ঋণ পরিশোধের দোয়া । সম্পদ দান করলে তার জন্য দোআ

ঋণ পরিশোধের দোয়া । সম্পদ দান করলে তার জন্য দোআ

ঋণ পরিশোধের দোয়া । সম্পদ দান করলে তার জন্য দোআ << হিসনুল মুসলিম এর মুল সুচিপত্র দেখুন

ঋণ পরিশোধের দোয়া

আপনাকে কেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দো‘আ
কেউ ঋণ দিলে তা পরিশোধের সময় দো‘আ

৯০. আপনাকে কেউ তার সম্পদ দান করার জন্য পেশ করলে তার জন্য দো‘আ

بَارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ

(বা-রাকাল্লা-হু লাকা ফী আহলিকা ওয়া মা-লিকা)।

২০১- “আল্লাহ আপনার পরিবারে ও সম্পদে বরকত দান করুন।”

বুখারী, (ফাতহুল বারীসহ) ৪/২৮৮, হাদীস নং ২০৪৯।

৯১. কেউ ঋণ দিলে তা পরিশোধের সময় দো‘আ

بارَكَ اللَّهُ لَكَ فِي أَهْلِكَ وَمَالِكَ، إِنَّمَا جَزَاءُ السَّلَفِ الْحَمْدُ وَالأَدَاءُ

(বা-রাকাল্লা-হু লাকা ফী আহলিকা ওয়া মা-লিকা, ইন্নামা জাযা-উস সালাফে আল-হামদু ওয়াল আদা-উ)

২০২- “আল্লাহ আপনার পরিবারে ও সম্পদে বরকত দান করুন। ঋণের প্রতিদান তো কৃতজ্ঞতা প্রকাশ ও (ঠিকভাবে) আদায়।”

হাদীসটি সংকলন করেছেন, নাসাঈ, তাঁর আমালুল ইয়াওমি ওয়াল-লাইলাহ গ্রন্থে, পৃ. ৩০০; ইবন মাজাহ, ২/৮০৯, নং ২৪২৪। আরও দেখুন, সহীহ ইবন মাজাহ, ২/৫৫।


Posted

in

by

Comments

Leave a Reply