খিযাব এর কালো রং ও জাফরানী রংএর কাপড় নিষিদ্ধ

খিযাব এর কালো রং ও জাফরানী রংএর কাপড় নিষিদ্ধ

খিযাব লাগিয়ে ইয়াহূদীদের বিপরীত করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২৩. অধ্যায়ঃ পুরুষের জন্য জাফরানী রং-এর কাপড় পরিধান নিষিদ্ধ
২৪. অধ্যায়ঃ সাদা চুল-দাড়িতে হলুদ বা লাল রং-এর খিযাব লাগানো মুস্তাহাব কিন্তু কালো রং-এর হলে হারাম
২৫. অধ্যায়ঃ খিযাব লাগিয়ে ইয়াহূদীদের বিপরীত করা

২৩. অধ্যায়ঃ পুরুষের জন্য জাফরানী রং -এর কাপড় পরিধান নিষিদ্ধ

৫৩৯৯. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] জাফরানী রং-এর কাপড় পরতে নিষেধ করিয়াছেন। কুতাইবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] বলেন, হাম্মাদ [রহমাতুল্লাহি আলাইহি] বলেছেন, অর্থাৎ- পুরুষদেরকে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩২৮, ইসলামিক সেন্টার- ৫৩৪৫]

৫৪০০. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] পুরুষদেরকে জাফরানী রং-এর কাপড় পরিধান করিতে নিষেধ করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩২৯, ইসলামিক সেন্টার- ৫৩৪৬]

২৪. অধ্যায়ঃ সাদা চুল -দাড়িতে হলুদ বা লাল রং-এর খিযাব লাগানো মুস্তাহাব কিন্তু কালো রং-এর হলে হারাম

৫৪০১. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, [মাক্কাহ্] বিজয়ের বৎসর অথবা [রাবী বলেছেন, বর্ণনা সংশয়] [মাক্কাহ্] বিজয়ের দিবসে [আবু বকর এর আব্বা] আবু কুহাফাহ্ [রাদি.] কে পেশ করা হলো অথবা [বর্ণনা সংশয়, বর্ণনাকারী বলেছেন-] তিনি [নিজেই] এলেন। তাহাঁর মাথা [র চুল] ও দাড়ি সাগাম {১৮} বা সাগামাহ্ এর ন্যায় [শুভ্র] ছিল। সে সময় রসূলুল্লাহ [সাঃআঃ] তাঁকে তার গৃহের নারীদের নিকট নিয়ে যেতে নির্দেশ করিলেন, অথবা [বর্ণনা সন্দেহ, বর্ণনাকারী বলেছেন] তাঁকে নিয়ে যাওয়ার আদেশ দেয়া হলো এবং তিনি বলিলেন, এ [সাদা রং] টিকে কোন কিছু দিয়ে পাল্টিয়ে দাও।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৩০, ইসলামিক সেন্টার- ৫৩৪৭]

{১৮} — [সাগাম] ও — [সাগামাহ্] এক প্রকার সাদা ঘাস কিংবা গাছ ও ফুল। যেমন আমাদের দেশের কাশফুল।

৫৪০২. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, মাক্কাহ্ বিজয়ের দিবসে আবু কুহাফাহ্ [রাদি.] কে নিয়ে আসা হলো; তাহাঁর চুল-দাড়ি ছিল সাগামার ন্যায় শুভ্র। সে সময় রসূলুল্লাহ [সাঃআঃ] বলিলেন, একে একটা কিছু দিয়ে পাল্টে দাও; তবে কালো রং থেকে বিরত থাকিবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৩১, ইসলামিক সেন্টার- ৫৩৪৮]

২৫. অধ্যায়ঃ খিযাব লাগিয়ে ইয়াহূদীদের বিপরীত করা

৫৪০৩. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] বলেছেনঃ ইয়াহূদী ও নাসারারা খিযাব লাগায় না। অতএব তোমরা তাদের বিপরীত করিবে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩৩২, ইসলামিক সেন্টার- ৫৩৪৯]

Comments

Leave a Reply