খন্দকের বা আহযাব যুদ্ধ
খন্দকের বা আহযাব যুদ্ধ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৪৪. অধ্যায়ঃ খন্দকের বা আহযাব যুদ্ধ
৪৫৬২. বারা [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] খন্দকের যুদ্ধের দিন আমাদের সঙ্গে একত্রে মাটি বহন করেন। মাটি তাহাঁর পেটের শুভ্রতাকে আচ্ছন্ন করে ফেলে। আর তখন তিনি আবৃত্তি করছিলেন:
“আল্লাহর কসম! আপনি না করলে আমরা হিদায়াত পেতাম না, সদাকাহ্ দিতাম না এবং নামাজও আদায় করতাম না। আমাদের প্রতি প্রশান্তি দান করুন, আর তারাতো [মাক্কাবাসীরা] আমাদেরকে মেনে নিলো না।”
আবার কখনোও কখনোও বলছিলেন: “সে দলটি আমাদের মানতে অস্বীকার করিল, তারা যখন ফিতনা [শিরক ও কুফরী] চাইল, তখন আমরা অস্বীকার করলাম।”
আর তা উচ্চারণের সময় তিনি তাহাঁর স্বর উচ্চ করছিলেন।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫১৯, ইসলামিক সেন্টার- ৪৫২১]
৪৫৬৩. আবু ইসহাক্ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, আমি বারা [রাদি.]-কে অনুরূপ বলিতে শুনেছি। তবে তিনি বলেন যে, সর্দারেরা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করিল।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫২০, ইসলামিক সেন্টার- ৪৫২২]
৪৫৬৪. সাহল ইবনি সাদ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] আমাদের কাছে এলেন, আমরা তখন পরিখা [খন্দক] খনন করছিলাম এবং কাঁধে করে মাটি একস্হান থেকে অন্যস্হানে ফেলছিলাম। তিনি বলিলেন, “হে আল্লাহ! আখিরাতের সূখ ছাড়া সূখ নেই, মুহাজির ও আনসারদেরকে ক্ষমা করুন।”
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫২১, ইসলামিক সেন্টার- ৪৫২৩]
৪৫৬৫. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছিলেন, “হে আল্লাহ! আখিরাতের সূখ ছাড়া সূখ নেই। আপনি ক্ষমা করে দিন আনসার মুহাজিদেরকে”।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫২২, ইসলামিক সেন্টার- ৪৫২৪]
৪৫৬৬. আনাস [রাদি.] -এর অন্য রিওয়ায়াত হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বলছিলেন: “হে আল্লাহ! সুখতো [কেবল] আখিরাতের সূখই। শুবাহ [রাদি.] বলেন, অথবা তিনি বলেছেন: ইয়া আল্লাহ! আখিরাতের সুখ ছাড়া কোন সুখ নেই। আনসার ও মুহাজিরদেরকে সম্মানিত করুন”।
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫২৩, ইসলামিক সেন্টার- ৪৫২৫]
৪৫৬৭. আনাস ইবনি মালিক [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, তাঁরা [সেদিন] সমবেত সুরে গাইতে ছিলেন এবং তাঁদের সঙ্গে রসূলুল্লাহ [সাঃআঃ] ছিলেন। তাঁরা বলছিলেন : “হে আল্লাহ! প্রকৃত কল্যাণ তো আখিরাতে। আনসার ও মুহাজিরদের সাহায্য করুন। আর শাইবানের হাদীস [আরবি] এর পরিবর্তে [আরবি] শব্দ ব্যবহার করা হয়েছে।”
[ ইসলামিক ফাউন্ডেশন- ৪৫২৪, ইসলামিক সেন্টার- ৪৫২৬]
৪৫৬৮. আনাস [রাদি.] হইতে বর্ণীতঃ
মুহাম্মাদ [সাঃআঃ] এর সাহাবীগণ খন্দকের দিন বলেছিলেন : আমরা সে লোক যারা মুহাম্মাদ [সাঃআঃ] এর নিকট বাইআত হয়েছি। আর ইসলামের উপরই আছি। রাবি মুহাম্মাদ [রহমাতুল্লাহি আলাইহি] সন্দেহ করে বলেন, অথবা বলেছিল : জিহাদের উপরই আছি সর্বদা। আর নবী [সাঃআঃ] বলছিলেন : “ হে আল্লাহ! আসল তো আখিরাতের কল্যাণ। আনসারদের এবং মুহাজিরদের ক্ষমা করুন।”
[ইসলামিক ফাউন্ডেশন- ৪৫২৫, ইসলামিক সেন্টার- ৪৫২৭]
Leave a Reply