নবী সাঃ এর চুল, মুখ, গোড়ালি ও লাবণ্যময় চেহারা
নবী সাঃ এর চুল, মুখ, গোড়ালি ও লাবণ্যময় চেহারা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৪. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর চুল ঝুলিয়ে দেয়া ও তার সিঁথির বিবরণ
২৫. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর বর্ণনা এবং তাহাঁর চেহারা ছিল সবচাইতে সুন্দর
২৬. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর চুলের বর্ণনা
২৭. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর মুখাবয়ব, দুটি চোখ ও গোড়ালির বর্ণনা
২৮. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] উজ্জ্বল লাবণ্যময় চেহারা বিশিষ্ট ছিলেন
২৪. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর চুল ঝুলিয়ে দেয়া ও তার সিঁথির বিবরণ
৫৯৫৬. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আহলে কিতাবরা তাদের চুল কপালের সামনে ঝুলিয়ে রাখতো এবং মুশরিকরা সিঁথি কাটতো। যে বিষয়ে রসূলুল্লাহ [সাঃআঃ]-এর প্রতি কোন নির্দেশ আসতো না, সে বিষয়ে তিনি আহ্লে কিতাবদের মতো পালন করা পছন্দ করিতেন। তাই তিনি তাহাঁর চুল কপালে [প্রথমে] ঝুলিয়ে রাখেন এবং পরবর্তী সময় সিঁথি কাটতে থাকেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৪, ইসলামিক সেন্টার-৫৮৮৯]
৫৯৫৭. আবু তাহির [রহমাতুল্লাহি আলাইহি] ইবনি শিহাব [রহমাতুল্লাহি আলাইহি]-এর সূত্রে এ সানাদ হইতে বর্ণীতঃ
হুবহু হাদীস রিওয়ায়াত করেন।
[ই.ফা ৫৮৫৪, ই.সে ৫৮৯০]
২৫. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর বর্ণনা এবং তাহাঁর চেহারা ছিল সবচাইতে সুন্দর
৫৯৫৮. বারা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] ছিলেন মাঝারি আকৃতির পুরুষ। তাহাঁর দুই কাঁধের ব্যবধান ছিল অধিক [অর্থাৎ তাহাঁর কাঁধ ও বক্ষ প্রশস্ত ছিল]। চুল ছিল কানের লতিকা পর্যন্ত লম্বিত। তাহাঁর গায়ে লাল পোশাক পড়া ছিল। তাহাঁর চাইতে অতি সুন্দর কোন কিছু আমি কক্ষনো প্রত্যক্ষ করিনি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৫ , ইসলামিক সেন্টার- ৫৮৯১]
৫৯৫৯. বারা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, চুলওয়ালা, লাল পোশাক পরিহিত কোন লোককে আমি রাসূলুল্লাহ [সাঃআঃ]-এর চেয়ে সুন্দর দেখিনি। তাহাঁর চুল কাঁধ স্পর্শ করতো। উভয় কাঁধের মধ্যে বেশ দূরত্ব ছিল। তিনি লম্বাও ছিলেন না, বেঁটেও ছিলেন না।
আবু কুরায়ব [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, তাহাঁর চুল ছিল।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৬ , ইসলামিক সেন্টার- ৫৮৯২]
৫৯৬০.বারা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] সবচেয়ে সুন্দর মুখাবয়বের অধিকারী ছিলেন। আর তিনি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। তিনি খুব লম্বাও ছিলেন না এবং বেঁটেও ছিলেন না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৭ , ইসলামিক সেন্টার- ৫৮৯৩]
২৬. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর চুলের বর্ণনা
৫৯৬১. কাতাদাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি আনাস ইবনি মালিক [রাদি.]-কে প্রশ্ন করলাম, রসূলুল্লাহ [সাঃআঃ] কেমন চুলের অধিকারী ছিল? তিনি বলিলেন, তিনি মধ্যম ধরনের চুলের অধিকারী ছিলেন, চুলগুলো একেবারে কোঁকড়ানোও ছিল না আর একেবারে সোজাও ছিল না, তা ছিল দুকাঁধ এবং দুকানের মাঝ বরাবর।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৮ , ইসলামিক সেন্টার- ৫৮৯৪]
৫৯৬২. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ]-এর চুল তাহাঁর দুকাঁধ স্পর্শ করত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৫৯, ইসলামিক সেন্টার- ৫৮৯৫]
৫৯৬৩. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ]-এর চুল তাহাঁর দু কানের অর্ধেক পর্যন্ত ঝুলানো ছিল।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৬০ , ইসলামিক সেন্টার- ৫৮৯৬]
২৭. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] -এর মুখাবয়ব, দুটি চোখ ও গোড়ালির বর্ণনা
৫৯৬৪. জাবির ইবনি সামুরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] প্রশস্ত চেহারার অধিকারী ছিলেন, টানাটানা নয়ন এবং সুষম গোড়ালি বিশিষ্ট আকৃতির অধিকারী ছিলেন। রাবী শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি]-কে জিজ্ঞেস করিলেন, প্রশস্ত চেহারা কেমন? তিনি বলিলেন, বড় মুখাবয়ব। শুবাহ্ বলেন, আমি বললাম, টানা চোখ কেমন? তিনি বলিলেন, চোখ দুটো দীঘল দীর্ঘ ডাগর। তিনি বলেন যে, আমি বললাম, সুষম গোড়ালি কেমন? তিনি বলিলেন, হাল্কা গোড়ালি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৬১, ইসলামিক সেন্টার- ৫৮৯৭]
২৮. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] উজ্জ্বল লাবণ্যময় চেহারা বিশিষ্ট ছিলেন
৫৯৬৫. জুরাইরী সূত্রে আবু তুফায়ল [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি [জুরাইরী] বলেন, আমি তাঁকে [আবু তুফায়লকে] প্রশ্ন করলাম যে, আপনি রসূলুল্লাহ [সাঃআঃ] – কে প্রত্যক্ষ করিয়াছেন? তিনি বলিলেন, হ্যাঁ! তিনি ছিলেন ফর্সা, লাবণ্যময়, উজ্জ্বল চেহারার অধিকারী।
মুসলিম ইবনিল হাজ্জাজ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, একশ হিজরীতে আবু তুফায়ল [রাদি.] মৃত্যুবরণ করেন। রসূলুল্লাহ [সাঃআঃ] -এর সাহাবীদের মাঝে সর্বশেষ তিনিই ইন্তেকাল করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৬২, ইসলামিক সেন্টার- ৫৮৯৮]
৫৯৬৬. আবু তুফায়ল [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে দেখেছি। আর রসূলুল্লাহ [সাঃআঃ]-কে দেখেছেন আমি ব্যতীত এমন কেউ পৃথিবীতে আর বাকী নেই। বর্ণনাকারী বলেন, তাকে বললাম, তাকে কেমন দেখেছেন? তিনি বলিলেন, ফর্সা, লাবণ্যময় এবং মধ্যমাকৃতির।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৮৬৩, ইসলামিক সেন্টার- ৫৮৯৯]
Leave a Reply