কাযা চুল, পরচুল, বিবস্ত্রা ও মেকী সজ্জার বিঁধান
কাযা চুল কিছু কামানো কিছু ছেড়ে দেয়া মাকরূহ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩১. অধ্যায়ঃ কাযা চুল কিছু কামানো কিছু ছেড়ে দেয়া মাকরূহ
৩২. অধ্যায়ঃ চলাফেরার রাস্তায় বসতে নিষেধাজ্ঞা ও পথের হক আদায় করন
৩৩. অধ্যায়ঃ পরচুল সংযোজনকারিণী, সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র অঙ্কনাকরিণী, চিত্র অঙ্কন প্রার্থিনী, ভুরুর পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ
৩৪. অধ্যায়ঃ বস্ত্র পরিহিতা বিবস্ত্রা এবং আসক্তা আকর্ষণকারিণী
৩৫. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদে মেকী সজ্জা ও যা দেয়া হয়নি এমন বিষয়ে আত্মতৃপ্তি নিষিদ্ধ
৩১. অধ্যায়ঃ কাযা চুল কিছু কামানো কিছু ছেড়ে দেয়া মাকরূহ
৫৪৫২. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] কাযা [চুল কিছু ছেটে কিছু রাখা] নিষেধ করিয়াছেন। বর্ণনাকারী [উমর ইবনি নাফি] বলেন, আমি নাফি [রহমাতুল্লাহি আলাইহি] কে জিজ্ঞেস করলাম, কাযা কি? তিনি বলিলেন শিশুর মাথার [চুল] কিছু কামানো এবং কিছু রেখে দেয়া।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৬, ইসলামিক সেন্টার- ৫৩৯৬]
৫৪৫৩. উবাইদুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোক্ত সানাদে হাদীস বর্ণনা করিয়াছেন। কিন্তু উসামাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণিত হাদীসে তিনি কাযা শব্দের ব্যাখ্যাটিকে উবাইদুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি] এর কথা বলে বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৭, ইসলামিক সেন্টার- ৫৩৯৭]
৫৪৫৪. উবাইদুল্লাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোক্ত সানাদে হুবহু হাদীস বর্ণনা করিয়াছেন। এরা উভয়ে ব্যাখ্যাটিকে [মূল] হাদীসের সাথে যুক্ত করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৮, ইসলামিক সেন্টার- ৫৩৯৮]
৫৪৫৫. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
ইবনি উমর [রাদি.] সানাদে রসূলুল্লাহ [সাঃআঃ] হইতে উপরোক্ত হাদীস বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৯, ইসলামিক সেন্টার- ৫৩৯৯]
৩২. অধ্যায়ঃ চলাফেরার রাস্তায় বসতে নিষেধাজ্ঞা ও পথের হক আদায় করন
৫৪৫৬. আবু সাঈদ খুদরী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাকো। তাঁরা বলিলেন, হে আল্লাহর রসূল [সাঃআঃ]! [পথের উপরে] আমাদের মাজলিস না করে উপায় নেই, তথায় বসে আমরা [দরকারী] আলোচনা করে থাকি। রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ নিতান্তই যদি তোমাদের তা করিতেই হয়, তবে রাস্তার হক আদায় করিবে। তাঁরা বলিলেন, রাস্তায় হক কি? তিনি বলিলেন, দৃষ্টি নিচু করা, কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, সালামের উত্তর দেয়া এবং ভাল কাজের আদেশ দেয়া ও মন্দ কর্ম থেকে নিষেধ করা।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮০, ইসলামিক সেন্টার- ৫৪০০]
৫৪৫৭. যায়দ ইবনি আসলাম [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোল্লিখিত সানাদে হুবহু হাদীস বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮১, ইসলামিক সেন্টার- ৫৪০১]
৩৩. অধ্যায়ঃ পরচুল সংযোজনকারিণী, সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র অঙ্কনাকরিণী, চিত্র অঙ্কন প্রার্থিনী, ভুরুর পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ
