প্রতিশ্রুতি পূর্ণ করা

প্রতিশ্রুতি পূর্ণ করা

প্রতিশ্রুতি পূর্ণ করা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৩৫. অধ্যায়ঃ প্রতিশ্রুতি পূর্ণ করা

৪৫৩১. হুযাইফাহ্‌ ইবনি ইয়ামান [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমাকে বদর যুদ্ধে যোগদান থেকে এছাড়া অন্য কিছু বিরত রাখেনি যে, আমি এবং আমার পিতা হুসায়ল ঘর থেকে বেড়িয়েছিলাম। এমন সময় কুরায়শ কাফির আমাদের ধরে বসে এবং বলে যে, তোমরা অবশ্যই মুহাম্মদ [সাঃআঃ]-এর কাছে যেতে মনস্থ করেছো। জবাবে আমরা বললাম, আমরা তাহাঁর কাছে যেতে চাইনা বরং আমরা মাদীনায় [ফিরে] যেতে চাই। তখন তারা আল্লাহ্‌র নামে আমাদের নিকট থেকে অঙ্গীকার নিল যে, আমরা অবশ্যই মাদীনায় ফিরে যাব এবং তাহাঁর সাথে যুদ্ধ করবো না। তারপর আমরা রাসুলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট আসলাম এবং সে সংবাদ তাঁকে জানালাম। তখন তিনি বলিলেন, ফিরে যাও। আমরা তাদের কৃত ওয়াদা পূর্ণ করবো এবং তাদের বিরুদ্ধে আল্লাহ্‌র সাহায্য চাইব।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৮৮, ইসলামিক সেন্টার- ৪৪৯০]


Posted

in

by

Comments

Leave a Reply