পশুর মুখে আঘাত করা, দাগ দেয়া, মালা ঝুলানো
পশুর মুখে আঘাত করা এবং দাগ লাগানো নিষিদ্ধ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৭. অধ্যায়ঃ ভ্রমণে কুকুর ও ঘণ্টা রাখা মাকরূহ
২৮. অধ্যায়ঃ উটের গলায় ধনুকের ছিলা বা চামড়ার তারের মালা ঝুলানো মাকরূহ
২৯. অধ্যায়ঃ পশুর মুখে আঘাত করা এবং দাগ লাগানো নিষিদ্ধ
৩০. অধ্যায়ঃ মানব ছাড়া ভিন্ন প্রাণীর ক্ষেত্রে দাগ দেয়া বৈধ মুখমণ্ডল বাদ দিয়ে, যাকাত ও জিয্য়ার জানোয়ারকে দাগ দিয়ে দেয়া উত্তম
২৭. অধ্যায়ঃ ভ্রমণে কুকুর ও ঘণ্টা রাখা মাকরূহ
৫৪৩৯. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ [রাহ্মাতের] ফেরেশ্তারা সে সফরকারী দলের সঙ্গে অবস্থান করেন না, যাতে কোন কুকুর বা ঘণ্টা থাকে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৪, ইসলামিক সেন্টার- ৫৩৮৩]
৫৪৪০. সুহায়ল [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণিত হয়েছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৫, ইসলামিক সেন্টার- ৫৩৮৪]
৫৪৪১. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন, ঘণ্টা হলো শাইতানের বাঁশি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৬, ইসলামিক সেন্টার- ৫৩৮৫]
২৮. অধ্যায়ঃ উটের গলায় ধনুকের ছিলা বা চামড়ার তারের মালা ঝুলানো মাকরূহ
৫৪৪২. আব্বাদ ইবনি তামীম [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
আবু বাশীর আনসারী [রাদি.] তাকে বলেছেন যে, তিনি রসূলুল্লাহ [সাঃআঃ] এর কোন এক সফরে তাহাঁর সঙ্গী ছিলেন। তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] একজন ঘোষক প্রেরণ করিলেন; আবদুল্লাহ ইবনি আবু বকর [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমার ধারণা হয়, তিনি [আব্বাদ] বলেছেন, সে সময় দলের ব্যক্তিরা তাদের রাত কাটানোর জন্য শয্যায় [ঘুমিয়ে পড়ে] ছিল, নিশ্চয়ই কোন উটের গলায় চামড়ার তারের মালা অথবা কোন মালা না থাকে; যদি অবশিষ্ট থাকে তবে কেটে ফেলা হইবে।
মালিক [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমার বিশ্বাস, তা কুলক্ষণ হইতে বাঁচার জন্য [লাগানো] হত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৭, ইসলামিক সেন্টার- ৫৩৮৬]
২৯. অধ্যায়ঃ পশুর মুখে আঘাত করা এবং দাগ লাগানো নিষিদ্ধ
৫৪৪৩. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] [প্রাণীর] মুখে আঘাত করিতে এবং মুখে সেক লাগাতে বারণ করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৮, ইসলামিক সেন্টার- ৫৩৮৭]
৫৪৪৪. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বারণ করিয়াছেন, … [উপরোক্ত হাদীসের হুবহু বর্ণনা করিয়াছেন]।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৬৯, ইসলামিক সেন্টার- ৫৩৮৮]
৫৪৪৫. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] এর সামনে দিয়ে একটি গাধা যাচ্ছিল, যার মুখে দাগ দেয়া হয়েছিল। তিনি বলিলেন, যে ব্যক্তি একে দাগ লাগিয়েছে, আল্লাহ তাকে অভিসম্পাত করুন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭০, ইসলামিক সেন্টার- ৫৩৮৯]
