তায়িফের যুদ্ধ

তায়িফের যুদ্ধ

তায়িফের যুদ্ধ >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

২৯. অধ্যায়ঃ তায়িফের যুদ্ধ

৪৫১২. আবদুল্লাহ ইবনি আমর [রাদি.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] তায়িফবাসীকে অবরোধ করিলেন এবং এতে তিনি তাদের কাছ থেকে কিছু পেলেন না। এরপর তিনি বলিলেন, ইনশাআল্লাহ্‌ আমরা ফিরে যাবো। তখন তাহাঁর সাহাবীগণ বলিলেন, আমরা কি প্রত্যাবর্তন করবো অথচ আমরা তায়িফ জয় করলাম না। এরপর রসূলুল্লাহ [সাঃআঃ] তাদের বলিলেন, আগামীকাল সকালে তোমরা যুদ্ধ কর। সুতরাং তারা পরবর্তী দিন সকালে যুদ্ধ করিল এবং অনেকেই আহত হলো। এরপর রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ আমরা আগামীকাল প্রত্যাবর্তন করবো। রাবী বলেন, এতে তাঁরা খুশি হলেন। ফলে রসূলুল্লাহ [সাঃআঃ] হেসে দিলেন।

[ইসলামিক ফাউন্ডেশন- ৪৪৬৯, ইসলামিক সেন্টার- ৪৪৭১]


Posted

in

by

Comments

Leave a Reply