অহংকার হারামকরণ এবং অসহায় লোকের মর্যাদা
অহংকার হারামকরণ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩৮. অধ্যায়ঃ অহংকার হারামকরণ
৩৯. অধ্যায়ঃ মানুষকে আল্লাহর দয়া হইতে নৈরাশ করার নিষিদ্ধকরণ
৪০. অধ্যায়ঃ অসহায় ও অজ্ঞাত লোকের মর্যাদা
৪১. অধ্যায়ঃ মানুষ বরবাদ হয়ে গেছে উক্তি নিষিদ্ধকরণ
৩৮. অধ্যায়ঃ অহংকার হারামকরণ
৬৫৭৪. আবু সাঈদ আল খুদরী ও আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তাঁরা উভয়ে বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ ইয্যত ও সম্মান আল্লাহর ভূষণ এবং গর্ব ও অহংকার তাহাঁর চাদর। যে লোক এ ক্ষেত্রে আমার সাথে টানা-হেঁচড়া করিবে আমি তাকে অবশ্যই সাজা দিব।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৪১, ইসলামিক সেন্টার- ৬৪৯২]
৩৯. অধ্যায়ঃ মানুষকে আল্লাহর দয়া হইতে নৈরাশ করার নিষিদ্ধকরণ
৬৫৭৫. জুনদাব [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ এক লোক বলিল, আল্লাহর শপথ! আল্লাহ অমুক লোককে মাফ করবেন না। আর আল্লাহ তাআলা বলেন, সে লোক কে? যে শপথ খেয়ে বলে যে, আমি অমুককে মাফ করব না? আমি তাকে মাফ করে দিলাম এবং তোমার আমাল [শপথ]-কে নষ্ট করে দিলাম, কিংবা সে যেমন বলেছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৪২, ইসলামিক সেন্টার-৬৪৯৩]
৪০. অধ্যায়ঃ অসহায় ও অজ্ঞাত লোকের মর্যাদা
৬৫৭৬. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ এলোমেলো চুল বিশিষ্ট বহু লোক রয়েছে যারা আল্লাহর উপর ভরসা করে কোন ব্যাপারে শপথ করলে আল্লাহ তাআলা তা সত্যে পরিণত করে দেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৬৪৪৩, ইসলামিক সেন্টার- ৬৪৯৪]
৪১. অধ্যায়ঃ মানুষ বরবাদ হয়ে গেছে উক্তি নিষিদ্ধকরণ
৬৫৭৭. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম] বলেছেনঃ যদি কোন লোক বলে মানুষ বরবাদ হয়ে গেছে তাহলে সে সব লোকের চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
আবু ইসহাক [রাদি.] বলেন, আমি জানি না যে, তিনি সে তাদের বরবাদ করেছে”- বলেছেন, না তাদের মাঝে সবচেয়ে বেশী ধ্বংসপ্রাপ্ত বলেছেন?
[ই.ফা, ৬৪৪৪, ইসলামিক সেন্টার- ৬৪৯৫]
৬৫৭৮. সুহায়ল [রাদি.] হইতে বর্ণীতঃ
সুহায়ল [রাদি.] হইতে এ সূত্রে হুবহু হাদীস বর্ণনা করিয়াছেন।
[ই.ফা, ৬৪৪৫, ই.সে ৬৪৯৬]
Leave a Reply