সাবালক হওয়ার বয়স
সাবালক হওয়ার বয়স >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
২৩. অধ্যায়ঃ সাবালক হওয়ার বয়স
৪৭৩১. ইবনি উমর [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] উহুদ দিবসে [যুদ্ধে] আমাকে পর্যবেক্ষণ করিলেন তখন আমার বয়স চৌদ্দ বছর। তিনি আমাকে [যুদ্ধের জন্য] অনুমতি দিলেন না। খন্দকের দিন তিনি আমাকে পর্যবেক্ষণ করিলেন। তখন আমার বয়স পনের বছর। তিনি আমাকে [যুদ্ধে গমনের] অনুমতি দিলেন। নাফি বলেন, আমি উমর ইবনি আবদুল্ আযীয [রহমাতুল্লাহি আলাইহি]-এর খিদমাতে উপস্থিত হয়ে এ হাদীস তাহাঁর নিকট বর্ণনা করলাম। তিনি তখন খলীফা ছিলেন। তিনি বলিলেন, এটাই হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক ও প্রাপ্ত বয়স্কদের সীমারেখা। তিনি তাহাঁর প্রশাসনিক কর্মকর্তাদের কাছে এ মর্মে ঘোষণা দিলেন, তারা যেন পনের বছর বয়সের লোকদের ভাতা প্রদান করেন এবং তার কম বয়সের যারা তাদেরকে অপ্রাপ্ত বয়স্ক বলে নির্ধারণ করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৮৪, ইসলামিক সেন্টার- ৪৬৮৬]
৪৭৩২. উবাইদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
উক্ত সূত্রে এ হাদীসখানা বর্ণনা করিয়াছেন। তবে তাদের বর্ণিত হাদীসে আছে, আমি তখন চৌদ্দ বছরের। তাই রসূলুল্লাহ [সাঃআঃ] আমাকে ছোট বলে গণ্য করিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৬৮৫, ইসলামিক সেন্টার- ৪৬৮৭]
Leave a Reply