মোহরাঙ্কিত, স্বর্ণ ও রূপার আংটি ব্যবহার

মোহরাঙ্কিত, স্বর্ণ ও রূপার আংটি ব্যবহার

১১. অধ্যায়ঃ পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম হওয়া এবং ইসলামের প্রথম যুগে যা হালাল ছিল তা রহিত হওয়া সম্পর্কে
১২. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] কর্তৃক মুহাম্মাদুর রসুলুল্লাহ খোদিত রূপার আংটি পরিধান এবং তাহাঁর পরবর্তীতে খলীফাগণ কর্তৃক তা পরিধান
১৩. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] কর্তৃক অনারবদের নিকট লিখিত পত্রে মোহরাঙ্কিত করার জন্য আংটি ব্যবহার
১৪. অধ্যায়ঃ আংটিসমূহ নিক্ষেপ করা
১৫. অধ্যায়ঃ রূপার তৈরি ও হাবশী মোহরযুক্ত আংটি
১৬. অধ্যায়ঃ হাতের কনিষ্ঠা আঙ্গুলে আংটি পরা
১৭. অধ্যায়ঃ মধ্যমা ও তার সাথের [শাহাদাত] আঙ্গুলে আংটি পরার নিষেধাজ্ঞা

 নবী [সাঃআঃ] কর্তৃক অনারবদের নিকট লিখিত পত্রে মোহরাঙ্কিত করার জন্য আংটি ব্যবহার >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

১১. অধ্যায়ঃ পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম হওয়া এবং ইসলামের প্রথম যুগে যা হালাল ছিল তা রহিত হওয়া সম্পর্কে

৫৩৬৩. আবু হুরায়রা [রাদি.] সুত্র হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে বর্ণীত যে, তিনি স্বর্ণের আংটি ব্যবহার করিতে নিষেধ করিয়াছেন।

[ই.ফা ৫২৯৫,ই.সে ৫৩০৯]

৫৩৬৪. শুবাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

[মুহাম্মাদ] ইবনিল মুসান্না ও ইবনিল বাশ্শার, মুহাম্মাদ ইবনি জাফার [রহমাতুল্লাহি আলাইহি]-এর সনদে শুবাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে উপরোল্লিখিত সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন। কিন্তু ইবনিল মুসান্না [রহমাতুল্লাহি আলাইহি]-এর হাদিসে রয়েছে, আমি নায্র ইবনি আনাস [রহমাতুল্লাহি আলাইহি] হইতে শুনেছি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৯৬, ইসলামিক সেন্টার- ৫৩১০]

৫৩৬৫. আবদুল্লাহ ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ

রাসুলুল্লাহ [সাঃআঃ] এক ব্যক্তির হাতে একটি স্বর্ণের আংটি লক্ষ্য করে সেটি খুলে ফেলে দিলেন এবং বলিলেন, তোমাদের মধ্যে কেউ কেউ আগুনের টূকরা সংগ্রহ করে তার হাতে রাখে। রাসুলুল্লাহ [সাঃআঃ] প্রস্হান করলে লোকটিকে বলা হলো, তোমার আংটিটি তুলেনাও, এরদ্বারা উপকার লাভ করো। সে বলিল, না। আল্লাহর শপথ! আমি কখনো ওটা নেব না। রাসুলুল্লাহ [সাঃআঃ] তো ওটা ফেলে দিয়েছেন।

[ই.ফা৫২৯৬,ই.সে৫৩১১]

৫৩৬৬. আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

রাসুলুল্লাহ [সাঃআঃ] স্বর্ণের একটি আংটি তৈরি করিলেন। তিনি যখন এটি পরতেন, এর মোহরটি রাখতেন হাতের তালূর দিকে। লোকেরাও এরুপ বানিয়ে নিল। এরপর একদিন তিনি মিম্বারে বসে সেটি খূলে ফেললেন এবং বললেনঃ আমি এ আংটিটি পরতাম আর এর মোহরটি ভেতরের দিকে রাখতাম। অতঃপর তিনি সেটি ছুঁড়ে ফেলে দিলেন। এরপর বলিলেন, আল্লাহর কসম! আমি এটি আর কক্ষনো পরব না। তখন লোকেরাও তাদের স্ব স্ব আংটিগুলো ছুঁড়ে ফেলে দিল।

