যে ব্যক্তি সর্বপ্রথম হত্যার প্রচলন করিল- তার পাপের বর্ণনা
যে ব্যক্তি সর্বপ্রথম হত্যার প্রচলন করিল- তার পাপের বর্ণনা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৭. অধ্যায়ঃ যে ব্যক্তি সর্বপ্রথম হত্যার প্রচলন করিল- তার পাপের বর্ণনা
৪২৭১
আবদুল্লাহ [রাদি.] হইতে বর্ণীতঃ
তিনি বলেন, রসূলুল্লাহ [সাঃআঃ] বলেছেনঃ যদি কোন ব্যক্তি অত্যাচারিত হয়ে খুন হয়, তবে সে খুনের একাংশ [পাপ] আদম [আঃ]-এর প্রথম পুত্র [কাবিল]-এর উপর বর্তায়। কেননা সে সর্বপ্রথম খুনের প্রথা প্রচলন করেছিল। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২৩২, ইসলামিক সেন্টার- ৪২৩২]
৪২৭২
আমাশ [রহমাতুল্লাহি আলাইহি] হইতে বর্ণীতঃ
উক্ত সানাদে হাসীস বর্ণনা করিয়াছেন। তবে জারীর এবং ইসহাক্ [রহমাতুল্লাহি আলাইহি]-এর হাদীসে …… [কেননা সে খুনের প্রথা প্রচলন করেছে] এ কথার উল্লেখ আছে। কিন্তু …… [প্রথম] কথাটির উল্লেখ নেই।[ইসলামিক ফাউন্ডেশন- ৪২৩৩, ইসলামিক সেন্টার- ৪২৩৩]
Leave a Reply