৫৪৪৬. ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] মুখে দাগ বিশিষ্ট একটি গাধা দেখে তাতে বিরক্তিবোধ প্রকাশ করেছিলেন। তিনি [ইবনি আব্বাস] বলেন, আল্লাহ্র শপথ! আমি তার মুখের কিনারায় দাগ লাগাব। এরপর তিনি তাহাঁর একটি গাধার উপর আদেশ জারি করিলেন। অতঃপর তার দু পাছায় দাগ দিয়ে দেয়া হলো। ফলে তিনিই হলেন পাছায় দাগ লাগানোর প্রথম ব্যক্তি [ও প্রবর্তক]। {১}
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭১, ইসলামিক সেন্টার- ৫৩৯০]
{১} নিতম্ব প্রান্তে সর্বপ্রথম দাগ লাগিয়ে ছিলেন আব্বাস [রাদি.]। তবে সম্ভবতঃ এ পদ্ধতির ব্যাপক প্রচলন ঘটেছিল ইবনি আব্বাস [রাদি.] এর আমলের মাধ্যমে। এজন্য তাঁকে প্রথম ব্যক্তি বলা হয়েছে।
৩০. অধ্যায়ঃ মানব ছাড়া ভিন্ন প্রাণীর ক্ষেত্রে দাগ দেয়া বৈধ মুখমণ্ডল বাদ দিয়ে, যাকাত ও জিয্য়ার জানোয়ারকে দাগ দিয়ে দেয়া উত্তম
৫৪৪৭. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, [আমার মা] উম্মু সুলায়ম [রাদি.] যখন বাচ্চা প্রসব করিলেন তখন আমাকে বলিলেন, হে আনাস! এ বাচ্চাটির প্রতি খেয়াল রেখ, সকাল বেলা তুমি যতক্ষণ তাকে নবী [সাঃআঃ] এর কাছে নিয়ে না যাবে এবং তিনি কিছু চিবিয়ে তার মুখে না দিবেন [ততক্ষণ পর্যন্ত একে কিছু খাওয়ানো হইবে না]। বর্ণনাকারী {আনাস [রাদি.] } বলেন, আমি সকালে গেলাম এবং লক্ষ্য করলাম, তিনি {রসূলুল্লাহ [সাঃআঃ]} একটি বাগানে আছেন এবং তাহাঁর শরীরে একটি জাওয়ানিয়্যাহ্ কালো পশমী চাদর রয়েছে এবং তিনি যুদ্ধ হইতে প্রাপ্ত [গনীমাতের] উটগুলোতে চিহ্ন দিচ্ছিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭২, ইসলামিক সেন্টার- ৫৩৯১]
৫৪৪৮. হিশাম ইবনি যায়দ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি আনাস [রাদি.] কে বলিতে শুনেছি যে, যখন তাহাঁর মা সন্তান প্রসব করিলেন, তখন তাঁরা নবজাতককে নিয়ে রসূলুল্লাহ [সাঃআঃ] এর দরবারে গেলেন, তিনি খেজুর চিবিয়ে লালাযুক্ত খেজুর তার মুখে দেন। বর্ণনাকারী {আনাস [রাদি.]} বলেন, গিয়ে দেখলাম, নবী [সাঃআঃ] একটি খোঁয়াড়ে বকরীর গায়ে দাগ লাগাচ্ছেন, [এ সানাদের অন্য বর্ণনাকারী] শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, আমার দৃঢ়প্রত্যয় এই যে, তিনি [হিশাম] বলেছেন, সেগুলোর কানে দাগ লাগাচ্ছিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৩, ইসলামিক সেন্টার- ৫৩৯২]
৫৪৪৯. শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি আনাস [রাদি.] কে বলিতে শুনেছি, আমরা একটি [ছাগলের] খোঁয়াড়ে রসূলুল্লাহ [সাঃআঃ] এর নিকটে গেলাম এমতাবস্থায় যে, তিনি ছাগলের শরীরে চিহ্ন দিচ্ছিলেন। বর্ণনাকারী [শুবাহ্] বলেন, আমি মনে করছি, তিনি [হিশাম] বলেছেন- সেগুলোর কানে- [চিহ্ন দিচ্ছিলেন]।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৪, ইসলামিক সেন্টার- ৫৩৯৩]
৫৪৫০. শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোল্লিখিত সানাদে অবিকল হাদীস বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৪, ইসলামিক সেন্টার- ৫৩৯৪]
৫৪৫১. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] এর হাতে দাগযন্ত্র দেখলাম এমতাবস্থায় যে, তিনি সদাকার উটে দাগ লাগাচ্ছিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৭৫, ইসলামিক সেন্টার- ৫৩৯৫]
Leave a Reply