[ই.ফা ৫২৯৭,ই.সে ৫৩১২]

৫৩৬৭. আবু বাকর ইবনি আবু শায়বাহ, যুহায়র ইবনি হারব, ইবনিল মূসান্না ও সাহ্‌ল ইবনি উসমান [রাদি.] ইবনি উমর [রাদি.] সুত্র হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] – থেকে ম্বর্ণের আংটি প্রসঙ্গে এ হাদীসটি রিওয়ায়াত করিয়াছেন। তবে বর্ণনাকারী উকবা ইবনি খালিদ [রহমাতুল্লাহি আলাইহি] -এর হাদীসে এ কথাটি বর্ধিত করিয়াছেন- তিনি এটি তাহাঁর ডান হাতে পরতেন।

[ই.ফা ৫২৯৮,ই.সে ৫৩১৩]

৫৩৬৮. ইবনি উমর [রাদি.] সুত্র হইতে বর্ণীতঃ

তিনি নবী [সাঃআঃ] থেকে স্বর্ণের আংটির প্রসঙ্গে লায়স [রহমাতুল্লাহি আলাইহি] -এর হাদীসের অনুরুপ বর্ণনা করিয়াছেন।

[ই.ফা ৫২৯৮,ই.সে ৫৩১৪]

১২. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] কর্তৃক মুহাম্মাদুর রসুলুল্লাহ খোদিত রূপার আংটি পরিধান এবং তাহাঁর পরবর্তীতে খলীফাগণ কর্তৃক তা পরিধান

৫৩৬৯. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেনঃ রাসুলুল্লাহ [সাঃআঃ] রুপার একটি আংটি তৈরি করেছিলেন। এটি তাহাঁর হাতেই থাকত। এরপর আবু বাকর [রাদি.] -এর হাতে, এরপর উমর [রাদি.] -এর হাতে, এরপর উসমান [রাদি.] -এর হাতে ছিল। তাহাঁর হাতে থেকেই সেটি আরীস নামক কুপে পড়ে গেল। তাতে খোদিত ছিল মুহাম্মাদু রাসুলুল্লাহ ইবনি নুমায়র [রহমাতুল্লাহি আলাইহি] বলেনঃ অবশেষে সেটি কুপে পড়ে গেল। -তাহাঁর হাত থেকে পড়েছে- একথা তিনি বলেননি।

[ই.ফা ৫২৯৯,ই.সে ৫৩১৪]

৫৩৭০. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেনঃ নবী [সাঃআঃ] স্বর্ণের একটি আংটি তৈরি করে কিছুদিন পর তা ফেলে দিলেন। এরপর একটি রুপার আংটি তৈরি তাতে মুহাম্মাদ রাসুলুল্লাহ কথাটি খোদাই করিলেন। তিনি বলিলেন, কেউ যেন আমার এ আংটির খোদাইর অনুরুপ খোদাই না করে। তিনি যখন এটি পরতেন, এর মোহরটি হাতের তালুমুখী করে রাখতেন। সেটাই মুআয়কিব [রাদি.] থেকে আরীস নামক কুপে পড়ে গিয়েছিল।

[ই.ফা ৫৩০০,ই.সে ৫৩১৬]

৫৩৭১. আনাস ইবনূ মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] রুপার একটি আংটি তৈরি করিলেন এবং তাতে মুহাম্মাদ রাসুলুল্লাহ কথাটি খোদাই করিলেন। তিনি লোকদের বলিলেন, আমি একটি রুপার আংটি তৈরি করেছি এবং তাতে মুহাম্মাদ রাসুলুল্লাহ কথাটি খোদাই করেছি। সুতরাং কেউ যেন অনুরুপ খোদাই না করে।

[ই.ফা ৫২৯১,ই.সে ৫৩১৭]

