আনসারগণের উত্তম সান্নিধ্য
আনসারগণের উত্তম সান্নিধ্য >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৪৫. অধ্যায়ঃ আনসারগণের উত্তম সান্নিধ্য
৬৩২২. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন আমি জারীর ইবনি আব্দুল্লাহ বাজালী [রাদি.] এর সাথে এক সফরে বের হলাম। এ সফরে তিনি আমার সেবায় নিয়োজিত থাকতেন। তখন আমি তাকে বললাম, এমন করিবে না তিনি বলিলেন, আমি নিশ্চিত দেখেছি যে, আনসারগণ রসূলুল্লাহ্ [সাঃআঃ] এর সাথে এমন খিদমাত করিতেন। তখন আমি শপথ করেছি যে, আমি যখন আনসারদের কারো সঙ্গী হব তখন তাহাঁর সেবায় থাকব। ইবনিল মুসান্না ও ইবনি বাশশার তাদের বর্ণিত হাদীসে অতিরিক্ত বলেছেন অর্থাৎ- জারীর আনাসের চাইতে বড় ছিলেন এবং ইবনি বাশশার বলেছেন, তিনি আনাসের চেয়ে বৃদ্ধ ও বেশি বয়স্ক ছিলেন।
[ই.ফা.৬২০০, ইসলামিক সেন্টার- ৬২৪৬]
Leave a Reply