সাদ ইবনি মুআয [রাদি.]-এর ফযিলত

সাদ ইবনি মুআয [রাদি.]-এর ফযিলত

সাদ ইবনি মুআয [রাদি.]-এর ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২৪. অধ্যায়ঃ সাদ ইবনি মুআয [রাদি.]-এর ফযিলত

৬২৩৯. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

সাদ ইবনি মুআয [রাদি.]-এর জানাযাহ্ সম্মুখে রাখা হয়েছিল তখন রসূলুল্লাহ্ [সাঃআঃ] বললেনঃতার জন্যে দয়াময় আল্লাহর আর্শ কেঁপে উঠেছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১২১, ইসলামিক সেন্টার-৬১৬৪]

৬২৪০. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেন: সাদ ইবনি মুআযের মৃত্যুতে মহান আল্লাহর আর্শ কম্পন করে উঠেছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১২২, ইসলামিক সেন্টার-৬১৬৫]

৬২৪১. কাতাদাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি বলেন যে, আনাস ইবনি মালিক [রাদি.] আমাদের কাছে বর্ণনা করিয়াছেন, সাদ বিন মুআযের জানাযাহ্ যখন রাখা হয়েছিল, তখন নবী [সাঃআঃ] বললেনঃতাহাঁর জন্য পরম করুণাময় আল্লাহর আর্শ কেঁপে উঠেছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১২৩, ইসলামিক সেন্টার-৬১৬৬]

৬২৪২. আবু ইসহাক্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি বলেন যে, আমি বারা [রাদি.]-কে বলিতে শুনেছি। রসূলুল্লাহ্ [সাঃআঃ]-কে এক জোড়া রেশমী পোশাক উপহার দেয়া হলো। তখন সাহাবারা তা ছুঁয়ে তার কোমলতায় বিস্ময়বোধ করিতে লাগলেন। রসূলুল্লাহ্ [সাঃআঃ] বললেনঃতোমরা এর কোমলতায় অবাক হচ্ছো? জান্নাতের মাঝে সাদ ইবনি মুআয-এর রুমালগুলো হইবে এর তুলনায় অধিক উত্তম ও নরম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১২৪, ইসলামিক সেন্টার-৬১৬৭]

৬২৪৩. বারা ইবনি আযিব [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ্ [সাঃআঃ]-কে রেশমী কাপড় দেয়া হলো . . . তারপর পূর্ববর্তী হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেন। ইবনি আব্দাহ্ আনাস ইবনি মালিক [রাদি.] হইতেও অনুরূপ হাদীস রিওয়ায়াত করেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১২৫, ইসলামিক সেন্টার-৬১৬৮]

৬২৪৪.শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

এ দুটো সূত্রেই আবু দাউদের ন্যায় রিওয়ায়াত করেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১২৬, ইসলামিক সেন্টার-৬১৬৯]

৬২৪৫. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ]-কে মিহি রেশমের একটি জুব্বা উপহার দেয়া হলো। অথচ নবী [সাঃআঃ] রেশম পরিধান করিতে বারণ করিতেন। তখন লোকেরা তাতে বিস্ময়বোধ করলো! অতঃপর রসূলুল্লাহ্ [সাঃআঃ] বললেনঃঐ সত্তার শপথ! যাঁর হাতে মুহাম্মাদ [সাঃআঃ]-এর প্রাণ রয়েছে। নিঃসন্দেহে জান্নাতে সাদ ইবনি মুআযের রুমালগুলো এর তুলনায় অধিক উত্তম।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১২৭, ইসলামিক সেন্টার-৬১৭০]

৬২৪৬. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

দাওয়াতুল জান্দালের বাদশাহ্ উকাইদির রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর কাছে একজোড়া বস্ত্র উপঢৌকন পাঠালেন . . . এরপর অনুরূপ রিওয়ায়াত করিলেন। কিন্তু তাতে “তিনি রেশম পরিধান করিতে বারণ করিতেন” এ বক্তব্যটি উল্লেখ করেননি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১২৮, ইসলামিক সেন্টার-৬১৭১]

Comments

Leave a Reply