আশআরী গোত্রের লোকজনের ফযিলত

আশআরী গোত্রের লোকজনের ফযিলত

আশআরী গোত্রের লোকজনের ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৩৯. অধ্যায়ঃ আশআরী গোত্রের লোকজনের ফযিলত

৬৩০১. আবু মূসা আশআরী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেন: আমি অবশ্যই আশআরী বন্ধুদের কুরআন তিলাওয়াতের কন্ঠস্বর দিয়ে বুঝতে পারি যখন রাতে তারা প্রবেশ করেন। আর রাতের বেলা তাদের কন্ঠস্বরের দ্বারা তাদের আবাসস্থল চিহ্নিত করিতে পারি যদিও দিনের বেলা আমি তাদের মনযিলসমূহ দেখিনি। তাদের মাঝে আছে একজন প্রজ্ঞাবান ও দূরদর্শী লোক। যখন সে শত্রুপক্ষের বাহন অথবা খোদ শত্রুর মুখোমুখি করে তখন তাদের উদ্দেশে বলে, আমাদের লোকজন তোমাদের আদেশ দিচ্ছেন, একটু অবকাশ দাও অথবা একটু অপেক্ষা করো। অর্থাৎ- আমরাও তৈরি। [হাদীসটি সহীহ মুসলিম ৬৩০১]

[ই.ফা.৬১৮২, ইসলামিক সেন্টার- ৬২২৬]

৬৩০২. আবু মূসা আশআরী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেন: আশআরী সম্প্রদায়ের লোকজন যখন যুদ্ধের মাঠে উপস্থিত হয় কিংবা বলা হয়েছে মাদীনাতে তাঁদের পরিবার-পরিজনের যখন খাদ্যের অভাব দেখা দেয় তখন তাঁদের নিকট যা কিছু থাকে তা এক বস্ত্রে একত্রিত করে নেয়। তারপর তা নিজেদের একটি পেয়ালা দিয়ে সমভাবে ভাগ করে নেয়। তখন তিনি বলিলেন তাঁরা আমার হইতে এবং আমি তাঁদের হইতে। অর্থাৎ- আমি তাঁদের প্রতি খুশী।

[ই.ফা.৬১৮৩, ইসলামিক সেন্টার-

Comments

One response to “আশআরী গোত্রের লোকজনের ফযিলত”

Leave a Reply