হলুদ রংয়ের বস্ত্র, কাতান, রেশমী বস্ত্র পরার অনুমতি
চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী বস্ত্র পরার অনুমতি >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৩. অধ্যায়ঃ চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী বস্ত্র পরার অনুমতি
৪. অধ্যায়ঃ পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা
৫. অধ্যায়ঃ কাতান পোশাক পরিধানের ফযিলত
৬. অধ্যায়ঃ সাধারণ পোশাক পরা; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্মী ও নক্শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে
৩. অধ্যায়ঃ চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী বস্ত্র পরার অনুমতি
৫৩২২. আনাস ইবনি মালিক [রা:] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] আবদুর রহমান ইবনি আওফ ও যুবায়র ইবনি আও্ওয়াম [রাদি.] কে তাদের চর্ম বা এলার্জি জাতীয় রোগ বা অন্য কোন রোগের দরুন সফরে রেশমী পোশাক পরিধানের অনুমতি দিয়েছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৫৫, ইসলামিক সেন্টার- ৫২৬৮]
৫৩২৩. সাঈদ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোক্ত সূত্রেও হাদীসটি বর্ণিত রয়েছে। তবে তিনি {মুহাম্মাদ ইবনি বিশ্র [রহমাতুল্লাহি আলাইহি] } সফরে কথাটি উল্লেখ করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৫৬, ইসলামিক সেন্টার- ৫২৬৯]
৫৩২৪. আনাস [রা:] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] যুবায়র ইবনি আও্ওয়াম ও আবদুর রহমান ইবনি আওফ [রাদি.] কে তাদের চর্ম [এলার্জি] রোগের দরুন রেশমী বস্ত্র ব্যবহারের সুযোগ দিয়েছেন। কিংবা তিনি বলেন, তাদের অনুমতি দেয়া হয়েছিল।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৫৭, ইসলামিক সেন্টার- ৫২৭০]
৫৩২৫. মুহাম্মাদ ইবনিল মুসান্না ও ইবনি বাশ্শার [রহমাতুল্লাহি আলাইহি] মুহাম্মাদ ইবনি জাফার [রহমাতুল্লাহি আলাইহি] এর সানাদে শুবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোক্ত সূত্রে হুবহু বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৫৮, ইসলামিক সেন্টার- ৫২৭১]
৫৩২৬. আনাস [রা:] হইতে বর্ণীতঃ
আবদুর রহমান ইবনি আওফ ও যুবায়র ইবনি আও্ওয়াম [রাদি.] নবী [সাঃআঃ] এর কাছে [শরীরে] উকূনের অভিযোগ করলে তিনি তাদেরকে এক যুদ্ধে রেশমী কামিস [জামা] পরার অনুমতি দিয়েছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৫৯, ইসলামিক সেন্টার- ৫২৭২]
৪. অধ্যায়ঃ পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র পরিধান করার নিষেধাজ্ঞা
৫৩২৭. আবদুল্লাহ ইবনি আম্র ইবনিল আস [রা:] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] আমার পরিধানে হলুদ রংয়ের দুটি বস্ত্র দেখে বলিলেন, এগুলো কাফিরদের বস্ত্র। অতএব তুমি এসব পরবে না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬০, ইসলামিক সেন্টার- ৫২৭৩]
৫৩২৮. যুহায়র ইবনি হারব ও আবু বাকর ইবনি আবু শাইবাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] ইয়াহ্ইয়া ইবনি আবু কাসীর [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উপরোল্লিখিত সূত্রে হাদীসটি বর্ণনা করেন। কিন্তু তারা উভয়ে খালিদ ইবনি মাদান [রহমাতুল্লাহি আলাইহি] এর থেকে বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬১, ইসলামিক সেন্টার- ৫২৭৪]
৫৩২৯. আবদুল্লাহ ইবনি আম্র [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] আমার গায়ে হলুদ রংয়ের দুটি বস্ত্র প্রত্যক্ষ করে বলিলেন, তোমার মা কি তোমাকে এ কাজে নির্দেশ দিয়েছেন? আমি বললাম, এ দুটি ধুয়ে ফেলি? তিনি বলিলেন, বরং দুটিকেই পুড়ে ফেল।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬২, ইসলামিক সেন্টার- ৫২৭৫]
৫৩৩০. আলী ইবনি আবু তালিব [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] কাস্সী [এক প্রকার রেশমী বস্ত্র] ও মুআসফার হলুদ রংয়ের বস্ত্র পরিধান করিতে, স্বর্ণের আংটি পরিধান করিতে এবং রুকুতে কুরআন পাঠ করিতে বারণ করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬৩, ইসলামিক সেন্টার- ৫২৭৬]
