ইউসুফ [আঃ]-এর ফযীলত

ইউসুফ [আঃ]-এর ফযীলত

ইউসুফ [আঃ]-এর ফযীলত >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৪৪. অধ্যায়ঃ ইউসুফ [আঃ]-এর ফযীলত

৬০৫৫.আবু হুরাইরাহ [রাদি. হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] -কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! মানুষের মাঝে সবচাইতে সম্মানিত ব্যক্তি কে? তিনি বলেনঃ তাদের মাঝে সর্বোত্তম মুত্তাকী ব্যক্তি। প্রশ্নকারীরা বলিলেন, আমরা এ ব্যাপারে আপনাকে প্রশ্ন করছি না। তিনি বলেলনঃ তবে ইউসুফ [আঃ] আল্লাহর নবী এবং আল্লাহর নবীর সন্তান, যিনি আল্লাহর খলীলের পুত্র। তারা বলিল, এ ব্যাপারেও আমরা আপনাকে জিজ্ঞেস করিনি। তিনি বলেলনঃ তবে কি তোমরা আরবের বংশ-উৎস সম্মন্ধে প্রশ্ন করছ? জাহিলী যুগে যারা তাদের মাঝে উত্তম ছিল ইসলামের পরও তারাই উত্তম গণ্য, তারা যদি দ্বীনের ইল্‌ম অর্জন করে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৯৪৬, ইসলামিক সেন্টার- ৫৯৮৫]

Comments

One response to “ইউসুফ [আঃ]-এর ফযীলত”

Leave a Reply