ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায়

ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায়

ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায় >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৩৪. অধ্যায়ঃ ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায়

৫২৬৭. ইবনি উমর [রাদি.] সনদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে বর্ণিত। তিনি বলেছেন, কাফির লোক সাত আঁতে খায় আর মুমিন খায় এক আঁতে। {১৩}

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১৯৯, ইসলামিক সেন্টার- ৫২১১]

{১৩}অর্থাৎ মুমিন আল্লাহর নাম নিয়ে খায়, এতে তার খাবারে বারাকাত হয়এবং অল্প খাবারই তার জন্য যথেষ্ট হয়ে যায় কিন্তু কাফিরের অবস্থার বিপরীত তার খাবারে বারাকাত হয় না সে অনেক খাবার খায় তাও তার তৃপ্তি হয় না।

৫২৬৮.. ইবনি উমর [রাদি.] সনদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে হুবহু বর্ণনা করিয়াছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫২০০, ইসলামিক সেন্টার- ৫২১২]

৫২৬৯. নাফি [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, ইবনি উমর [রাদি.] এক মিসকীন কে প্রত্যক্ষ করিলেন, সে শুধু সম্মুখে হাত মারছে এবং এভাবে সে প্রচুর খাবার শেষ করে ফেলেছে। তিনি [নাফি] বলেন, তখন ইবনি উমর [রাদি.] বলিলেন, তুমি এ জাতীয় লোককে আর কখনো আমার নিকটে নিয়ে আসবেনা। কেননা আমি রসূলুল্লাহ [সাঃআঃ] কে বলিতে শুনেছি যে, কাফির লোক সাত আঁতে ভক্ষণ করে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫২০১, ইসলামিক সেন্টার- ৫২১৩]

৫২৭০. জাবির ও ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ

রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ ঈমানদার লোক এক আঁতে ভক্ষণ করে আর কাফির লোক সাত আঁতে ভক্ষণ করে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫২০২, ইসলামিক সেন্টার- ৫২১৪]

৫২৭১. জাবির [রাদি.] এর সনদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে হুবহু রিওয়ায়াত আছে। এখানে রাবী উমর [রাদি.]-এর কথা বর্ণনা করেন নি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫২০৩, ইসলামিক সেন্টার- ৫২১৫]

৫২৭২. আবু মূসা [রাদি.]-এর সনদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে বর্ণিত। তিনি বলেছেনঃ মুমিন একআঁতে খায় এবং কাফির সাত আঁতে খায়।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫২০৪, ইসলামিক সেন্টার- ৫২১৬]

৫২৭৩. আবু হুরাইরাহ্ [রাদি.]-এর সনদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] থেকে তাঁদের সবার হাদীসের হুবহু বর্ণিত হয়েছে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫২০৫, ইসলামিক সেন্টার- ৫২১৭]

৫২৭৪. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

জনৈক কাফির লোক রসূলুল্লাহ [সাঃআঃ]-এর অতিথি হলো। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] একটি বকরীর দুধ দোহন করিতে নির্দেশ দিলেন। দুধ দোহন শেষ হলে ব্যক্তিটি সে দুধটুকু পান করলো। এরপর অন্য একটি বকরী দোহন করা হলে সে তাও পান করলো। পুনরায় আরেকটি দোহন করা হলে সে টার দুধও সে পান করলো। এভাবে সে সাতটি বকরীর দুধপান করে ফেলল। পরবর্তী দিন সকালে সেই ইসলাম গ্রহণ করলো। রসূলুল্লাহ [সাঃআঃ] পুনরায় তার জন্য একটি বকরীর দুধ দোহন করার নির্দেশ দিলে তখন সে আর তার পুরো টুকু পান করিতে পারল না। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ মুমিন একআঁতে পান করে। আর কাফির সাতআঁতে পান করে।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫২০৬, ইসলামিক সেন্টার- ৫২১৮]


Posted

in

by

Comments

One response to “ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায়”

Leave a Reply