ইউনুস [আঃ]-এর বর্ণনা এবং নবী [সাঃআঃ] -এর উক্তি …

ইউনুস [আঃ]-এর বর্ণনা এবং নবী [সাঃআঃ] -এর উক্তি-

ইউনুস [আঃ]-এর বর্ণনা এবং নবী [সাঃআঃ] -এর উক্তি- >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৪৩. অধ্যায়ঃ ইউনুস [আঃ]-এর বর্ণনা এবং নবী [সাঃআঃ] -এর উক্তি- কারো এ কথা বলা ঠিক নয় যে, আমি ইউনুস ইবনি মাত্তা থেকে উত্তম

৬০৫৩. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেছেনঃ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন, আমার কোন বান্দার ক্ষেত্রেই এ কথা বলা ঠিক নয় যে, “ইউনুস ইবনি মাত্তা হইতে আমি উত্তম।”

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৯৪৪, ইসলামিক সেন্টার- ৫৯৮৩]

৬০৫৪. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কোন বান্দার ক্ষেত্রেই এ কথা বলা ঠিক নয়, “আমি ইউনুস ইবনি মাত্তা হইতে উত্তম।” ইউনুস [আঃ]-কে এখানে তাহাঁর পিতা মাত্তার সঙ্গে সম্পর্কিত করা হয়েছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৯৪৫, ইসলামিক সেন্টার- ৫৯৮৪]

Comments

One response to “ইউনুস [আঃ]-এর বর্ণনা এবং নবী [সাঃআঃ] -এর উক্তি …”

Leave a Reply