দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস
দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৫. অধ্যায়ঃ দাজ্জাল বিষয়ে অবশিষ্ট হাদীস
৭২৮২. আনাস ইবনি মালিক [রাযি:] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেন: আসবাহান-এর সত্তর হাজার ইয়াহূদী দাজ্জালের অনুসারী হইবে, তাদের শরীরে [তায়ালিসাহ্] কালো চাদর থাকিবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭১২৫, ইসলামিক সেন্টার- ৭১৭৮]
৭২৮৩. উম্মু শারীক [রাযি:] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি নবী [সাঃআঃ]-কে বলিতে শুনেছি যে, লোকেরা দাজ্জালের আতঙ্কে পর্বতে পালিয়ে যাবে। এ কথা শুনে উম্মু শারীক বলিলেন, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! সেদিন আরবের মানুষেরা কোথায় থাকিবে? জবাবে তিনি বলিলেন, তখন তারা সংখ্যায় নগণ্য হইবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭১২৬, ইসলামিক সেন্টার- ৭১৭৯]
৭২৮৪. ইবনি জুরায়জ [রহ:] হইতে এ সূত্র হইতে বর্ণীতঃ
অবিকল হাদীস বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭১২৭, ইসলামিক সেন্টার- ৭১৮০]
৭২৮৫. আবু দাহমা, আবু কাতাদাহ্ [রাযি:] ও অনুরূপ আরো কতক ব্যক্তি হইতে বর্ণীতঃ
তাঁরা বলেন, হিশাম ইবনি আমির-এর সামনে দিয়ে আমরা ইমরান ইবনি হুসায়নের কাছে যেতাম। একদিন হিশাম [রাযি:] বলিলেন, তোমরা আমাকে অতিক্রম করে এমন লোকের কাছে যাচ্ছ, যারা আমার চেয়ে রসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট বেশী উপস্থিত হয়নি এবং যারা রসূলুল্লাহ [সাঃআঃ]-এর হাদীসের ব্যাপারে আমার চেয়ে বেশি জানে না। আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে এ কথা বলিতে শুনেছি যে, আদাম [আ:]-এর সৃষ্টির পর হইতে কিয়ামাত পর্যন্ত সময়ের মধ্যে দাজ্জালের চেয়ে মারাত্মক আর কোন সৃষ্টি হইবে না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭১২৮, ইসলামিক সেন্টার- ৭১৮১]
৭২৮৬. হুমায়দ ইবনি হিলাল তাহাঁর বংশধরদের তিন ব্যক্তি হইতে বর্ণীতঃ
যাদের মধ্যে আবু কাতাদাহ্ও রয়েছেন, আমরা হিশাম ইবনি আমির-এর সামনে দিয়ে ইমরান ইবনি হুসায়ন-এর নিকট যাচ্ছিলাম। তারা আবদুল আযীয ইবনি মুখতার-এর অনুরূপ বলেছেন। তবে পার্থক্য শুধু এই যে,[আরবি]-এর স্থলে [আরবি] এমন বিষয় যা দাজ্জাল থেকে আরও মারাত্মক কথাটি উল্লেখ আছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭১২৯, ইসলামিক সেন্টার- নেই]
৭২৮৭. আবু হুরাইরাহ্ [রাযি:] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ ছয়টি ঘটনা সংঘটিত হওয়ার আগেই তোমরা নেক আমালে দ্রুততা অবলম্বন করো, তা হলো- [১] পশ্চিমাকাশ হইতে সূর্যোদয় হওয়া, [২] ধোঁয়া {উত্থিত হওয়া}, [৩] দাজ্জাল {আবির্ভাব হওয়া}, [৪] দাব্বাহ্ {অদ্ভুত জন্তুর আত্মপ্রকাশ}, [৫] খাস বিষয় {কারো ব্যক্তিগত মৃত্যু} ও [৬] আম বিষয় {সার্বজনিক বিপদ বা কিয়ামত}।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩০, ইসলামিক সেন্টার- ৭১৮২]
৭২৮৮. আবু হুরাইরাহ [রহমাতুল্লাহি আলাইহি]-এর সূত্রে নবী [সাঃ] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, ছয়টি [আলামত সংঘটিত হওয়ার আগে] দ্রুত তোমরা নেক আমাল করিতে শুরু করো। তা হলো দাজ্জাল প্রকাশিত হওয়া, ব্যাপক ধোঁয়া দেখা দেয়া, দাব্বাতুল আর্য [অদ্ভুত জন্তু] বের হওয়া, পশ্চিমাকাশ হইতে সূর্যোদয় হওয়া, কিয়ামাত এবং মাওত.
[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩১, ইসলামিক সেন্টার- ৭১৮৩]
৭২৮৯. কাতাদাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে এ সূত্র হইতে বর্ণীতঃ
অবিকল বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭১৩২, ইসলামিক সেন্টার- ৭১৮৪]
Leave a Reply