জুতা পরিধান করা ও পা উঠিয়ে চিৎ করে শোয়া নিয়ম
জুতা বা অনুরূপ কিছু পরিধান করা মুস্তাহাব >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১৮. অধ্যায়ঃ জুতা বা অনুরূপ কিছু পরিধান করা মুস্তাহাব
১৯. অধ্যায়ঃ জুতা পরার সময় ডান পা আগে আর খোলার সময় বাম পা আগে খোলা মুস্তাহাব এবং এক জুতা পরে চলাফেরা করা মাকরূহ
২০. অধ্যায়ঃ “ইশ্তিমালিস্ সাম্মা” [সমস্ত দেহ একটি কাপড় দ্বারা এমনভাবে পেঁচিয়ে রাখা যাতে হাত বের করাও দুস্কর হয়] ও গুপ্তাঙ্গের কিয়দংশ অনাবৃত রেখে এক কাপড়ে গুটি মেরে বসার নিষেধাজ্ঞা
২১. অধ্যায়ঃ এক পায়ের উপর অপর পা উঠিয়ে চিৎ করে শোয়া নিষেধ
২২. অধ্যায়ঃ চিৎ হয়ে শোয়াবস্থায় এক পা অপর পায়ের উপর উঠিয়ে রাখার বৈধতা
১৮. অধ্যায়ঃ জুতা বা অনুরূপ কিছু পরিধান করা মুস্তাহাব
৫৩৮৭. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি নবী [সাঃআঃ] কে এক জিহাদে বলিতে শুনেছি- তোমরা অধিকাংশ [সময়] জুতা পরে থাকিবে। কারণ মানুষ যে পর্যন্ত জুতা পরিহিত থাকে, সে পর্যন্ত সে সওয়ার থাকে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১৭, ইসলামিক সেন্টার- ৫৩৩৩]
১৯. অধ্যায়ঃ জুতা পরার সময় ডান পা আগে আর খোলার সময় বাম পা আগে খোলা মুস্তাহাব এবং এক জুতা পরে চলাফেরা করা মাকরূহ
৫৩৮৮. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যখন তোমাদের কেউ জুতা পরবে, তখন প্রথমে ডান পায়ে পরবে। আর যে সময় খুলবে, সে সময় আগে বাম পায়ের জুতা খুলবে। আর হয় দুখানাই পায়ে দিবে, অথবা দুখানাই খুলে ফেলবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১৮, ইসলামিক সেন্টার- ৫৩৩৪]
৫৩৮৯. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ তোমাদের মধ্যে কেউ এক পায়ে জুতা পরিধান করে যেন চলাফেরা না করে। হয়ত দুখানাই পায়ে দিবে; অথবা দুখানাই খুলে ফেলবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১৯, ইসলামিক সেন্টার- ৫৩৩৫]
৫৩৯০. আবু রাযীন [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আবু হুরায়রা্ [রাদি.] আমাদের নিকট আসলেন এবং নিজ হাত কপালে চাপড়ে বলিলেন, তোমরা কি বলাবলি করো যে, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] এর উপর মিথ্যা আরোপ করি? যাতে তোমরা তোমাদের হিদায়াতপ্রাপ্ত দাবি করিতে পারো আর আমি পথভ্রষ্ট প্রতীয়মান হই? শোন, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] কে বলিতে শুনেছি, যে সময় তোমাদের কারো একটি জুতার ফিতা ছিঁড়ে যায়, তখন সেটি ঠিক না করা পর্যন্ত সে যেন অন্য জুতাটি পায়ে দিয়ে চলাচল না করে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩২০, ইসলামিক সেন্টার- ৫৩৩৬]
৫৩৯১. আবু হুরাইরাহ্ [রাদি.] সূত্র হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] থেকে অনুরূপ অর্থের হাদীস বর্ণিত আছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩২০, ইসলামিক সেন্টার- ৫৩৩৭]
২০. অধ্যায়ঃ “ ইশ্তিমালিস্ সাম্মা ” [সমস্ত দেহ একটি কাপড় দ্বারা এমনভাবে পেঁচিয়ে রাখা যাতে হাত বের করাও দুস্কর হয়] ও গুপ্তাঙ্গের কিয়দংশ অনাবৃত রেখে এক কাপড়ে গুটি মেরে বসার নিষেধাজ্ঞা
