ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং ঘোড়ার গুণাগুণ
ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং সেগুলোকে প্রশিক্ষণ দেয়া >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৫. অধ্যায়ঃ ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং সেগুলোকে প্রশিক্ষণ দেয়া
২৬. অধ্যায়ঃ ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত কল্যাণ থাকিবে
২৭. অধ্যায়ঃ ঘোড়ার অপছন্দনীয় গুণাগুণ
২৫. অধ্যায়ঃ ঘোড়দৌড় প্রতিযোগিতা এবং সেগুলোকে প্রশিক্ষণ দেয়া
৪৭৩৭. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বিশেষভাবে প্রশিক্ষনপ্রাপ্ত ঘোড়াসমূহের দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করেন হাফইয়া থেকে সানিয়াতুল বিদা পর্যন্ত। আর যে ঘোড়াগুলোকে প্রশিক্ষণ দেয়া হয়নি সেগুলোর দৌড়ের প্রতিযোগিতার ব্যবস্থা করান সানিয়া থেকে মাসজিদে বানূ যুরায়ক পর্যন্ত। ইবনি উমর [রাদি.]-ও ছিলেন্ সে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে অন্যতম।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৯০, ইসলামিক সেন্টার- ৪৬৯১]
৪৭৩৮. ইয়াহইয়া ইবনি ইয়াহইয়া, মুহাম্মাদ ইবনি রুমহ, কুতাইবাহ ইবনি সাঈদ, খালাফ ইবনি হিশাম, আবু রাবী, আবু কামিল, যুহায়র ইবনি হারব, ইবনি নুমায়র, আবু বাকর ইবনি আবু শাইবাহ, মুহাম্মাদ ইবনি মুসান্না, উবাইদুল্লাহ ইবনি সাঈদ, আলী ইবনি হুজর, আহমাদ ইবনি আবদাহ, ইবনি আবু উমর, মুহাম্মদ ইবনি রাফি, হারূন ইবনি সাঈদ আইলী [রহমাতুল্লাহি আলাইহি] সকলেই নাফি [রহমাতুল্লাহি আলাইহি] সূত্র হইতে বর্ণীতঃ
আবদুল্লাহ ইবনি উমর [রাদি.] পূর্ববর্তী হাদীস বর্ণনা করিয়াছেন। তবে হাম্মাদ ও ইবনি উলাইয়্যাহ সূত্রে আইয়ূব [রহমাতুল্লাহি আলাইহি] বর্ণিত হাদীসে এতটুকূ বেশী বর্ণিত হয়েছে যে, আবদুল্লাহ [ইবনি উমর] বলেন, আমি সে প্রতিযোগিতায় প্রথম হই এবং আমার ঘোড়াটি আমাকে নিয়ে লাফিয়ে মাসজিদে উঠে যায়।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৯১, ইসলামিক সেন্টার- ৪৬৯২]
২৬. অধ্যায়ঃ ঘোড়ার কপালে কিয়ামাত পর্যন্ত কল্যাণ থাকিবে
৪৭৩৯. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ ঘোড়ার ললাটে কল্যাণ কিয়ামত পর্যন্ত নিহিত থাকিবে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৯২, ইসলামিক সেন্টার- ৪৬৯৩]
৪৭৪০. ইবনি উমর [রাদি.] সূত্র হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] থেকে মালিক [রহমাতুল্লাহি আলাইহি]-এর হাদীসের অনুরূপ বর্ণনা করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৯৩, ইসলামিক সেন্টার- ৪৬৯৪]
৪৭৪১. জারীর ইবনি আবদুল্ললাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি রসূলুল্লাহ [সাঃআঃ]-কে তাহাঁর হাতের আঙ্গুল দিয়ে একটি ঘোড়ার ললাটের কেশ বিন্যাস করিতে দেখলাম আর তিনি তখন বলছিলেন, ঘোড়ার কপালে কিয়ামত পর্যন্ত কল্যাণ নিহিত রয়েছে। অর্থাৎ, প্রতিদান ও গনীমাত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৯৪, ইসলামিক সেন্টার- ৪৬৯৫]
৪৭৪২. যুহায়র ইবনি হারব ও আবু বাকর ইবনি আবু শাইবাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
যুহায়র ইবনি হারব ও আবু বাকর ইবনি আবু শাইবাহ [রহমাতুল্লাহি আলাইহি]…… থেকে এ সানাদে অনুরূপ বর্ণনা করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৯৫, ইসলামিক সেন্টার- ৪৬৯৬]