৫৩৩১. আলী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, নবী [সাঃআঃ] আমাকে রুকু অবস্থায় কুরআন পাঠ করিতে, সোনা ও হলুদ রংয়ের বস্ত্র পরিধান করিতে বারণ করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬৪, ইসলামিক সেন্টার- ৫২৭৭]
৫৩৩২. আলী ইবনি আবু তালিব [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] আমাকে সোনার আংটি পরিধান করিতে, কাস্সী বস্ত্র পরিধান করিতে, রুকু ও সিজ্দায় কুরআন পাঠ করিতে এবং হলুদ রংয়ের বস্ত্র পরতে বারণ করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬৫, ইসলামিক সেন্টার- ৫২৭৮]
৫. অধ্যায়ঃ কাতান পোশাক পরিধানের ফযিলত
৫৩৩৩. কাতাদাহ্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমরা আনাস ইবনি মালিক [রাদি.] – কে বললাম, রসূলুল্লাহ [সাঃআঃ] – এর নিকট সবচেয়ে প্রিয় ও আকর্ষণীয় পোশাক কি ছিল? তিনি বললেনঃ হিবারাহ্ নামক ইয়ামানী চাদর।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬৬, ইসলামিক সেন্টার- ৫২৭৯]
৫৩৩৪. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এর কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্ত্র ছিল হিবারাহ্ নামক ইয়ামানী চাদর।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬৭, ইসলামিক সেন্টার- ৫২৮০]
৬. অধ্যায়ঃ সাধারণ পোশাক পরা ; পোশাক,বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্মী ও নক্শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে
৫৩৩৫. আবু বুরদাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি আয়িশা [রাদি.] এর কাছে গেলে তিনি আমাদের সম্মুখে ইয়ামানের প্রস্তুত করা মোটা কাপড়ের একটি লুঙ্গী ও মুলাব্বাদাহ্ নামিক একটি চাদর বের করিলেন। তিনি বলেন, অতঃপর তিনি [আয়েশাহ] আল্লাহ্র কসম করে বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] এ দুটি বস্ত্র পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬৮, ইসলামিক সেন্টার- ৫২৮১]
৫৩৩৬. আবু বুরদাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আয়িশা [রাদি.] আমাদের সম্মুখে একটি লুঙ্গি ও একটি তালি বিশিষ্ট চাদর বের করে বলিলেন, এর মধ্যেই রসূলুল্লাহ [সাঃআঃ] মৃত্যুবরণ করেন।
ইবনি হাতিম [রহমাতুল্লাহি আলাইহি] তাহাঁর হাদীসে মোটা লুঙ্গির কথা বলেছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৬৯, ইসলামিক সেন্টার- ৫২৮২]
৫৩৩৭. আইয়ূব [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উল্লেখিত সানাদে অনুরূপ বর্ণিত আছে। তিনিও মোটা ইযাবের [লুঙ্গি] কথা বলেছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৭০, ইসলামিক সেন্টার- ৫২৮৩]
৫৩৩৮. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একদা নবী [সাঃআঃ] [ঘর থেকে] একটি চাদর শরীরে জড়িয়ে বের হয়েছিলেন- যার মধ্যে কালো পশম দ্বারা উটের হাওদার আবৃত নকশা অঙ্কিত ছিল।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৭১, ইসলামিক সেন্টার- ৫২৮৪]
৫৩৩৯. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, যে বালিশের উপর রসূলুল্লাহ [সাঃআঃ] হেলান দিতেন সেটি ছিল চর্মের। এর অভ্যন্তরে খেজুর গাছের ছাল ছিল।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৭২, ইসলামিক সেন্টার- ৫২৮৫]
৫৩৪০. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন রসূলুল্লাহ [সাঃআঃ] যাতে ঘুমাতেন, সেটি চামড়ার তৈরি ছিল এবং তাহাঁর অভ্যন্তরে ভরা ছিল খেজুর গাছের ছাল।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৭৩, ইসলামিক সেন্টার- ৫২৮৬]
৫৩৪১. আবু বাকর ইবনি আবু শাইবাহ্ ও ইসহাক্ ইবনি ইব্রাহীম [রহমাতুল্লাহি আলাইহি] হিশাম [রহমাতুল্লাহি আলাইহি] হইতে উল্লেখিত সানাদ হইতে বর্ণীতঃ
হাদীসটি রিওয়ায়াত করেন। তবে তাঁরা দুজন ফিরাশ এর স্থলে যিজা বলেছেন।
আর আবু মুআবিয়াহ্ [রহমাতুল্লাহি আলাইহি] এর হাদীসে আছে যার উপর তিনি ঘুমাতেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫২৭৪, ইসলামিক সেন্টার- ৫২৮৭]
Leave a Reply