যুদ্ধ অভিযানে কাফিরদের সাহায্য গ্রহণ মাকরূহ

যুদ্ধ অভিযানে কাফিরদের সাহায্য গ্রহণ মাকরূহ

যুদ্ধ অভিযানে কাফিরদের সাহায্য গ্রহণ মাকরূহ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৫১. অধ্যায়ঃ যুদ্ধ অভিযানে কাফিরদের সাহায্য গ্রহণ মাকরূহ

৪৫৯৪. আয়েশাহ [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বদর অভিমুখে রওয়ানা হলেন। যখন তিনি ওয়াবারাহ্‌ প্রান্তরে পৌঁছলেন, তখন এমন এক ব্যক্তি এসে তাহাঁর সাথে সাক্ষাৎ করলো, যে পূর্ব থেকে তাহাঁর শৌর্য-বীর্য ও সাহসিকতার জন্য প্রসিদ্ধ ছিল। রসূলুল্লাহ [সাঃআঃ] -এর সাহাবীগণ তাঁকে দেখিতে পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন। সে রসূলুল্লাহ [সাঃআঃ] -কে বলিল, আমি আপনার সঙ্গে যেতে এবং আপনার সঙ্গে [গনীমত] পেতে এসেছি। রসূলুল্লাহ [সাঃআঃ] তাকে বললেনঃ তুমি কি আল্লাহ ও তাহাঁর রসূলের প্রতি ঈমান রাখ? সে বলিল, না। রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ তাহলে তুমি ফিরে যাও, আমি কোন মুশরিকের সাহায্য গ্রহণ করব না। আয়িশা [রাদি.] বলেন, তখন লোকটি চলে গেল। যখন আমরা শাজারায় উপনীত হলাম, তখন সে ব্যক্তি তাহাঁর সঙ্গে দেখা করলো এবং তাহাঁর পূর্বের কথাই পুনরায় বললো, নবী [সাঃআঃ]-ও তাহাঁর পূর্বের কথা পুনরায় বলিলেন, আরও বলিলেন, তুমি ফিরে যাও, আমি কোন মুশরিকের সাহায্য গ্রহণ করব না। এবারও সে চলে গেল। তারপর সে আবার বায়দাতে তাহাঁর [নবী [সাঃআঃ]] সঙ্গে সাক্ষাৎ করলো। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] তাকে প্রথমবারের মত জিজ্ঞেস করিলেন, তুমি কি আল্লাহ ও তাহাঁর রসূলের প্রতি ঈমান রাখ? সে বলিল, জ্বী-হ্যাঁ। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] তাকে বলিলেন, এখন [আমাদের সাথে] চল।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫৪৯, ইসলামিক সেন্টার- ৪৫৫২]


Posted

in

by

Comments

One response to “যুদ্ধ অভিযানে কাফিরদের সাহায্য গ্রহণ মাকরূহ”

Leave a Reply