৪৭৪৩. উরাওয়াহ আল বারিকী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ ঘোড়ার ললাটে কিয়ামতের দিন পর্যন্ত কল্যাণ নিহিত আছে। আর তা হল প্রতিদান ও গনীমাত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৯৬, ইসলামিক সেন্টার- ৪৬৯৭]
৪৭৪৪. উরওয়াহ বারিকী [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ কল্যাণ পেঁচিয়ে রাখা হয়েছে ঘোড়ার ললাটের সাথে। রাবী বলেন, তখন তাঁকে বলা হলো যে, হে আল্লাহর রসূল! তা কিসের দ্বারা? তিনি [সাঃআঃ] বলিলেন, সাওয়াব এবং গনীমাত কিয়ামাত দিবস পর্যন্ত।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৯৭, ইসলামিক সেন্টার- ৪৬৯৮]
৪৭৪৫. হুসায়ন [রহমাতুল্লাহি আলাইহি] হইতে এ সানাদ হইতে বর্ণীতঃ
তবে তিনি “উরওয়াহ ইবনি জাদ” উল্লেখ করিয়াছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৯৮, ইসলামিক সেন্টার- ৪৬৯৯]
৪৭৪৬. উরওয়াহ আল বারিকী [রাদি.] সূত্র হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] হইতে বর্ণিত। [এ সানাদের রাবী শাবীব ইবনি গারকাদাহ] সাওয়াব ও গনীমাতের কথা উল্লেখ করেননি। [তবে আবুল আহওয়াসের বর্ণনায় আছে।] আর আবু সুফইয়ানের বর্ণনায় রয়েছে যে, তিনি উরওয়াহ বারিকী [রাদি.] থেকে শুনেছেন, তিনি শুনেছেন নবী [সাঃআঃ] থেকে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৯৯, ইসলামিক সেন্টার- ৪৭০০]
৪৭৪৭. উরওয়াহ ইবনি জাদ [রাদি.] সূত্র হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] থেকে অনুরূপ বর্ণনা করিয়াছেন, কিন্তু তাতে তিনি সাওয়াব ও গনীমাতের উল্লেখ করেননি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৭০০, ইসলামিক সেন্টার- ৪৭০১]
৪৭৪৮. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ বারকাত রয়েছে ঘোড়ার কপালে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৭০১, ইসলামিক সেন্টার- ৪৭০২]
৪৭৪৯. আবু তাইয়্যাহ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
আনাস ইবনি মালিক [রাদি.]-কে রসূলুল্লাহ [সাঃআঃ] থেকে অনুরূপ বর্ণনা করিতে শুনেছেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৭০২, ইসলামিক সেন্টার- ৪৭০৩]
২৭. অধ্যায়ঃ ঘোড়ার অপছন্দনীয় গুণাগুণ
৪৭৫০. আবু হুরাইরাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] শিকাল ঘোড়া পছন্দ করিতেন না।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৭০৩, ইসলামিক সেন্টার- ৪৭০৪]
৪৭৫১. সুফইয়ান [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
সুফইয়ান [রহমাতুল্লাহি আলাইহি]-এর সূত্রে বর্ণিত রিওয়ায়াতে বর্ধিত এতটুকু আছে এবং শিকল হচ্ছে ঘোড়ার ডান পায়ে ও বাম হাতে [আগের পায়ে] অথবা ডান হাত ও বাম পায়ে শ্বেত বর্ণ হওয়া।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৭০৪, ইসলামিক সেন্টার- ৪৭০৫]
৪৭৫২. ওয়াকী হইতে বর্ণীতঃ
ওয়াকী বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস আবু হুরায়রা [রাদি.] নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] হইতে রিওয়ায়াত করেন। ওয়াহব বর্ণিত সানাদে আবদুল্লাহ ইবনি ইয়াযীদের পরে নাখঈ শব্দটি ছাড়াই বর্ণনা করা হয়েছে।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৭০৫, ইসলামিক সেন্টার- ৪৭০৬]
Leave a Reply