৫৪৫৮. আসমা বিনতু আবু বাকর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, এক মহিলা নবী [সাঃআঃ] এর নিকট এসে বলিলেন, হে আল্লাহর রসূল! আমার এক সদ্য বিবাহিতা মেয়ে হাম রোগে ভুগছে। এতে তার চুল ঝরে গেছে। আমি কি তাকে পরচুল লাগিয়ে দিব? তখন তিনি বলিলেন, পরচুল সংযোজনকারিণী ও সংযোজন প্রার্থিনীদের [মহিলাদের] আল্লাহ তাআলা অভিসম্পাত করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮২, ইসলামিক সেন্টার- ৫৪০২]
৫৪৫৯. হিশাম ইবনি উরওয়াহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোল্লিখিত সূত্রে আবু মুআবিয়াহ্ [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করিয়াছেন। তাছাড়া রাবী ওয়াকী [রহমাতুল্লাহি আলাইহি] ও রাবী শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণিত হাদীসে …… শব্দের স্থলে ….. শব্দ আছে। [উভয় শব্দের অর্থ চুল ঝরে গেছে]।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৩, ইসলামিক সেন্টার- ৫৪০৩]
৫৪৬০. আসমা বিনতু আবু বাকর [রাদি.] হইতে বর্ণীতঃ
একজন মহিলা নবী [সাঃআঃ] এর নিকটে এসে বলিলেন, আমার মেয়েকে আমি বিবাহ দিয়েছি, এখন [রোগাগ্রস্ত হয়ে] তার মাথার চুল ঝরে গেছে, আর তার স্বামী তাকে [যথাশীঘ্রই কাছে পাওয়া] পছন্দ করে। হে আল্লাহর রসূল! আমি কি পরচুল সংযোজন করে দিব? তিনি তাকে নিষেধ করিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৪, ইসলামিক সেন্টার- ৫৪০৪]
৫৪৬১. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
এক আনসারী মেয়ে বিয়ে করিলেন। আর সে রোগাগ্রস্ত হলে তার চুল ঝরে গেল। তার পরিবারের লোকজন তাকে পরচুল লাগিয়ে দেয়ার ইচ্ছা করিল। অতঃপর তারা এ বিষয়ে রসূলুল্লাহ্ [সাঃআঃ] এর নিকট প্রশ্ন করিল। তিনি তখন পরচুল সংযোজনকারিণী ও সংযোজন প্রার্থিনী মাহিলাকে অভিসম্পাত করিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৫, ইসলামিক সেন্টার- ৫৪০৫]
৫৪৬২. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
একজন আনসারী মহিলা তার এক মেয়েকে বিয়ে দিলেন, মেয়েটি রোগাক্রান্ত হয়ে পড়ল অতঃপর তার চুল উঠে গেল। অতঃপর মহিলাটি নবী [সাঃআঃ] এর নিকট এসে বলিলেন, তার স্বামী তাকে এখন পেতে চায়। আমি তার চুলের সঙ্গে পরচুল লাগিয়ে দিব কি? তখন রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ কৃত্রিম চুল সংযোজনকারিণীদের লানত করা হয়েছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৬, ইসলামিক সেন্টার- ৫৪০৬]
৫৪৬৩. ইব্রাহীম ইবনি নাফি [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোল্লিখিত সানাদে হাদীস বর্ণনা করিয়াছেন যে, কৃত্রিম চুল সংযোজনকারিণীদের প্রতি লানাত করা হয়েছে। তাছাড়া তাহাঁর বর্ননায় ……. [এ কাজে সাহায্যকারীদের লানাত দেয়া হয়েছে] শব্দ রয়েছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৬, ইসলামিক সেন্টার- ৫৪০৭]
৫৪৬৪. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] পরচুল সংযোজনকারিণী ও সংযোজন প্রার্থিনী এবং মানবদেহে চিত্র অঙ্কনকারিণী ও অঙ্কন প্রার্থিনীদের অভিশাপ করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৭, ইসলামিক সেন্টার- ৫৪০৮]
৫৪৬৫. আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
আবদুল্লাহ [রাদি.] সানাদে নবী [সাঃআঃ] থেকে হুবহু হাদীস বর্ননা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৭, ইসলামিক সেন্টার- ৫৪০৯]