৫৩৯২. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] কোন লোকের বাম হাতে খাবার খাওয়া, এক পায়ে জুতা পরিধান করে চলাফেরা করা, এক কাপড়ে সারা শরীরে জড়িয়ে রাখা ও লজ্জাস্থান উন্মুক্ত রেখে- এক কাপড়ে গুটি মেরে উপবিষ্ট হইতে বারণ করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩২১, ইসলামিক সেন্টার- ৫৩৩৮]
৫৩৯৩. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেন অথবা তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ] কে বলিতে শুনেছি যে, যখন তোমাদের কারো একটি জুতার ফিতা ছিঁড়ে যায়, তখন সে যেন এক জুতা পায়ে না চলে। যে পর্যন্ত সে তার ফিতাটি ঠিক না করে। আর কেউ যেন এক মোজা পায়ে দিয়ে না চলে, বাম হাতের খাবার না খায়, এক কাপড়ে গুটি মেরে না বসে এবং এক কাপড়ে সারা দেহ জড়িয়ে না রাখে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩২২, ইসলামিক সেন্টার- ৫৩৩৯]
২১. অধ্যায়ঃ এক পায়ের উপর অপর পা উঠিয়ে চিৎ করে শোয়া নিষেধ
৫৩৯৪. জাবির [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] এক কাপড়ে সারা দেহ জড়িয়ে রাখা, এক কাপড়ে গুটি মেরে বসা এবং চিৎ হয়ে ঘুমানো অবস্থায় এক পায়ের উপর অপর পা উঠিয়ে রাখতে বারণ করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩২৩, ইসলামিক সেন্টার- ৫৩৪০]
৫৩৯৫. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেছেনঃ এক জুতা [এক পায়ে] পরিধান করে হাঁটবে না, এক লুঙ্গি গুটি মেরে বসবে না, বাম হাতে খাদ্য খাবে না, এক কাপড়ে সারা দেহে জড়িয়ে রাখবে না এবং চিত হয়ে ঘুমানো অবস্থায় এক পায়ের উপর অপর পা তুলবে না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩২৪, ইসলামিক সেন্টার- ৫৩৪১]
৫৩৯৬. জাবির ইবনি আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেছেন, তোমাদের কেউ যেন চিৎ হয়ে শুয়ে এক পায়ের উপর অপর পা না উঠায়।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩২৫, ইসলামিক সেন্টার- ৫৩৪২]
২২. অধ্যায়ঃ চিৎ হয়ে শোয়াবস্থায় এক পা অপর পায়ের উপর উঠিয়ে রাখার বৈধতা
৫৩৯৭. আব্বাদ ইবনি তামীম [রহমাতুল্লাহি আলাইহি] এর চাচা হইতে বর্ণীতঃ
তিনি রসূলুল্লাহ [সাঃআঃ] কে মাসজিদে চিৎ হয়ে ঘুমানো অবস্থায় এক পায়ের উপর অপর পা উঠিয়ে রাখতে দেখেছেন। {১৭}
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩২৬, ইসলামিক সেন্টার- ৫৩৪৩]
{১৭} সতর খোলার সম্ভাবনা না থাকলে এক পায়ের উপর অপর পা উঠিয়ে শোয়া জায়িয আছে। আরও উল্লেখ থাকে যে, ঘুমন্ত অবস্থায় এক পায়ের উপর আরেক পা অনিচ্ছাকৃত উঠে যেতে পারে সেটা ভিন্ন কথা।
৫৩৯৮. ইয়াহ্ইয়া ইবনি ইয়াহ্ইয়া, আবু বাকর ইবনি আবু শাইবাহ্, ইবনি নুমায়র, যুহায়র ইবনি হারব, ইসহাক্ ইবনি ইব্রাহীম, আবু তাহির, হারমালাহ্ ও আব্দ ইবনি হুমায়দ [রহমাতুল্লাহি আলাইহি] যুহরী [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোল্লিখিত সূত্রে হুবহু বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩২৭, ইসলামিক সেন্টার- ৫৩৪৪]
Leave a Reply