দাঁত এবং এর অনুরূপ ব্যাপারে কিসাস [বদলা] সাব্যস্ত করার বর্ণনা
দাঁত এবং এর অনুরূপ ব্যাপারে কিসাস [বদলা] সাব্যস্ত করার বর্ণনা >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন
৫. অধ্যায়ঃ দাঁত এবং এর অনুরূপ ব্যাপারে কিসাস [বদলা] সাব্যস্ত করার বর্ণনা
৪২৬৬
আনাস [রা.] হইতে বর্ণীতঃ
রাবী [রাদি.]-এর ভগ্নি হারিসার মাতা এক ব্যক্তিকে আহত করিল। এ ব্যাপারে তারা [তার আত্মীয়রা] নবী [সাঃআঃ]-এর নিকট অভিযোগ আনলো। তখন রসূসুল্লাহ্ [সাঃআঃ] বললেনঃ আল্ কিসাস! আল্ কিসাস [বদলা]! অর্থাৎ-এতে কিসাস আরোপিত হইবে। তখন উম্মু রাবী বলিলেন, হে আল্লাহ্র রসূল! অমুকের [উম্মু হারিসার] নিকট হইতে কি কিসাস নেয়া হইবে? আল্লাহ্র কসম! তাহাঁর নিকট হইতে কিসাস না নেয়া হোক। তখন রাসুলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ সুব্হানাল্লাহ! [অর্থাৎ- তিনি আশ্চর্যান্বিত হয়ে বলিলেন] হে উম্মু রাবী ! কিসাস নেয়া তো আল্লাহ্র কিতাবের নির্দেশ। তিনি বলিলেন, জী না। আল্লাহ্র শপথ নিয়ে আরয করছি, তার নিকট হইতে কখনও কিসাস [বদলা] না নেয়া হোক। বর্ণনাকারী বলেন, তিনি বারবার এ কথা বলছিলেন। পরিশেষে আহত ব্যক্তির ওয়ারিশগণ [দিয়্যাত] ক্ষতিপূরণ নিতে সম্মত হল। তখন রসূলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ আল্লাহ্র বান্দাগণের মধ্যে এমনও লোক আছে, যদি সে আল্লাহ্র নামে শপথ করে কোন কথা বলে তখন আল্লাহ্ তাআলা তা সত্যে পরিণত করে দেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২২৭, ইসলামিক সেন্টার- ৪২২৭]
Leave a Reply