রোমীয়রা সংখ্যাধিক্য হলে কিয়ামত সংঘটিত হইবে

রোমীয়রা সংখ্যাধিক্য হলে কিয়ামত সংঘটিত হইবে

রোমীয়রা সংখ্যাধিক্য হলে কিয়ামত সংঘটিত হইবে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

১০. অধ্যায়ঃ রোমীয়রা সংখ্যাধিক্য হলে কিয়ামত সংঘটিত হইবে

৭১৭১. মুসতাওরিদ আল কুরাশী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি আম্‌র ইবনিল আস [রাদি.]-এর নিকট বলিলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছি, রোমীয়দের সংখ্যা যখন সবচেয়ে বেশী হইবে তখন কিয়ামত সংঘটিত হইবে। এ কথা শুনা মাত্র আম্‌র ইবনিল আস [রাদি.] তাকে বলিলেন, কি বলছ, চিন্তা-ভাবনা করে বলো। তিনি বলিলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] হইতে যা শুনেছি আমি তাই বর্ণনা করছি। তারপর আম্‌র ইবনিল আস [রাদি.] বলিলেন, তুমি যদি বলো, তবে সত্যই বলছ। কেননা তাদের মধ্যে চারটি গুণ আছে। প্রথমতঃ ফিত্‌নার সময় তারা সবচেয়ে বেশী ধৈর্যের পরিচয় দিয়ে থাকে। দ্বিতীয়তঃ মুসীবাতের পর দ্রুত তাদের মধ্যে স্বাভাবিকতা ফিরে আসে। তৃতীয়তঃ যুদ্ধু থেকে পলায়নের পর সর্বপ্রথম তারা আক্রমণ করিতে সক্ষম হয় এবং, চতুর্থতঃ মিস্‌কীন, ইয়াতীম ও দুর্বলের জন্য তারা সবচেয়ে বেশী শুভাকাঙ্ক্ষী। অতঃপর পঞ্চমতঃ সুন্দর গুণটি হলো এই যে, তারা শাসকবর্গের অত্যাচারকে অধিক প্রতিহত করে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭০১৫, ইসলামিক সেন্টার- ৭০৭২]

৭১৭২. মুসতাওরিদ আল কুরাশী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে বলিতে শুনেছি যে, যখন রোমীয়দের সংখ্যা সবচেয়ে বেশী হইবে তখন কিয়ামত সংঘটিত হইবে। এ খবর আম্‌র ইবনিল আস [রাদি.]-এর কাছে পৌঁছার পর তিনি বলিলেন, এ কোন্‌ ধরনের হাদীস, যে সম্পর্কে লোকেরা বলছে যে, এ নাকি তুমি রসূলুল্লাহ [সাঃআঃ] হইতে বর্ণনা করছ? উত্তরে মুস্‌তাওরিদ [রাদি.] তাকে বলিলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] থেকে যা শুনেছি আমি তাই বলছি। একথা শুনে আম্‌র [রাদি.] বলিলেন, তুমি যদি বলে থাকো তা ঠিকই আছে। কেননা তারা ফিত্‌নার সময় সবচেয়ে বেশী ধৈর্য ধারণ করে এবং মুসীবাতের পর আবার দ্রুত তাদের স্বাভাবিক অবস্থাই ফিরে আসে। তারা সর্বদা মিস্‌কীন এবং অক্ষম মানুষের জন্য অধিক শুভাকাঙ্ক্ষী।

[ইসলামিক ফাউন্ডেশন- ৭০১৬, ইসলামিক সেন্টার- ৭০৭৩]

Comments

One response to “রোমীয়রা সংখ্যাধিক্য হলে কিয়ামত সংঘটিত হইবে”

Leave a Reply