দুজন মুসলিম যখন তরবারিসহ পরস্পর মুখোমুখি হয়

দুজন মুসলিম যখন তরবারিসহ পরস্পর মুখোমুখি হয়

দুজন মুসলিম যখন তরবারিসহ পরস্পর মুখোমুখি হয় >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৪. অধ্যায়ঃ দুজন মুসলিম যখন তরবারিসহ পরস্পর মুখোমুখি হয়

৭১৪৪. আহনাফ ইবনি কায়স [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একদিন আমি বের হলাম। এ লোকটিকে সহযোগিতা করা আমার অভিপ্রায় ছিল। এমন সময় আবু বকরাহ্ [রাদি.]-এর সঙ্গে আমার দেখা হলো। তখন তিনি বলিলেন, হে আহ্নাফ! তুমি কোথায় যেতে চাচ্ছ? তিনি বলেন, আমি বললাম, রসূলুল্লাহ [সাঃআঃ]-এর চাচাত ভাই আলী [রাদি.]-কে সহযোগিতা করার জন্য আমি যেতে চাচ্ছি। আহ্নাফ [রাদি.] বলেন, অতঃপর তিনি আমাকে বলিলেন, হে আহ্নাফ! চলে যাও। কেননা রসূলুল্লাহ [সাঃআঃ]-কে আমি এ কথা বলিতে শুনেছি, যখন দুজন মুসলিম তরবারি নিয়ে পরস্পর যুদ্ধ করে তখন হত্যাকারী ও নিহত ব্যক্তি দুজনেই জাহান্নামী হইবে। এ কথা শুনে আমি বললাম অথবা বলা হলো, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! হত্যাকারীর অবস্থা তো এ-ই, তবে নিহত ব্যক্তির অপরাধ কি? জবাবে তিনি বলিলেন, সে তার সাথীকে হত্যা করার প্রচেষ্টায় জড়িয়ে ছিল।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৮৮, ইসলামিক সেন্টার- ৭০৪৫]

৭১৪৫. আবু বাকরাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যদি দুজন মুসলিম তরবারি নিয়ে পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়ে তবে হত্যাকারী ও নিহত দু ব্যক্তিই জাহান্নামী হইবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৮৯, ইসলামিক সেন্টার- ৭০৪৬]

৭১৪৬. আইয়ূব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে এ সূত্র হইতে বর্ণীতঃ

আবু কামিল-এর সানাদে হাম্মাদ-এর বর্ণিত হাদীসের অবিকল শেষ পর্যন্ত বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৯০, ইসলামিক সেন্টার- ৭০৪৭]

৭১৪৭. আবু বাকরাহ্‌ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, যদি দুজন মুসলিমের একজন তার অন্য ভাইয়ের উপর অস্ত্র ধারণ করে তবে তারা দুজনেই জাহান্নামের প্রান্তে এসে উপনীত হয়। তারপর যখন তাদের একজন অন্য সাথীকে হত্যা করে ফেলে, তখন তারা উভয়েই জাহান্নামে প্রবেশ করে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৯১, ইসলামিক সেন্টার- ৭০৪৮]

৭১৪৮. হাম্মাম ইবনি মুনাব্বিহ [রহমাতুল্লাহি আলাইহি] আবু হুরাইরাহ্ [রাদি.] এর সূত্র হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] হইতে কতিপয় হাদীস বর্ণনা করিয়াছেন। তন্মধ্যে একটি হচ্ছে এই যে, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কিয়ামাত ঐ পর্যন্ত কায়িম হইবে না, যে পর্যন্ত না দুটি বড় দল পরস্পর যুদ্ধে জড়িয়ে পড়ে। তাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ হইবে। অথচ তাদের উভয়ের দাবী হইবে একই।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৯২, ইসলামিক সেন্টার- ৭০৪৯]

৭১৪৯. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেনঃ কিয়ামাত ততক্ষণ পর্যন্ত কায়িম হইবে না, যতক্ষণ পর্যন্ত না হার্জ বেড়ে যায়। সহাবাগণ জিজ্ঞেস করিলেন, হে আল্লাহর রসূল! হার্জ কি? উত্তরে তিনি বলিলেন, হত্যা, হত্যা।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬৯৯৩, ইসলামিক সেন্টার- ৭০৫০]

Comments

Leave a Reply