আরবি যুক্তবর্ণ ও অবস্থান Arabic Letters in Different Positions

আরবি যুক্তবর্ণ ও অবস্থান Arabic Letters in Different Positions

আরবি যুক্তবর্ণ ও অবস্থান Arabic Letters in Different Positions >> Qaida << Horof Makhraj > Sifat > Harakat Tanwin > Mad Lin > Sukon Tashdid > Muqattaat >> Tajweed

Arabic Letters Positions

Lesson 3: Letter Positions আরবি যুক্তবর্ণ এর অবস্থান
Lesson 4: Connected Letters আরবি যুক্তবর্ণ বর্ণমালা
Lesson 5: ا আলিফ ও ء হামজার পরিচয় ও পার্থক্য
Lesson 6: ا আলিফ ء হামজা ও ع এর পরিচয় ও পার্থক্য

Lesson 3: Letter Positions আরবি যুক্তবর্ণ এর অবস্থান

The shape of an Arabic letter is changed when it is connected with other letters to make words. So, the shape of an Arabic letter of a Arabic word depends of its position in a word, where it appears at the “beginning” of the word, “middle” of the word or “end” of the word. একটি আরবি যুক্তবর্ণ এর আকৃতি পরিবর্তিত হয় যখন এটি অন্যান্য বর্ণের সাথে যুক্ত হয়ে শব্দ গঠন করে। একটি আরবি শব্দে একটি আরবি বর্ণের আকৃতি একটি শব্দের অবস্থানের উপর নির্ভর করে, এটি শব্দের “শুরুতে“, শব্দের “মাঝে” বা শব্দের “শেষে” উপস্থিত হয়।

End
শেষে
Mid
মধ্যে
Beg
শুরুতে
Letter
অক্ষর
ـاـااا
ـبـبـبـب
ة ـت ـةـتـتـت
ـثـثـثـث
ـجـجـجـج
ـحـحـحـح
ـخـخـخـخ
ـدــددد
ـذـذذذ
ـرـررر
ـزـززز
ـسـسـسـس
ـشـشـشـش
ـصـصـصـص
ـضـضـضـض
ـطـطـطـط
ـظـظـظـظ
ـعـعـعـع
ـغـغـغـغ
ـفـفـفـف
ـقـقـقـق
ـكـكـكـك
ـلـلـلـل
ـمـمـمـم
ـنـنـنـن
ـوـووو
ـهـهـهـه
أ ء ئـأ ؤ ـئـأ إء
ـىـيـيـى

Exercise: Sura Ghashiya সুরাতে যুক্তবর্ণ দেখে নিন অথবা এখানে কিল্ক করে Image আকারে দেখুন

بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

Lesson 4: Connected Letters আরবি যুক্তবর্ণ বর্ণমালা

Arabic word is formed by joining with letters. E.g. the word “Laam Alif” is made with two letters “Laam” and “Alif”. Eg. Laam Alif can appear in various different shapes of a word. আরবি শব্দগুলো পৃথক অক্ষর যোগ করে গঠিত হয়। উদাহরণস্বরূপ, লাম-আলিফ শব্দটি দুটি অক্ষর দ্বারা গঠিত: লাম এবং আলিফ। উদাহরণস্বরূপ, লাম-আলিফ একটি শব্দে বিভিন্ন আকারে আবির্ভূত হতে পারে। এখানে কিল্ক করে Image আকারে দেখুন

بــاا
Lam AlifBa AlifLam AlifLam AlifAlif
بــلــبلــحل
Ba Lam BaLam AlifBa Lam HaLam AlifLam
كــاكــبكــبككـ
Kaf AlifKaf BaKaf BaKafKaf
تبتــكــثبــكــتكــا
TaBaTa Kaf ThaBa Kaf TaKaf Alif
نــابــاىنث
Noon AlifBa AlifYaNoonTha
يــسبــسثــايــاتــا
Ya SenBa SenTha AlifYa AlifTa Alif
تــحثــجثــستــسنــس
Ta ḤaTha JemTha SenTa SenNun Sen
بــميــمبــجيــحنــخ
Ba MemYa MemBa JemYa ḤaNoo Kha
يــىبــىثــمتــمنــم
Ya YaBa YaTha MemTa MemNun Mem
تــنــلنــبــلثــىتــىنــى
Ta Nun LamNun Ba LamTha YaTa YaNun Ya
بــنــننــبــنثــثــليــتــلبــيــل
Ba Nun NunNun Ba NunTha Tha LamYa Ta LamBa Ya Lam
حجثــثــنيــتــنتــيــن
ḤaJemTha Tha NunYa Ta NunTa Ya Nun
تــحــتجــتخــبحــثخ
Ta Ḥa TaJem TaKha BaḤa ThaKha
بــةهةبــخــتيــجــب
Ba TaHaTaBa Kha TaYa Jem Ba
يــهــبهـنــةتــهيــه
Ya Ha BaHaNoon TaTa HaYa Ha
جــدذدبــهــمبــهــا
Jem DalẒalDalBa Ha MemBa Ha Alif
خــزجــرزرخــذ
Kha ZaJem RaZaRaKha Ẓal
ستــزيــرزر
SenTa ZaYa RaZaRa
ضصشــلســلش
ḌadṢadShen LamSen LamShen
ضــاطــبصــبظط
Ḍad AlifṬa BaṢad BaZ̤aṬa
عــزءغعظــا
Aien ZaHamzaĠaienAienZ̤a Alif
تــغــذبــعــدضــغصــعغــر
Ta Ġaien ẒalBa Aien DalḌad ĠaienṢsd AienĠaien
Ra
قفئؤأ
Q̇afFaHamzaHamzaHamza
قــفــلفــقــلفــوقــوو
Q̇af Fa LamFa Q̇af LamFa WawQ̇af
Waw
Waw
لــمحــممـميــف
Lam MemHa MemMemMemYa Fa
...تــمــتتــم
...Ta Mem TaTa Mem