৫৪৬৬. আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, মানুষের শরীরে চিত্র অঙ্কনকারিণী ও চিত্র অঙ্কন প্রার্থিনী মহিলা, কপালে ভুরুর চুল উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী এবং সৌন্দর্য সুষমা বাড়ানোর জন্যে দাঁতর মাঝে [সুদৃশ্য] ফাঁক সুষমা তৈরিকারিণী- যারা আল্লাহ্র সৃজনে বিকৃতি সাধানকারিণী- এদের আল্লাহ তাআলা অভিশাপ করেন। বর্ণনাকারী বলিলেন, বানী আসাদ গোত্রের এক মহিলার কাছে হাদীসটি পৌঁছাল যাকে উম্মু ইয়াকূব নামে ডাকা হয়। তিনি কুরআন পাঠ করছিলেন। অতঃপর তিনি তাহাঁর নিকট এসে বলিলেন, সে হাদীসিটি কি ধরনের, যা আপনার পক্ষ থেকে আমার নিকট পৌঁছেছে যে, অবশ্য আপনি মানুষের শরীরে চিত্র অঙ্কনকারিণী ও অঙ্কন প্রার্থিনী মহিলা ও ভুরুর পশম উৎপাটনকারিণী নারী এবং সৌন্দর্য বাড়ানোর জন্য দাঁতের মাঝে দর্শনীয় ফাঁকে সুষমা তৈরিকারিণীদের- যারা আল্লাহ্র সৃষ্টিতে পরিবর্তন সাধাকারিণী-এদের অভিশাপ করিয়াছেন আবদুল্লাহ [রাদি.] বলিলেন, আমার পক্ষে কি যুক্তি থাকতে পারে যে, রসূলুল্লাহ [সাঃআঃ] যাদের অভিশাপ দিয়েছেন, আমি সে ব্যক্তিদের অভিশাপ দিব না? অথচ তা আল্লাহ্র কিতাবে রয়েছে। অতঃপর মহিলা বলিলেন, মাসহাফের [আল-কুরআন] এর দু বাঁধাই কাগজের মধ্যবর্তী [আদ্যোপান্ত] সবটুকু আমি পড়েছি, তাতে আমি কোথাও কিছু পাইনি। অতঃপর তিনি বলিলেন, তুমি যদি [গভীর অভিনিবেশ সহকারে] তা পড়তে, তাহলে অবশ্যই তুমি তা পেতে। মহান আল্লাহ তাআলা বলেছেন, …………………. “আর রসূল তোমাদের নিকট যা কিছু নিয়ে আসছেন তা ধরে রাখো এবং তিনি যা হইতে তোমাদেরকে নিষেধ করিয়াছেন, তা তেকে দূরে থাকে”- [সূরা আলা হাশ্র ৫৯:৭] মহিলাটি বলিলেন, আমি নিশ্চিত যে, আপনার স্ত্রীর মধ্যে এর কোন বিষয় এখন গিয়ে দেখিতে পাব। তিনি বলিলেন, তুমি যাও দেখো আছে কিনা। বর্ণনাকারী বলিলেন, এরপর মহিলা আবদুল্লাহ [রাদি.] এর স্ত্রীর নিকট গেলেন, তবে কিছুই দেখিতে পাননি। তারপর তিনি তার নিকটে ফিরে এসে বলিলেন, কিছুই দেখিতে পেলাম না। বর্ণনাকারী বলিলেন, শোন! যদি সে রকম হতো তাহলে আমরা সহবাস করতাম না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৮, ইসলামিক সেন্টার- ৫৪১০]
৫৪৬৭. মানসূর [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোল্লিখিত সানাদে জারির [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণিত হাদীসর হুবহু হাদীস বর্ণনা করিয়াছেন। তাছাড়া বর্ণনাকারী সুফ্ইয়ান [রহমাতুল্লাহি আলাইহি] এর বর্ণিত হাদীসে “মানুষের শরীরে চিত্র অঙ্কনকারিণী ও অঙ্কন প্রার্থিনী” কথাটি রয়েছে এবং বর্ণনাকারী মুফায্যাল [রহমাতুল্লাহি আলাইহি] এর বর্ণিত হাদীসে “মানুষের শরীরে অঙ্কনকারিণী ও অঙ্কনকৃত মহিলারা” এ কথাটি রয়েছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৮৯, ইসলামিক সেন্টার- ৫৪১১]
৫৪৬৮. মানসূর [রহমাতুল্লাহি আলাইহি] সানাদ হইতে বর্ণীতঃ
উপরোক্ত হাদীসটি নবী [সাঃআঃ] হইতে বর্ণনা করিয়াছেন। তবে তা উম্মু ইয়াকূব প্রসঙ্গে সব ঘটনা থেকে ভিন্ন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯০, ইসলামিক সেন্টার- ৫৪১২]
৫৪৬৯. আবদুল্লাহ [রাদি.] সানাদ হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] হইতে [উপরোক্ত] ওদের হাদীসের হুবহু হাদীস বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯১, ইসলামিক সেন্টার- ৫৪১৩]
৫৪৭০. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
যে মহিলা তার মাথায় কোন কিছু সংমিশ্রণ করে, নবী [সাঃআঃ] তাকে ধমক দিয়েছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯২, ইসলামিক সেন্টার- ৫৪১৪]
৫৪৭১. মুআবিয়াহ্ ইবনি আবু সুফ্ইয়ান [রাদি.] হইতে বর্ণীতঃ
যখন তিনি মিম্বারে দাঁড়িয়ে [বক্তৃতা দেয়ার সময়] একটি [নকল] চুলের খোঁপা হাতে নিয়ে, যা একজন দেহরক্ষীর হাতে ছিল, বলেছিলেন, হে মাদীনাবাসী! তোমাদের আলিমগণ কোথায়? আমি শুনেছি, রসূলুল্লাহ [সাঃআঃ] এমন বস্তু হইতে নিষেধ করিয়াছেন এবং তিনি বলেছেনঃ বানী ইসরাঈল ঐ সময় ধ্বংস হয়েছে, যখন তাদের স্ত্রীলোকেরা এসব ধারণ করেছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯৩, ইসলামিক সেন্টার- ৫৪১৫]
