পোশাক পরা বিষয়ক হাদীস

পর্বঃ ৩৮, পোশাক ও সাজসজ্জা, অধ্যায়ঃ (১-৩৫)=৩৫টি

অধ্যায়বিসয়হাদীস
১-২নারী ও পুরুষের জন্য স্বর্ণ- রৌপ্যের বাসন
৩-৬হলুদ রংয়ের বস্ত্র, কাতান, রেশমী বস্ত্র পরার অনুমতি
৭-৮বিছানার চাদর ব্যবহার করা বৈধ ও মাকরূহ
৯-১০গিরার নীচে বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ
১১-১৭মোহরাঙ্কিত, স্বর্ণ ও রূপার আংটি ব্যবহার
১৮-২২জুতা পরিধান করা ও পা উঠিয়ে চিৎ করে শোয়া নিয়ম
২৩-২৫খিযাব এর কালো রং ও জাফরানী রংএর কাপড় নিষিদ্ধ
২৬প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশ্তারা প্রবেশ করেন না
২৭-৩০পশুর মুখে আঘাত করা, দাগ দেয়া, মালা ঝুলানো
৩১-৩৫কাযা চুল, পরচুল, বিবস্ত্রা ও মেকী সজ্জার বিঁধান

Comments

One response to “পোশাক পরা বিষয়ক হাদীস”

Leave a Reply