৫৩৭২. আহমদ ইবনি হান্বল, আবু বাকর ইবনি আবু শায়বাহ ও যুহায়র ইবনি হারব [রহমাতুল্লাহি আলাইহি] আনাস [রাদি.] সুত্র হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] থেকে হাদীসটি বর্ণিত আছে। তবে বর্ণনাকারী হাদীসেঃ মুহাম্মাদ রাসুলুল্লাহ কথাটি উল্লেখ করেননি।

[ই.ফা ৫৩৩২,ই.সে ৫৩১৮]

১৩. অধ্যায়ঃ নবী [সাঃআঃ] কর্তৃক অনারবদের নিকট লিখিত পত্রে মোহরাঙ্কিত করার জন্য আংটি ব্যবহার

৫৩৭৩. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেনঃ যখন রাসুলুল্লাহ [সাঃআঃ] রোমে [বাদশাহর নিকট] চিঠি পাঠাতে চাইলেন তখন সাহাবাগণ বলিলেন, তারা তো মোহরাঙ্কিত পত্র ছাড়া অন্য কোন পত্র পাঠ করে না। তিনি [আনাস] বলেনঃ পরে রাসুলুল্লাহ [সাঃআঃ] রুপার একটি আংটি বানালেন। আমি যেন এখনো রাসুলুল্লাহ [সাঃআঃ] এর হাতে এর স্বচ্ছতা দেখিতে পারছি। এতে মুহাম্মাদ রাসুলুল্লাহ কথাটি খোদিত ছিল।

[ই.ফা ৫৩০৩, ই.সে ৫৩১৯]

৫৩৭৪. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

আল্লাহর নবী [সাঃআঃ] যখন অনারবীদের [বাদশাহর নিকট] নিকট পত্র দেয়ার ইচ্ছা করিলেন। তাঁকে বলা হলো, অনারবীরা তো কেবল মোহরাঙ্কিত চিঠি গ্রহণ করে। সে সময় তিনি একটি রুপার আংটি বানিয়ে নিলেন।

আনাস [রাদি.] বলেনঃ আমি এখনো যেন তাহাঁর হাতে সেটির স্বচ্ছতা লক্ষ্য করছি।

[ই.ফা ৫৩০৪, ই.সে ৫৩২০]

৫৩৭৫. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] [পারস্য সম্রাট] কিসরা, [রোম বাদশাহ] কায়সার ও [আবিসিনিয়ার সম্রাট] নাজাশীর নিকট চিঠি লেখার আকাঙ্ক্ষা করলে তাঁকে বলা হলো তারা তো সিলমোহর ছাড়া পত্র গ্রহণ করে না। এরপর রসূলুল্লাহ [সাঃআঃ] রুপার একটি আংটি তৈরি করিলেন এবং এতে মুহাম্মাদ রাসুলুল্লাহ কথাটি খোদাই করিলেন।

[ই.ফা ৫৩০৫, ই.সে ৫৩২১]

১৪. অধ্যায়ঃ আংটিসমূহ নিক্ষেপ করা

৫৩৭৬. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি রাসুলুল্লাহ [সাঃআঃ] এর হাতে একদা রূপার একটি আংটি লক্ষ্য করিলেন। তিনি বলেনঃ লোকেরাও রূপার আংটি তৈরি করে ব্যবহার করিতে লাগল। অতঃপর নবী [সাঃআঃ] তার আংটিটি নিক্ষেপ করলে লোকেরাও তাদের আংটিগুলি নিক্ষেপ করে দিল।

[ই.ফা ৫৩০৬, ই.সে ৫৩৩২]

৫৩৭৭. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি রসূলুল্লাহ [সাঃআঃ] এর হাতে একদা রূপার একটি আংটি লক্ষ্য করিলেন, এরপর লোকেরাও রূপার আংটি তৈরি করে পরিধান করিতে লাগলো। অতঃপর নবী [সাঃআঃ] তাহাঁর আংটিটি নিক্ষেপ করলে লোকেরাও তাদের আংটিগুলো নিক্ষেপ করে ফেলে দিল।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩০৭, ইসলামিক সেন্টার- ৫৩২৩]

