ফিতনাহ পূর্ব দিকে থেকে আত্নপ্রকাশ করিবে , যেদিক থেকে শাইতানের শিং উদিত হইবে
ফিতনাহ পূর্ব দিকে থেকে আত্নপ্রকাশ করিবে , যেদিক থেকে শাইতানের শিং উদিত হইবে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৬. অধ্যায়ঃ ফিতনাহ পূর্ব দিকে থেকে আত্নপ্রকাশ করিবে , যেদিক থেকে শাইতানের শিং উদিত হইবে
৭১৮৪. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] পূর্বমুখী ছিলেন। এমতাবস্থায় তিনি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছেন, ফিতনাহ এদিক থেকে, ফিতনাহ এদিক থেকে-যেখান থেকে শাইতানের শিং উদিত হইবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭০২৮, ইসলামিক সেন্টার- ৭০৮৪]
৭১৮৫. ইবনি উমর হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একদা রসূলুল্লাহ [সাঃআঃ] হাফসাহ্ [রাদি.]-এর দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিনি তাহাঁর আঙ্গুল দ্বারা পূর্বপ্রান্তের দিকে ইশারা করে বলিলেন, ফিতনাহ এদিক থেকে-যেদিক থেকে শাইতানের শিং উদিত হইবে। এ কথাটি তিনি দু বা তিনবার বলেছেন।
বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনি সাঈদ [রহমাতুল্লাহি আলাইহি] তার বর্ণনায় উল্লেখ করিয়াছেন যে, রসূলুল্লাহ [সাঃআঃ] আয়িশা [রাদি.]-এর দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭০২৯, ইসলামিক সেন্টার- ৭০৮৬]
৭১৮৬. আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
একদিন রসুলূল্লাহ [সাঃআঃ] পূর্বমুখী হয়ে বললেনঃ ফিতনাহ এদিক থেকে-ফিতনাহ এদিক থেকে-অবশ্যই ফিতনাহ এদিক থেকে-যেখান থেকে শাইতানের শিং উদিত হইবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭০৩০, ইসলামিক সেন্টার- ৭০৮৭]
৭১৮৭. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একদা রসূলুল্লাহ [সাঃআঃ] আয়িশা [রাদি.] এর ঘর থেকে বের হয়ে বললেনঃ কুফরীর উৎস এদিক থেকে –যেদিক থেকে শাইতানের শিং উদিত হইবে। অর্থাৎ-পূর্ব দিক থেকে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭০৩১, ইসলামিক সেন্টার-৭০৮৮]
৭১৮৮. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, পূর্বদিকে ইশারা করে রসূলুল্লাহ [সাঃআঃ] কে আমি একথা বলিতে শুনেছি যে, সাবধান! ফিতনাহ এদিক থেকে, সাবধান ফিতনাহ এদিক থেকে-এভাবে তিনবার উল্লেখ করে তিনি বলিলেন, যেদিক থেকে শাইতানের দুই শিং উদিত হইবে। অর্থাৎ পূর্বদিক হইতে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭০৩২, ইসলামিক সেন্টার-৭০৮৯]
৭১৮৯. সালিম ইবনি আব্দুল্লাহ ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলিলেন, হে ইরাকবাসী! আমি তোমাদেরকে সগীরা গুনাহ সম্পর্কে প্রশ্ন করছি না এবং যারা কাবীরাহ্ গুনাহ্ করছে তাদের সম্পর্কেও প্রশ্ন করছি না। আমি আমার পিতা আব্দুল্লাহ ইবনি উমর [রাদি.] থেকে শুনেছি, তিনি বলিতেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] কে নিজ হাত দ্বারা পূর্ব দিকে ইশারা করে বলিতে শুনেছি, ফিতনাহ এদিক থেকে আসবে-যেদিক থেকে শাইতানের দুই শিং উদিত হয়। অথচ তোমরা পরস্পর একে অপরের উপর হানাহানি করছ। {অবশ্য মুসা [আঃ] ফিরআওনের বংশ হইতে এক লোককে ভুলবশতঃ হত্যা করেছিলেন।} অতঃপর মহান আল্লাহ তাআলা বলেছেন,
وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَاكَ مِنَ الْغَمِّ وَفَتَنَّاكَ فُتُونًا
“[হে মুসা!] এবং তুমি এক লোককে হত্যা করেছ, তারপর আমি তোমাকে চিন্তামুক্ত করে দিলাম। আমি তোমাকে বিভিন্ন রকম পরীক্ষা করেছি।“
[সুরাহ্ তা-হা-২০:৪০]।
বর্ণনাকারী আহ্মাদ ইবনি উমর [রহমাতুল্লাহি আলাইহি] তাহাঁর বর্ণনায় [—আর-বী—] “আমি সালিম হইতে শুনেছি” না বলে [—আরবী—] “সালিম হইতে” এরূপ বলেছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৭০৩৩, ইসলামিক সেন্টার-৭০৯০]
Leave a Reply