পান করার সময় পাত্রে নি:শ্বাস ফেলা মাকরূহ …

পান করার সময় পাত্রে নি:শ্বাস ফেলা মাকরূহ

পান করার সময় পাত্রে নি:শ্বাস ফেলা মাকরূহ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

১৬. অধ্যায়ঃ পান করার সময় পাত্রে নি:শ্বাস ফেলা মাকরূহ এবং পাত্রের বাইরে তিনবার শ্বাস নেয়া মুস্তাহাব

৫১৮০. আবু কাতাদাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] পানপাত্রের মধ্যে শ্বাস ফেলতে বারণ করিয়াছেন। {দ্রষ্টব্য হাদীস ৬১৩}

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১১৩, ইসলামিক সেন্টার- ৫১২৪]

৫১৮১. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

রাসূলুল্লাহ [সাঃআঃ] [যখন পান করিতেন] তিনবার পাত্রে [পাত্রের বাইরে] শ্বাস নিতেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১১৪, ইসলামিক সেন্টার- ৫১২৫]

৫১৮২. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, পান করার সময় রাসূলুল্লাহ [সাঃআঃ] তিনবার নিশ্বাস নিতেন এবং বলিতেন, এতে করে ভালভাবে প্রশান্তি লাভ হয়, তৃষ্ণার্তের কষ্ট লাঘব হয় এবং খুব আরামে গলধঃকরণ হয়।

আনাস [রাদি.] বলেন, আমিও পান করার সময় তিনবার নিঃশ্বাস নিয়ে থাকি।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১১৫, ইসলামিক সেন্টার- ৫১২৬]

৫১৮৩. আনাস [রাদি.]-এর সনদ হইতে বর্ণীতঃ

নবী [সাঃআঃ] হইতে হুবহু বর্ণনা করেন। বর্ণনাকারী হিশাম فِي الشَّرَابِ শব্দের স্থানে فِي الإِنَاءِ বলেছেন। নে [আরবি] বলেছেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৫১১৬, ইসলামিক সেন্টার- ৫১২৭]


Posted

in

by

Comments

Leave a Reply