৫৩৭৮. ইবনি জুরায়জ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

উপরোল্লিখিত সূত্রে হুবহু বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩০৮, ইসলামিক সেন্টার- ৫৩২৪]

১৫. অধ্যায়ঃ রূপার তৈরি ও হাবশী মোহরযুক্ত আংটি

৫৩৭৯. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এর আংটিটি ছিল রূপার প্রস্তুতকৃত। এর মোহরটি ছিল হাবশী {১৬}।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩০৯, ইসলামিক সেন্টার- ৫৩২৫]

{১৬} হাবশার পাথরের কিংবা হাবশী রঙের ।

৫৩৮০. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] তাহাঁর ডান হাতে রূপার একটি আংটি পরিধান করিয়াছেন। তাতে হাবশী মোহর ছিল। তিনি এর মোহরটি হাতের তালুর দিকে রাখতেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১০, ইসলামিক সেন্টার- ৫৩২৬]

৫৩৮১. ইউনুস ইবনি ইয়াযীদ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

উপরোল্লিখিত সূত্রে তালহা ইবনি ইয়াহ্ইয়া [রহমাতুল্লাহি আলাইহি] এর হাদীসের অবিকল রিওয়ায়াত করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১১, ইসলামিক সেন্টার- ৫৩২৭]

১৬. অধ্যায়ঃ হাতের কনিষ্ঠা আঙ্গুলে আংটি পরা

৫৩৮২. আনাস [রাযি] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী [সাঃআঃ] এর আংটি ছিল এ আঙ্গুলে- এ কথা বলে তিনি বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলের দিকে ইঙ্গিত করেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১২, ইসলামিক সেন্টার- ৫৩২৮]

১৭. অধ্যায়ঃ মধ্যমা ও তার সাথের [শাহাদাত] আঙ্গুলে আংটি পরার নিষেধাজ্ঞা

৫৩৮৩. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী [সাঃআঃ] আমাকে বারণ করিয়াছেন, আমি যেন এ আঙ্গুলে অথবা এ আঙ্গুলে আমার আংটি পরিধান না করি। আসিম [রহমাতুল্লাহি আলাইহি] এর জানা নেই দুটির কোনটি হইবে এবং তিনি আমাকে কাস্সী জামা পরিধান করিতে এবং “মায়াসির”এর উপর বসতে বারণ করিয়াছেন।

কাস্সী হলো ডোরাদার কাপড়- যা মিশর ও সিরিয়া হইতে আমদানি করা হতো, তাতে এমন এমন নকশা থাকতো। আর মায়াসির হলো- সে [নরম রেশমজাত] কাপড় যা মহিলারা তাদের স্বামীদের জন্য হাওদায় বিছিয়ে দেয়, বিছানার লাল শালের মত।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১৩, ইসলামিক সেন্টার- ৫৩২৯]

৫৩৮৪. আবু মূসা [রাদি.] এর এক ছেলে সন্তান হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি আলী [রাদি.] কে বলিতে শুনেছি। অতঃপর রাবী নবী [সাঃআঃ] হইতে অবিকলভাবে হাদীসটি রিওয়ায়াত করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১৪, ইসলামিক সেন্টার- ৫৩৩০]

৫৩৮৫. আলী ইবনি আবু তালিব [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী [সাঃআঃ] আমাকে বারণ করিয়াছেন অথবা নিষেধ করিয়াছেন। অতঃপর রাবী হুবহু বর্ণনা করেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১৫, ইসলামিক সেন্টার- ৫৩৩১]

৫৩৮৬. আবু বুরদাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আলী [রাদি.] বলেছেন, রাসূলুল্লাহ [সাঃআঃ] আমাকে বারণ করিয়াছেন, আমি আমার এ আঙ্গুল অথবা এ আঙ্গুলে যেন আংটি পরিধান না করি। এ বলে তিনি তাহাঁর মধ্যমা ও তাহাঁর [ডান] আঙ্গুলের দিকে ইশারা করিলেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫৩১৬, ইসলামিক সেন্টার- ৫৩৩২]

Comments

Leave a Reply