গনীমাতের মাল আত্মসাৎ করা কঠিন হারাম
গনীমাতের মাল আত্মসাৎ করা কঠিন হারাম >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৬. অধ্যায়ঃ গনীমাতের মাল আত্মসাৎ করা কঠিন হারাম
৪৬২৮. আবু হুরাইয়াহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] আমাদের নিকট [ভাষণ দিতে] দাঁড়ালেন এবং গনীমাতের মাল আত্মসাৎ প্রসঙ্গে আলোচনা করিলেন। তিনি এর উপর যথেষ্ট গুরুত্বারোপ করিলেন। তারপর বলিলেন, আমি তোমাদের কাউকে কিয়ামাত দিবসে যেন এমন অবস্থায় উপস্থিত না পাই যে, চিৎকাররত উট তার ঘাড়ের উপর সওয়ার হয়ে আছে, আর সে আরয করছে, হে আল্লাহ্র রসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] আমাকে সাহায্য করুন! তখন আমি বলবো : তোমার ব্যাপারে আমার কিছুই করার ক্ষমতা নেই। আমি [এর পূর্বেও] তোমাকে [এ ব্যাপারে] জানিয়ে দিয়েছি। আমি তোমাদের কাউকে কিয়ামাতের দিন যেন এমন অবস্থায় উপস্থিত না পাই যে, চিৎকাররত ঘোড়া তার কাঁধের উপর সওয়ার হয়ে আছে আর সে আরয করছে, হে আল্লাহ্র রসূল! আমাকে সাহায্য করুন। তখন আমি বলবো, তোমার ব্যাপারে আমার কিছুই করার নেই, আমি তো [এর পূর্বে] তোমাকে [এ ব্যাপারে] জানিয়ে দিয়েছি। আমি তোমাদের কাউকে যেন কিয়ামাত দিবসে এমন অবস্থায় উপস্থিত না পাই যে, কোন আর্তনাদরত ব্যক্তিকে সে বয়ে নিয়ে আসছে আর আরয করছে, হে আল্লাহ্র রসূল! আমাকে সাহায্য করুন। আর আমি বলবো, তোমার ব্যাপারে আমার বিন্দুমাত্র কিছু করার নেই। আর আমি [ইতোপূর্বেই তা] তোমার নিকট প্রচার করেছি। আমি তোমাদের কাউকে কিয়ামাতের দিন এমন অবস্থায় যেন উপস্থিত না পাই যে, তার ঘাড়ের উপর পতপত করে কাপড় উড়ছে আর সে ফরিয়াদ করছে, হে আল্লাহ্র রসূল! আমাকে সাহায্য করুন। আমি বলবো যে, তোমার ব্যাপারে আমার কিছুই করার নেই। আমি তো [ইতোপূর্বেই তা] তোমাকে জানিয়ে দিয়েছি। আর এমন যেন না হয় যে, কিয়ামাতের দিন তোমাদের মধ্যকার কাউকে এ অবস্থায় পাই যে, তার ঘাড়ে স্বর্ণ, রৌপ্য বয়ে নিয়ে আসবে আর আরয করিবে, হে আল্লাহ্র রসূল! আমাকে সাহায্য করুন। আর আমি বলবো, তোমাকে সাহায্য করার কোন সাধ্য আমার নেই, আমি তো [পূর্বেই সে বিষয়ে] তোমাকে জানিয়ে দিয়েছি।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৮২, ইসলামিক সেন্টার- ৪৫৮৫]
৪৬২৯. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
ইসমাঈল [রহমাতুল্লাহি আলাইহি]-এর সূত্রে আবু হাইয়্যান [রাদি.] হইতে বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৮৩, ইসলামিক সেন্টার- ৪৫৮৬]
৪৬৩০. আবু হুরাইরাহ্ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] গনীমাতের মাল আত্মসাৎকরণ এবং এর ভয়াবহতা সম্পর্কে উল্লেখ করেন। এভাবে তিনি পূর্ণ হাদীস বর্ণনা করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৮৪, ইসলামিক সেন্টার- ৪৫৮৭]
৪৬৩১. আবু হুরাইরাহ্ [রাদি.]-এর সূত্র হইতে বর্ণীতঃ
নবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] থেকে উল্লেখিত রাবীদের বর্ণিত হাদীসের অনুরূপ বর্ণনা করেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৮৫, ইসলামিক সেন্টার- ৪৫৮৮]
Leave a Reply