আল বিদায়া ওয়ান নিহায়া ১ম খন্ড -আল্লামা ইবনে কাসীর (রহ)

আল বিদায়া ওয়ান নিহায়া ১ম খন্ড -আল্লামা ইবনে কাসীর (রহ)

আল বিদায়া ওয়ান নিহায়া ১ম খন্ড -আল্লামা ইবনে কাসীর (রহ) >> আল বিদায়া ওয়ান নিহায়া এর মুল সুচিপত্র দেখুন

লেখক তাঁর এই গ্রন্থের প্রতিটি আলোচনা কুরআন, হাদীস, সাহাবাগণের বর্ণনা, তাবেঈন ও অন্যান্য মনীষীদের দ্বারা সমৃদ্ধ করেছেন। ইবনে হাজার আসাকালানী (রহ), ইবনুল ইমাদ আল-হাম্বলী (র) প্রমুখ ইতিহাসবিদ এই গ্রন্থের প্রশংসা করেছেন। বদরুদ্দীন আইনী হানাফী (র) এবং ইবনে হাজার আসকালানী (রহ) গ্রন্থটির সার-সংক্ষেপ রচনা করেছেন।

আরশ, কুরসী, ভুমন্ডল, নভোমন্ডল এতদুভয়ের অন্তর্বতী সব কিচু তথা ফেরেশতা, জিন, শয়তান, আদম (আ)-এর সৃষ্টি, যুগে যুগে আবির্ভূত নবী-রাসুলগণের ঘটনা, বনী ইসরাঈল, ইসলাম-পূর্ব যুগের রচনাবলী এবং মুহাম্মাদ (সা)-এর জীবন-চরিত আলোচনা করা হয়েছে।

Comments

One response to “আল বিদায়া ওয়ান নিহায়া ১ম খন্ড -আল্লামা ইবনে কাসীর (রহ)”

Leave a Reply