দাজ্জাল থেকে বাঁচার দোয়া । সূরা কাহফের প্রথম দশটি আয়াত

দাজ্জাল থেকে বাঁচার দোয়া । সূরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ

দাজ্জাল থেকে বাঁচার দোয়া । সূরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ << হিসনুল মুসলিম এর মুল সুচিপত্র দেখুন

দাজ্জাল থেকে বাঁচার দোয়া

আল্লাহ যা দ্বারা দাজ্জাল থেকে হিফাযত করবেন
যে ব্যক্তি বলবে, ‘আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি’- তার জন্য দো‘আ

৮৮. আল্লাহ যা দ্বারা দাজ্জাল থেকে হিফাযত করবেন

১৯৯- “যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে, তাকে দাজ্জাল থেকে রক্ষা করা হবে।”

মুসলিম ১/৫৫৫, নং ৮০৯; অন্য বর্ণনায় এসেছে, সূরা কাহাফের শেষাংশ, ১/৫৫৬, নং ৮০৯।

অনুরূপভাবে প্রতি সালাতের শেষ বৈঠকে তাশাহহুদের পর তার (দাজ্জালের) বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হবে।”

দেখুন, এ গ্রন্থের হাদীস নং ৫৫, ও হাদীস নং ৫৬, পৃ.   ।

৮৯. যে ব্যক্তি বলবে, ‘আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি’- তার জন্য দো‘আ

أَحَبَّكَ الَّذِي أَحْبَبْتَنِي لَهُ

(আহাব্বাকাল্লাযী আহ্বাবতানী লাহু)।

২০০- “যার জন্য আপনি আমাকে ভালোবেসেছেন, তিনি আপনাকে ভালোবাসুন।”

হাদীসটি সংকলন করেছেন, আবু দাঊদ ৪/৩৩৩, নং ৫১২৫। আর শাইখ আলবানী একে সহীহ আবি দাউদে হাসান বলেছেন, ৩/৯৬৫।


Posted

in

by

Comments

One response to “দাজ্জাল থেকে বাঁচার দোয়া । সূরা কাহফের প্রথম দশটি আয়াত”

Leave a Reply