উবাই ইবনি কাব [রাদি.] ও আনসারদের এক দলের ফযিলত

উবাই ইবনি কাব [রাদি.] ও আনসারদের এক দলের ফযিলত

উবাই ইবনি কাব [রাদি.] ও আনসারদের এক দলের ফযিলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২৩. অধ্যায়ঃ উবাই ইবনি কাব [রাদি.] ও আনসারদের এক দলের ফযিলত

৬২৩৪. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর যুগেই চারজন কুরআন সংকলন করিয়াছেন। এর সকলেই আনসার। মুআয ইবনি জাবাল, উবাই ইবনি কাব, যায়দ ইবনি সাবিত ও আবু যায়দ [রাদি.]।

কাতাদাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমি আনাসকে প্রশ্ন করলাম, আবু যায়দ কে? তিনি বলিলেন, আমার চাচাদের মাঝে একজন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১১৭, ইসলামিক সেন্টার-৬১৫৯]

৬২৩৫. কাতাদাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি আনাস ইবনি মালিক [রাদি.]-কে প্রশ্ন করলাম, রসূলুল্লাহ্ [সাঃআঃ]-এর সময় কে কুরআন একত্রিত করেছিলেন? তিনি বলিলেন, চারজন, তাদের সকলেই আনসার। উবাই ইবনি কাব, মুআয ইবনি জাবাল, যায়দ ইবনি সাবিত ও আনসারদের মাঝে একজন, তাহাঁর কুন্ইয়াত আবু যায়দ [রাদি.]।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১১৮, ইসলামিক সেন্টার-৬১৬০]

৬২৩৬.আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

নিশ্চয়ই রসূলুল্লাহ্ [সাঃআঃ] উবাইকে বলিলেন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করিয়াছেন তোমাকে [কুরআন] পড়ে শুনানোর জন্যে। উবাই [রাদি.] বলিলেন, আল্লাহ তাআলা কি আপনার নিকট আমার নামোল্লেখ করে বলেছেন? তিনি বলিলেন, হ্যাঁ, আল্লাহই আমার নিকট তোমার নাম নিয়েছেন। তাতে উবাই [রাদি.] কাঁদতে শুরু করিলেন।

{দ্রষ্টব্য হাদীস ১৮৬৪} [ইসলামিক ফাউন্ডেশন- ৬১১৯, ইসলামিক সেন্টার-৬১৬১]

৬২৩৭. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] উবাই ইবনি কাব [রাদি.]-কে বললেনঃআল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, তোমাকে “. . . …………………. لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا [সূরা বাইয়্যিনাহ্]পড়ে শুনাবার জন্য। উবাই [রাদি.] বলিলেন, আল্লাহ তাআলা কি আমার নাম উল্লেখ করিয়াছেন? তিনি [সাঃআঃ] বলিলেন, হ্যাঁ। আনাস [রাদি.] বলেন, উবাই [রাদি.] তখন কেঁদে দিলেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১২০, ইসলামিক সেন্টার-৬১৬২]

৬২৩৮. কাতাদাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি আনাসকে বলিতে শুনেছি, রসূলুল্লাহ্ [সাঃআঃ] উবাইকে হুবহু অনুরূপ কথা বলেছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৬১২০, ইসলামিক সেন্টার-৬১৬৩]

Comments

Leave a Reply