Lesson 5: ا আলিফ ও ء হামজার পরিচয় ও পার্থক্য

আলিফঃ আলিফ সবসময় খালি থাকে। আলিফে যবর, যের, পেশ ও যজম হয় না।

হামজাঃ আলিফে যবর, যের, পেশ ও যজম হলে তাকে “হামজা” বলে। اَ কে হামযা যবর আ, اِ কে হামযা যের ই এবং اُ কে হামযা পেশ উ পড়তে হয়। اَ, اِ, اُ কে আলিফ যবর যের পেশ বলা যাবে না।

ء লেখা ও পড়ার সাধারণ নিয়ম তিন অবস্থা। (১) শব্দের শুরুতে, (২) শব্দের মাঝে এবং (৩) শব্দের শেষে। এক্ষেত্রে যে বিষয়টি গুরত্তসহকারে জানা দরকার তা হল, হরকত গুলোর মধ্যে একটি অপরটি থেকে শক্তিশালী। সবচেয়ে শক্তিশালী হল যের, তারপর পেশ, তারপর যবর এবং সবশেষে সাকিন।

(১) ء শব্দের শুরুতে হলে তা সবসময় আলিফের মধ্যে হবে। আর যদি ء হামজাটি যবর অথবা পেশ বিশিষ্ট হয় তাহলে আলিফের উপর ء হামজা হবে। أَب , أُم এবং যদি যের বিশিষ্ট হয় তাহলে ء হামজাটি আলিফের নীচে হবে। إِمام

(২) শব্দের মাঝের ء হামজা বুঝা একটু জটিল। এক্ষেত্রে উপরের সুত্র মুখস্থ থাকা জরুরি। এইক্ষেত্রে আমরা দুইটি বিষয় দেখব। ء হামজার হরকত ও তার পুর্বের হরকত। ء হামজার হরকত যদি তার পুর্বের হরকত থেকে অধিক শক্তিশালী হয় তাহলে হামজার হরকত অনুযায়ী হরফ হবে। যদি ء হামজার পুর্বের হরকত শক্তিশালী হয় তাহলে সেই অনুযায়ী হবে।

উদাহরন ১ঃ سُئِلَ , এখানে ء হামজা যের বিশিষ্ট আর তার পুর্বে পেশ। এখানে হামজার হরকত শক্তিশালী। তাই হামজাটি ” ইয়া”র উপর হয়েছে।

উদাহরন ২ঃ لَؤُمَ এখানে ء হামজাটি পেশ বিশিষ্ট আর তার পুর্বে জবর। জবর থেকে পেশ শক্তিশালী। তাই হামজার হরকত অনুযায়ী “ওয়াও” হয়েছে।

উদাহরন ৩ঃ كَأْسٌ এখানে ء হামজা সাকিন বিশিষ্ট তার পুর্বে যবর। সাকিন থেকে যবর শক্তিশালী। তাই ء হামজাটি আলিফের উপর হয়েছে।

(৩) শব্দের শেষে যদি ء হামজা আসে তাহলে শুধু আমরা দেখব ء হামজার পুর্বের হরকত কি। পুর্বের হরকতে যদি যবর আসে তাহলে ء হামজাটি “আলিফের” উপর হবে। أَنْبَأَ আর যদি পুর্বের হরকতে যদি যের আসে তাহলে ء হামজাটি “ইয়ার” উপর হবে। قَارِئٌ এবং পুর্বের হরকতে যদি পেশ আসে তাহলে ء হামজাটি “ওয়াও” এর উপর হবে। وَضُؤَ

Lesson 6: ا আলিফ ء হামজা ও ع এর পরিচয় ও পার্থক্য

Click on the sura icon🔊📖
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِأَGhashiya-1
وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌئِGhashiya-2
عَامِلَةٞ نَّاصِبَةٞعَاGhashiya-3
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖءَاGhashiya-5
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖعَGhashiya-5
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖعَا , عٖGhashiya-6
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖعٖGhashiya-7
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞئِ , عِGhashiya-8
لِّسَعۡيِهَا رَاضِيَةٞعۡGhashiya-9
فِي جَنَّةٍ عَالِيَةٖعَاGhashiya-10
لَّا تَسۡمَعُ فِيهَا لَٰغِيَةٗعُGhashiya-11
فِيهَا عَيۡنٞ جَارِيَةٞعَGhashiya-12
فِيهَا سُرُرٞ مَّرۡفُوعَةٞعَGhashiya-13
وَأَكۡوَابٞ مَّوۡضُوعَةٞعَGhashiya-14
وَإِلَى ٱلسَّمَآءِ كَيۡفَ رُفِعَتۡإِ , ءِGhashiya-18
لَّسۡتَ عَلَيۡهِم بِمُصَيۡطِرٍعَGhashiya-22
فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلۡعَذَابَ ٱلۡأَكۡبَرَعَGhashiya-24
ثُمَّ إِنَّ عَلَيۡنَا حِسَابَهُمعَGhashiya-26



Posted

in

by

Tags:

Comments

Leave a Reply