫৫০} মুসলিম ২৭৬, নাসায়ি ১২৮-২৯, আহমাদ ৭৫০, ৭৮২, ৯০৮৭, ৯৫২, ৯৬৯, ১১২৯, ১২৪৯, ১২৮০, ২৪২৭৫; দারিমি ৭১৪। তাহকিক আলবানিঃ সহিহ।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৫৫৩. খুযায়মাহ বিন সাবিত [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] মুসাফিরের জন্য তিন দিন [মাসেহ করার মেয়াদ] নির্ধারণ করিয়াছেন। যদি প্রশ্নকারী আবেদন করিতে থাকতো তাহলে তিনি হয়তো পাঁচ দিন নির্ধারণ করিতেন। {৫৫১}

{৫৫১} বোখারি ২০২, তিরমিজি ৯৫, নাসায়ি ২২১-২২, আবু দাউদ ১৯৭, আহমাদ ২১৩৪৪, ২১৩৬৮; ইবনি মাজাহ ৫৫৪। তাহকিক আলবানিঃ সহিহ। তাখরিজ আলবানিঃ সহিহ আবু দাউদ ১৪৫।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৫৫৪. খুযায়মাহ বিন সাবিত [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

নবী [সাঃআঃ] বলেন, তিন দিন [রাবি বলেন] আমার ধারণা মতে “তিন রাত” ও বলেছেন, মুসাফিরের জন্য মোজাদ্বয়ের উপর মাসেহ করার মেয়াদ। {৫৫২}

{৫৫২} বোখারি ২০২, তিরমিজি ৯৫, নাসায়ি ২২১-২২, আবু দাউদ ১৯৭, আহমাদ ২১৩৪৪, ২১৩৬৮; ইবনি মাজাহ ৫৫৩। তাহকিক আলবানিঃ সহিহ।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৫৫৫. আবু হুরাইরাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, লোকেরা বললো, হে আল্লাহ্‌র রসূল! মোজার উপর মাসেহ করার মেয়াদ কত? তিনি বলেন, মুসাফিরের জন্য একাধারে তিন দিন ও তিন রাত ও মুকীমের জন্য এক দিন এক রাত। {৫৫৩}

{৫৫৩} সহিহ লিগাইরিহী। উক্ত হাদিসের রাবি ১. যায়দ ইবনিল হুবাব সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি সত্যবাদী কিন্তু হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। আলী ইবনিল মাদীনী ও উসমান বিন আবু শায়বাহ তাকে সিকাহ বলেছেন। ২. আমর বিন আবদুল্লাহ বিন আবু খাসআম আস-সুলামী সম্পর্কে ইমাম বোখারি বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনি আদী বলেন, তিনি হাদিস বর্ণনায় মুনকার তার হাদিসের অনুসরণ করা যাবে না। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।হাদিসের তাহকিকঃ সহিহ লিগাইরিহি

৫৫৬. আবু বাকরাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

উযু করে মোজা পরিধানের পর উযু ভংগ হওয়ার ক্ষেত্রে নবী [সাঃআঃ] মুসাফিরের জন্য একাধারে তিন দিন ও তিন রাত এবং মুকীমের জন্য এক দিন ও এক রাত মোজার উপর মাসেহ করার অনুমতি দিয়েছেন। {৫৫৪}

{৫৫৪} হাসান। তাখরিজ আলবানিঃ মিশকাত ৫১৯।হাদিসের তাহকিকঃ হাসান হাদিস

৮৭. অধ্যায়ঃ অনির্দিষ্ট কালের জন্য মাসেহ করা

৫৫৭. উবায় বিন ইমারাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] তার বাড়িতে উভয় কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করিয়াছেন। তিনি [সাঃআঃ]-কে বলেন, আমি কি মোজাদ্বয়ের উপর মাসহ করব? তিনি বলেন, হ্যাঁ। রাবি বলেন, এক দিন? তিনি বলেন, দু দিন। রাবি বলেন, তাহলে তিন দিন? এভাবে তিনি সাত [দিন] পর্যন্ত পৌঁছেন। তিনি তাকে বলেন, যতদিন তোমার ইচ্ছা হয়। {৫৫৫}

{৫৫৫} আবু দাউদ ১৫৮ তাহকিক আলবানিঃ জইফ। উক্ত হাদিসের রাবি ১. মুহাম্মাদ বিন ইয়াযীদ সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তার সম্পর্কে কিছু জানা যায়নি। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি অপরিচিত। ইমাম যাহাবী বলেন, তার হাদিস দলীলযোগ্য নয়। ২. আয়্যুব বিন কাতান সম্পর্কে আবু যুরআহ আর-রাযী বলেন, তার সম্পর্কে কিছু জানা যায়নি। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইমাম যাহাবী, ইমাম দারাকুতনী ও ল আযাদী বলেন, তিনি অপরিচিত।হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস

৫৫৮. উকবাহ্ বিন আমির আল-জুহানী [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

