সহাবাগণকে গালি দেয়া বা কুৎসা রটনা করা হারাম

সহাবাগণকে গালি দেয়া বা কুৎসা রটনা করা হারাম

সহাবাগণকে গালি দেয়া বা কুৎসা রটনা করা হারাম >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৫৪. অধ্যায়ঃ সহাবাগণকে গালি দেয়া বা কুৎসা রটনা করা হারাম

৬৩৮১. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা আমার সাহাবীগণকে কুৎসা করো না। তোমরা আমার সহাবীদের কুৎসা করিবে না। সে সত্তার শপথ! যাঁর হাতে আমার জীবন, তোমাদের মাঝে কেউ যদি উহুদ পর্বতের ন্যায় স্বর্ণ খরচ করে তবুও তাঁদের কারোর এক মুদ কিংবা অর্ধ মুদের সমতুল্য হইবে না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৫৬, ইসলামিক সেন্টার- ৬৩০৫]

৬৩৮২. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, একবার খালিদ ইবনিল ওয়ালীদ ও আবদুর রহমান ইবনি আওফ [রাদি.]-এর মাঝে [অপ্রীতিকর] একটা কিছু ঘটেছিল। তখন খালিদ [রাদি.] তাঁকে গাল-মন্দ করেন। তখন রসূলুল্লাহ্ [সাঃআঃ] বললেনঃ তোমরা আমার সহাবীদের কাউকে গাল-মন্দ করিবে না। কারণ, তোমাদের কেউ যদি উহুদ পর্বতের সমতুল্য স্বর্ণ খরচ করে তবুও তাঁদের এক মুদ অথবা অর্ধ মুদের ন্যায় হইবে না।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৫৭, ইসলামিক সেন্টার- ৬৩০৬]

৬৩৮৩. আবু সাঈদ আশাজ্জ ও আবু কুরায়ব [রাদি.] হইতে বর্ণীতঃ

অপর সূত্রে উবাইদুল্লাহ ইবনি মুআয [রাদি.] … অন্য সুত্রে ইবনিল মুসান্না ও ইবনি বাশ্শার [রাদি.] … আমাশ [রাদি.] হইতে জারীর ও আবু মুআবিয়ার সানাদে তাঁদের হাদীসের অনুরূপ বর্ণনা করিয়াছেন। তবে শুবাহ ও ওয়াকী-এর হাদীসে আবদুর রহমান ইবনি আওফ [রাদি.] ও খালিদ ইবনি ওয়ালিদ [রাদি.]-এর বর্ণনা নেই।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২৫৮, ইসলামিক সেন্টার- ৬৩০৭] –৬৪

Comments

Leave a Reply