ক্রয় বিক্রয়
পর্বঃ ২২, ক্রয় বিক্রয়, অধ্যায়ঃ (১-২১)=২১টি
অধ্যায় | বিষয় | হাদীস |
---|---|---|
১-৩ | মুলামাসাহ হাবালুল ও ধোঁকাপূর্ণ ক্রয় বিক্রয় নিষিদ্ধ ১. অধ্যায়ঃ মুলামাসাহ্ {৭} ও মুনাবাযাহ্ {৮} শ্রেণীর ক্রয়-বিক্রয় বাতিল ২. অধ্যায়: পাথরের টুকরা নিক্ষেপের দ্বারা ক্রয়-বিক্রয় ও ধোঁকাপূর্ণ ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ৩. অধ্যায়: হাবালুল হাবালাহ্ ক্রয়-বিক্রয় হারাম | ৩৬৯৩-৩৭০২ |
৪-৮ | জন্তুর ওলান ফুলিয়ে বিক্রি ও দালাল হয়ে বিক্রি করা হারাম ৪. অধ্যায়ঃ কোন ভাইয়ের কেনা-বেচার সময় তার মূল্যের চেয়ে বেশী মূল্য বলা, কেউ কোন বস্তু কেনার জন্য দরাদরি করছে তার উপরে দরাদরি করা, ক্রয় করার ইচ্ছা ছাড়াই মূল্য বাড়ানোর উদ্দেশ্যে দাম বলা এবং বেশী দেখানোর জন্যে ওলানে দুধ জমা করা হারাম ৩৭০৩-৩৭১০ ৫. অধ্যায়ঃ পণ্যদ্রব্য [বাজারে নিয়ে আসার আগেই] এগিয়ে গিয়ে ক্রয় করা হারাম ৬. অধ্যায়ঃ শহরবাসী লোকের জন্যে পল্লীবাসীর দালাল হয়ে বিক্রি করা হারাম ৭. অধ্যায়ঃ কোন জন্তুর ওলান ফুলিয়ে বিক্রির হুকুম ৮. অধ্যায়ঃ ক্রয় করা জিনিস আপন আয়ত্বে নেয়ার পূর্বে বিক্রি করলে বাতিল হইবে | ৩৭০৩-৩৭৪২ |
ফল ও পণ্য ক্রয়-বিক্রয়ে সত্য বলা ও নিয়ম ৯.অধ্যায়ঃ অজ্ঞাত পরিমান খেজুরের স্তুপ নিদিষ্ট পরিমাণ খেজুরের বিনিময়ে বিক্রি করা হারাম ১০. অধ্যায়ঃ ক্রেতা ও বিক্রেতার জন্যে খিয়ারে মাজলিস [ক্রয়-বিক্রয় ভঙ্গে ইচ্ছা-স্বাধীনতা] থাকিবে ১১. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়ে সত্য বলা ও দোষ-ত্রুটি বর্ণনা করা ১২. অধ্যায়ঃ কেনা-বেচায় প্রতারিত হওয়া ১৩. অধ্যায়ঃ ফল পরিপক্ক হওয়ার পূর্বে বিক্রি করা নিষেধ ১৪. অধ্যায়ঃ শুকনা খেজুরের বিনিময়ে তাজা খেজুর বিক্রি করা হারাম কিন্তু আরায়া {১১} হারাম নয় ১৫. অধ্যায়ঃ ফলবান খেজুর গাছ বিক্রি করা ১৬. অধ্যায়ঃ মুহাকালাহ্, মুযাবানাহ্, মুখাবারাহ্, খাবার যোগ্য হওয়ার আগেই ফল বিক্রি ও মুআ-ওয়ামাহ্ অর্থাৎ- কয়েক বছরের জন্যে ক্রয়-বিক্রয় নিষেধ | ৩৭৪৩-৩৮০৭ | |
জমি বর্গা, জমি ভাড়া, চাষাবাদ ও জমি ইজারা দেয়া ১৭. অধ্যায়ঃ জমি বর্গা {১৪} দেয়া ১৮. অধ্যায়ঃ খাদ্যের বিনিময়ে জমি ইজারা ১৯. অধ্যায়ঃ স্বর্ণ-রৌপ্যের বিনিময়ে জমি ভাড়া দেয়া ২০. অধ্যায়ঃ বর্গাচাষ এবং টাকার বিনিময়ে জমি ভাড়া বিষয় ২১. অধ্যায়ঃ কোন বিনিময় গ্রহণ ব্যতীতই জমি চাষাবাদ করিতে দেয়া |
Leave a Reply