দুধ পানের বৈধতা সম্পর্কে
দুধ পানের বৈধতা সম্পর্কে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১০. অধ্যায়ঃ দুধ পানের বৈধতা সম্পর্কে
৫১৩৩. বারা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আবু বক্র সিদ্দীক [রাদি.] বলেছেন, নবী[সাঃআঃ] –এর সাথে যখন আমার মক্কা হইতে মাদীনার দিকে রওনা দিলাম। এক সময় আমার এক রাখালের পাশ দিয়ে পথ অতিক্রম করছিলাম। রাসূলুল্লাহ [সাঃআঃ] পিপাসা হলে আমি তাহাঁর জন্য কিছু দুধ দোহন করে নিয়ে আসলাম। তিনি তা পান করলে আমি খুব আনন্দিত হলাম।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫০৬৮, ইসলামিক সেন্টার- ৫০৭৮]
৫১৩৪. বারা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আবু বক্র সিদ্দীক [রাদি.] বলেছেন, রসূলুল্লাহ [সাঃআঃ] যখন মক্কা থেকে মাদীনার দিকে বের হলেন। তখন সুরাকাহ্ ইবনি মালিক ইবনি জুশুম তাহাঁর পশ্চাদ্ধাবন করিল। রাসূলুল্লাহ [সাঃআঃ] তার উপর বদদুআ করলে তার ঘোড়া জমিনে দেবে গেলো। সে বলিল, আমার জন্য দুআ করুন, আমি আপনার কোন ক্ষতি করবো না। তিনি বলেন, রসূল্লাহ [সাঃআঃ] দুআ করিলেন। ……. বর্ণনাকারী বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] পিপাসার্ত হলেন এবং তাঁরা এক বকরীর রাখালের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। আবু বক্র সিদ্দীক [রাদি.] বলেন, আমি একখানা বাটি নিয়ে রসূলুল্লাহ [সাঃআঃ] –এর জন্য কিছু দুধ দোহন করে আনলাম। তিনি তা পান করিলেন। আমি আনন্দিত হলাম।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫০৬৯, ইসলামিক সেন্টার- ৫০৭৯]
৫১৩৫. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
মিরাজের রাত্রে ঈলিয়া নামক স্থানে রসূলুল্লাহ [সাঃআঃ]-এর কাছে মদ ও দুধের দুটি পেয়ালা নিয়ে আসা হলে তিনি সে দুটির প্রতি দৃষ্টি নিক্ষেপ করিলেন, অতঃপর তিনি দুধ গ্রহন করিলেন। জিব্রীল [আঃ] বললেনঃ সমস্ত প্রশংসা আল্লাহ্র – যিনি আপনাকে স্বভাবসুলভ রাস্তা গ্রহণের তাওফীক দিয়েছেন। যদি আপনি মদের পেয়ালা গ্রহণ করিতেন তবে আপনার উম্মাত পথভ্রষ্ট হয়ে যেত। {দ্রষ্টব্য হাদীস ৪২৪}
[ইসলামিক ফাউন্ডেশন- ৫০৭০, ইসলামিক সেন্টার- ৫০৮০]
৫১৩৬. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট আনা হলো। অতঃপর বর্ণনাকারী উপরোল্লিখিত হাদীসের অবিকল বর্ণনা করিয়াছেন। কিন্তু তিনি ঈলিয়া ব্যাপারটি উল্লেখ করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৫০৭১, ইসলামিক সেন্টার- ৫০৮১]
Leave a Reply