বিবাদীর উপর আল্লাহ্র নামে শপথ করা কর্তব্য
বিবাদীর উপর আল্লাহ্র নামে শপথ করা কর্তব্য >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
১.অধ্যায়ঃ বিবাদীর উপর আল্লাহ্র নামে শপথ করা কর্তব্য
৪৩৬২
ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
নবী [সাঃআঃ] বলেছেনঃ যদি লোকের দাবি অনুসারে তাদের দিয়ে দেয়া হতো তবে কোন কোন লোক অপর ব্যক্তির জান-মাল দাবি করে বসতো। তাই বিবাদীর জন্য শপথ নেয়ার বিধান রয়েছে। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৩২১, ইসলামিক সেন্টার-৪৩২২]
৪৩৬৩
ইবনি আব্বাস [রাদি.] হইতে বর্ণীতঃ
রসূলুল্লাহ [সাঃআঃ] বিবাদী থেকে [আল্লাহ্র নামে] শপথ নেয়ার মাধ্যমে ফয়সালা দিয়েছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪৩২২, ইসলামিক সেন্টার-৪৩২৩]
Leave a Reply