৫৪৭২. যুহরী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
মালিক [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করিয়াছেন। তাছাড়া বর্ণনাকারী মামার [রহমাতুল্লাহি আলাইহি] এর বর্ণিত হাদীসে রয়েছে, “বনী ইসরাঈল সাজাপ্রাপ্ত হয়েছে।”
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯৪, ইসলামিক সেন্টার- ৫৪১৬]
৫৪৭৩. সাঈদ ইবনি মুসাইয়্যাব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, মুআবিয়াহ্ [রাদি.] যখন মদীনায় আসলেন। তখন তিনি আমাদের সামনে খুতবাহ্ দেয়ার সময় চুলের একটি খোঁপা বের করে বলিলেন, আমি জানতাম না যে, ইয়াহূদী ব্যতীত ভিন্ন কেউ এ কর্ম করে। রসূলুল্লাহ [সাঃআঃ] এর নিকট এটি পৌঁছলে তিনি এটাকে মিথ্যা [প্রতারণা] নামে আখ্যায়িত করিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯৫, ইসলামিক সেন্টার- ৫৪১৭]
৫৪৭৪. সাঈদ ইবনি মুসাইয়্যিব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
মুআবিয়াহ্ [রাদি.] [একদিন] বলিলেন, তোমরা একটি নিকৃষ্ট বেশভুশা তৈরী করেছ। অথচ নবী [সাঃআঃ] মিথ্যা বলিতে নিষেধ করিয়াছেন। বর্ণনাকারী বলেন, সে সময় একজন লোক একটি লাঠি নিয়ে আসলো যার মাথায় একটি [কৃত্রিম চুলের] খোঁপা ছিল। মুআবিয়াহ্ [রাদি.] বলিলেন, দেখো! এটাই মিথ্যা ও অলীক। বর্ণনাকারী কাতাদাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, অর্থাৎ- মেয়েরা তাদের চুলের পরিমাণ যেসব গোছা দিয়ে বাড়িয়ে দেখায়।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯৬, ইসলামিক সেন্টার- ৫৪১৮]
৩৪. অধ্যায়ঃ বস্ত্র পরিহিতা বিবস্ত্রা এবং আসক্তা আকর্ষণকারিণী
৫৪৭৫. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ্ [সাঃআঃ] বলেছেনঃ জাহান্নামবাসী দুপ্রকার মানুষ, আমি যাদের [এ পর্যন্ত] দেখিনি। একদল মানুষ, যাদের সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকিবে, তা দ্বারা তারা লোকজনকে মারবে এবং একদল স্ত্রী লোক, যারা কাপড় পরিহিত উলঙ্গ, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা, তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুঁজের মতো। ওরা জান্নাতে যেতে পারবে না, এমনকি তার সুগন্ধিও পাবেনা অথচ এত এত দূর হইতে তার সুঘ্রাণ পাওয়া যায়।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯৭, ইসলামিক সেন্টার- ৫৪১৯]
৩৫. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদে মেকী সজ্জা ও যা দেয়া হয়নি এমন বিষয়ে আত্মতৃপ্তি নিষিদ্ধ
৫৪৭৬. আয়িশাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
একটি মহিলা [এসে] বলেছে, হে আল্লাহর রসূল! আমার স্বামী আমাকে যা দেয়নি, আমি বলি যে, সে সে আমাকে তা [জিনিস] দিয়েছে। [এমন করা কেমন]? অতঃপর রসূলুল্লাহ্ [সাঃআঃ] বললেনঃ যা দেয়া হয়নি তা নিয়ে আত্মতৃপ্তি প্রকাশকারী দুখানি মিথ্যা কাপড় পরিধানকারীর মতই।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯৮, ইসলামিক সেন্টার- ৫৪২০]
৫৪৭৭. আসমা [রাদি.] হইতে বর্ণীতঃ
একজন মহিলা নবী [সাঃআঃ] এর নিকট সে বলিল, আমার একজন সতীন আছে। আমার স্বামী যে মালপত্র আমাকে দেননি, তা দিয়ে আত্মতৃপ্তি প্রকাশ করলে আমার উপর কোন গুনাহ হইবে কি? রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ যা দেয়া হয়নি, তাতে আত্মতৃপ্তি প্রকাশকারী দুখানি মিথ্যা বস্ত্র পরিধানকারীর মতো।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৯৯, ইসলামিক সেন্টার- ৫৪২১]
৫৪৭৮. হিশাম [রহমাতুল্লাহি আলাইহি] সনদ হইতে বর্ণীতঃ
উপরোল্লিখিত হাদীস বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৪০০, ইসলামিক সেন্টার- ৫৪২২]
Leave a Reply