তিনি মিসর থেকে উমার ইবনিল খাত্তাব [রাঃআঃ]-এর নিকট আসেন। উমার [রাঃআঃ] বলেন, কবে থেকে তুমি মোজা খোলনি? তিনি বলেন, এক জুমুআহর দিন থেকে পরবর্তী জুমুআহ্‌র দিন পর্যন্ত। তিনি বলেন, তুমি সুন্নাতকে পেয়ে গেছো। {৫৫৬}

{৫৫৬} সহিহ। তাখরিজ আলবানিঃ সহিহা ২৬২২।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৮৮. অধ্যায়ঃ সুতি মোজা জুতার উপরিভাগ মাসেহ করা

৫৫৯. মুগীরাহ বিন শুবাহ [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] উযু করেন এবং সুতি মোজাদ্বয় ও জুতা জোড়ার উপর মাসহ করেন। {৫৫৭}

{৫৫৭} তিরমিজি ৯৯, নাসায়ি ১২৫, আবু দাউদ ১৫৯, আহমাদ ১৭৭৪১। তাহকিক আলবানিঃ সহিহ। তাখরিজ আলবানিঃ মিশকাত ৫২৩, ইরওয়াহ ১০১, সহিহ আবু দাউদ ১৪৭।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৫৬০. আবু মুসা আল-আশআরী [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] উযু করেন এবং সুতি মোজাদ্বয় ও জুতা জোড়ার উপর মাসহ করেন। মুআল্লা [রহঃ] তার বর্ণিত হাদীসে বলেন, আমি অবশ্যি জানি যে, তিনি জুতা জোড়ার কথা বলেছেন। {৫৫৮}

{৫৫৮} সহিহ। তাখরিজ আলবানিঃ সহিহ আবু দাউদ ১৪৭। উক্ত হাদিসের রাবি ঈসা বিন সিনান সম্পর্কে ইবনি খিরাশ বলেন, তিনি সত্যবাদী। আল আজালী বলেন, কোন সমস্যা নেই। ইবনি হিব্বান তাকে সিকাহ বললেও আহমাদ বিন হাম্বল বলেন, তিনি দুর্বল। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল ও সংমিশ্রণ করেন। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহিহ।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৮৯. অধ্যায়ঃ পাগড়ির উপর মাসেহ করা

৫৬১. বিলাল [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] তাহাঁর চামড়ার মোজাদ্বয় ও পাগড়ির উপর মাসহ করিয়াছেন। {৫৫৯}

{৫৫৯} মুসলিম ২৭৫, তিরমিজি ১০১, নাসায়ি ১০৪-৬, আহমাদ ২৩৩৬৭, ২৩৩৭৯, ২৩৩৮৭, ২৩৮৯৮। তাহকিক আলবানিঃ সহিহ।হাদিসের তাহকিকঃ সহিহ হাদিস

৫৬২. আম্‌র বিন উমায়্যাহ হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে চামড়ার মোজাদ্বয় ও পাগড়ীর উপর মাসহ করিতে দেখেছি।

বোখারি ২০৪-৫, নাসায়ি ১১৯, আহমাদ ১৬৭৯৩, ১৬১৬৩, ২১৯৭২, ২১৯৭৫; দারিমি ৭১০। তাহকিক আলবানিঃ সহিহ।হাদিসের তাহকিকঃ নির্ণীত নয়

৫৬৩. যায়দ বিন সূহান [রাঃআঃ]-এর মুক্তদাস আবু মুসলিম [মাকবূল] হইতে বর্ণিতঃ

আমি সালমান [রাঃআঃ] এর সাথে ছিলাম। তিনি এক ব্যক্তিকে উযু করার উদ্দেশ্যে তার চামড়ার মোজাদ্বয় খুলতে দেখে তাকে বলেন, তুমি তোমার মোজাদ্বয়ের উপর, তোমার পাগড়ির উপর ও তোমার মাথার সম্মুখভাগ মাসহ করো। কেননা আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে মোজাদ্বয় ও পাগড়ীর উপর মাসহ করিতে দেখেছি। {৫৬০}

জইফ। উক্ত হাদিসের রাবি মুহাম্মাদ বিন যায়দ সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। আবু হাতিম আর-রাযী বলেন, কোন সমস্যা নেই।হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস

৫৬৪. আনাস বিন মালিক [রাঃআঃ] হইতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে কিতরী পাগড়ি পরিহিত অবস্থায় উযু করিতে দেখেছি। তিনি তাহাঁর পাগড়ির নিম্নভাগ দিয়ে তাহাঁর হাত প্রবেশ করিয়ে তাহাঁর মাথার সম্মুখভাগ মাসহ করেন এবং পাগড়ি খুলেননি। {৫৬১}

{৫৬১} আবু দাউদ ১৪৭ তাহকিক আলবানিঃ জইফ। তাখরিজ আলবানিঃ জইফ আবু দাউদ ১৮। উক্ত হাদিসের রাবি মাকিল সম্পর্কে আবু আলী ইবনিস সাকান বলেন, তার সানাদ সঠিক নয়। ইবনিল কাত্তান বলেন, তিনি অপরিচিত। ইমাম যাহাবী বলেন, তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায় নি।হাদিসের তাহকিকঃ দুর্বল হাদিস


Posted

in

by

Comments

Leave a Reply