সর্বোত্তম ব্যক্তিদের বিবরণ

সর্বোত্তম ব্যক্তিদের বিবরণ

সর্বোত্তম ব্যক্তিদের বিবরণ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৪৮. অধ্যায়ঃ সর্বোত্তম ব্যক্তিদের বিবরণ

৬৩৪৮. আবু হুরায়রাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা ব্যক্তিদের খনিজ ও গুপ্তধনের ন্যায় দেখিতে পাবে। অতএব যারা জাহিলী যুগে উত্তম ছিল তারা ইসলামেও উত্তম বলে বিবেচিত হইবে। যখন তারা দীনী জ্ঞানের অধিকারী হইবে। কিংবা তোমরা এ ব্যাপারে অর্থাৎ ইসলামে উত্তম ব্যক্তি দেখিতে পাবে যারা তার পূর্বে চরমভাবে ইসলামকে ঘৃণা করত। আর তোমরা সবচেয়ে খারাপ ব্যক্তি হিসেবে দেখিতে পাবে সে সকল লোককে, যারা দ্বিমুখী চরিত্রের লোক- এরা এ দলের নিকট একমুখী কথা বলে পুনরায় অপর এক দলের নিকট এসে আরেক ধরনের রূপ নিয়ে উপস্থিত হয়। {দ্রষ্টব্য হাদীস ২৬২০}

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২২৪, ইসলামিক সেন্টার-৬৩৭২]

৬৩৪৯. আবু হুরায়রা [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ মানব সম্পদ খনির ন্যায় মূল্যবান দেখিতে পাবে। তার পরবর্তী অংশ যুহরীর হাদীসের অনুরূপ। কিন্তু আবু যুরআহ্ ও আরাজের বর্ণিত হাদীসঃ অর্থাৎ-“তোমরা কতক লোককে সর্বোত্তম ব্যক্তি[৩৯] হিসেবে পাবে যারা এতে পতিত হওয়া এটাকে খুব বেশি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬২২৫, ইসলামিক সেন্টার-৬৩৭৩]

{৩৯} সর্বোত্তম ব্যক্তি বলিতে যেমন উমর ইবনিল খাত্তাব [রাদি.], খালিদ ইবনি ওয়ালীদ [রাদি.], আমর ইবনিল আস [রাদি.] ইকরামাহ ইবনি আবু জাহল [রাদি.] সাহল ইবনি আমর [রাদি.] ইত্যাদি।

Comments

Leave a Reply