Rules of Raa Tajweed ر. র হরফকে পোড় ও বারিক পড়ার নিয়ম
Tajweed << Noon Sakin Tanween > Mim Sakin > Maad > Eoaj > Lam Rules >> Qaida
Lesson 26: Rules of Raa Tajweed ر হরফ পড়ার নিয়মাবলী
Lesson 27: Rules of Raa Tajweed Tafkheem ر হরফ পোর পড়ার নিয়মাবলী
Lesson 28: Rules of Raa Tajweed Tarqeeq ر হরফ বারিক পড়ার নিয়মাবলী
Lesson 26: Rules of Raa Tajweed ر হরফ পড়ার নিয়মাবলী
Rules of ر হরফ পড়ার নিয়মাবলী: ر হরফ কে দুই প্রকারে পড়া যায়। [1] Tafkheem পোর বা মোটা [2] Tarqeeq বারিক বা পাতলা।
Sura Fatiha

Sura Falaq
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

Sura Nas
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ

Lesson 27: Rules of Raa Tajweed Tafkheem ر হরফ পোর পড়ার নিয়মাবলী
[1] Tafkheem পোর বা মোটাঃ ৫ অবস্থায় ر হরফ কে পোর করে পড়তে হয়।
(1) ر হরফের উপরে যবর অথবা পেশ থাকিলে ر হরফকে পোর করে পড়তে হয়
Clink on Link | 🔊 | 📖 |
---|---|---|
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَٰلَمِينَ | 🔊رَ | Fatiha-2 |
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ | 🔊رَ | Nas-1 |
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ | 🔊رُ | Kaferun-1 |
(2) ر ছাকিন তার ডাইনে যবর অথবা পেশ থাকিলে সেই ر কে পোর করিয়া পড়তে হয়
Clink on Link | 🔊 | 📖 |
---|---|---|
فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ | 🔊حَرۡ | Kausar-2 |
اَیَّامٍ وَّکَانَ عَرۡشُہٗ | 🔊ً | . |
وَاِنَّکَ لَمِنَ الۡمُرۡسَلِیۡنَ | 🔊পেশ | . |
(3) ر হরফে যদি ওয়াক্বফ করা হয় ও তার পূর্বে যদি ى ব্যতিত অন্য কোন হরফে ছাকিন হয় এবং ঐ ছাকিন হরফের পূর্বের হরফে যদি যবর বা পেশ হয় তাহলে ر কে মোটা করে পড়তে হবে।
Sura Asor

Click on Link | 🔊 | 📖 |
---|---|---|
وَٱلۡعَصۡرِ | 🔊صۡرِ | Asr-1 |
إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ | 🔊سۡرٍ | Asr-2 |
وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ | 🔊بۡرِ | Asr-3 |
(4) ر ছাকিনের পূর্বে হরফে যের হলে এবং পরে ইস্তেআলার ৭টি হরফ ( خ , ص , ض , غ , ط , ظ , ق) হতে যে কোন একটি হরফ একই শব্দে আসলে মোটা করে পড়তে হয়।
Click on link | 🔊 | 📖 |
---|---|---|
بِالْمِرْصَادِ | 🔊ইস্তেআলা | . |
(5) ر হরফে ছাকিন তার পূর্বে আরজী যের (ছাকিন থাকার কথা ছিল) হলে পোর করে পড়তে হয়।
Click on link | 🔊 | 📖 |
---|---|---|
مَنِ ارْتَضٰي | 🔊আরজী যের | . |
(6) ر তাশদীদে যবর অথবা পেশ হলে মোটা করে পড়তে হয়।
Click on link | 🔊 | 📖 |
---|---|---|
بِسۡمِ ٱللَّهِ ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ | 🔊رَّ | Fatiha-1 |
ٱلرَّحۡمَٰنِ ٱلرَّحِيمِ | 🔊رَّ | Fatiha-3 |
قَآئِمَۃً ۙ وَّلَئِنۡ رُّدِدۡتُّ اِلٰی رَبِّیۡ | 🔊رُّ |
Lesson 28: Rules of Raa Tajweed Tarqeeq ر হরফ বারিক পড়ার নিয়মাবলী
[2] বারিক বা পাতলাঃ ৪ অবস্থায় ر হরফ কে পাতলা করে পড়তে হয়।
(1) ر এর নিচে যের হলে পাতলা করে পড়তে হয়।
Click on link | 🔊 | 📖 |
---|---|---|
غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ | 🔊رِ | Fatiha-7 |
ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ | 🔊رِ | Nas-5 |
(2) ر ছাকিন অবস্থায় যদি উহার পূর্বের হরফে আছলী যের হয় তাহলে র ر কে বারিক বা পাতলা করে পড়তে হয়।
Click on link | 🔊 | 📖 |
---|---|---|
وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا | 🔊فِرۡ | Nasr-3 |
اَمۡ لَمۡ تُنۡذِرۡہُمۡ لَا یُؤۡمِنُوۡنَ | 🔊ذِرۡ | . |
(3) ر হরফে যদি ওয়াক্বফ করা হয় ও তার পূর্বে যদি یۡ ছাকিন হয় এবং ঐ یۡ ছাকিনের পূর্বের হরফে যদি যের হয় তাহলে ر কে পাতলা করে পড়তে হবে।।
Click on link | 🔊 | 📖 |
---|---|---|
بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ | 🔊بِیۡرٌ | . |
(4) ر তাশদীদে যের হলে পাতলা করে পড়তে হয়। লক্ষণীয় যে شَرِّ শব্দটি شَرْ + رِ দিয়ে গঠিত ।তাই شَرْ মোটা হবে এবং رِ পাতলা হবে।
Leave a Reply