কোন ব্যক্তির জীবন অথবা অঙ্গ-প্রত্যঙ্গের উপর আক্রমণ করে..

কোন ব্যক্তির জীবন অথবা অঙ্গ-প্রত্যঙ্গের উপর আক্রমণ করে

কোন ব্যক্তির জীবন অথবা অঙ্গ-প্রত্যঙ্গের উপর আক্রমণ করে >> সহীহ মুসলিম শরীফ এর মুল সুচিপত্র দেখুন >> নিম্নে মুসলিম শরীফ এর একটি অধ্যায়ের হাদিস পড়ুন

৪. অধ্যায়ঃ যখন কোন ব্যক্তি অপর কোন ব্যক্তির জীবন অথবা অঙ্গ-প্রত্যঙ্গের উপর আক্রমণ করে, তখন যদি আক্রান্ত ব্যক্তি তা প্রতিহত করে এবং প্রতিহত করার সময় আঘাতকারীর জীবন অথবা অঙ্গের ক্ষতিসাধন করে, তবে এর জন্য তাকে কোন প্রকার ক্ষতিপূরণ দিতে হইবে না

৪২৫৮

ইমরান ইবনি হুসায়ন [রা.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, ইলায়া ইবনি মুন্‌ইয়া অথবা ইবনি উমাইয়াহ্‌ [রাদি.] এক ব্যক্তির সাথে ঝগড়ায় লিপ্ত হল। তখন একজন অপর জনের হাতে দাঁত দিয়ে কামড় বসিয়ে দিল। সে যখন আপন হাত তার মুখ থেকে সজোরে টেনে আনল তখন তার সম্মুখভাগের একটি দাঁত খসে গেল। ইবনি মুসান্না [একটির স্থলে] দুটি দাঁত বলেছেন। উভয়েই তখন নবী [সাঃআঃ]-এর কাছে এসে পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিল। তখন তিনি বললেনঃ তোমাদের একজন কি এমনভাবে দাঁত দিয়ে কামড় দিলে যেমনভাবে উট কামড় দেয়? তবে এরজন্য কোন [দিয়্যাত] ক্ষতিপূরণ নেই। {দ্রষ্টব্য হাদীস ৪৩৭০} [ইসলামিক ফাউন্ডেশন- ৪২১৯, ইসলামিক সেন্টার- ৪২১৯]

৪২৫৯

ইবনি ইয়ালা [রা.]-এর সূত্রে নবী [সঃ] হইতে বর্ণীতঃ

ইবনি ইয়ালা [রাদি.]-এর সূত্রে নবী [সাঃআঃ] থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২২০, ইসলামিক সেন্টার- ৪২২০]

৪২৬০

ইমরান ইবনি হুসায়ন [রা.] হইতে বর্ণীতঃ

এক ব্যক্তি অপর ব্যক্তির হাতে কামড় বসিয়ে দিল। তখন সে সজোরে তার হাত টেনে নিল। এতে সে ব্যক্তির দাঁত খসে পড়ল। এ ব্যাপারে নবী [সাঃআঃ]-এর নিকট অভিযোগ দায়ের করা হল। তখন তিনি তা নাকচ করে দেন এবং বলেন, তুমি তো প্রতিপক্ষের গোশ্‌ত খেতে চেয়েছিলে। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২২১, ইসলামিক সেন্টার- ৪২২১]

৪২৬১

সাফওয়ান ইবনি ইয়ালা [রা.] হইতে বর্ণীতঃ

ইয়ালা ইবনি মুন্‌ইয়া [রাদি.]-এর এক শ্রমিকের হাতে এক ব্যক্তি কামড় বসিয়ে দিল। তখন সে সজোরে তার হাত টেনে নিল। এতে ঐ ব্যক্তির দাঁত খসে পড়ল। নবী [সাঃআঃ]-এর নিকট এ ব্যাপারে মুকাদ্দমা দায়ের করা হল। তখন তিনি তা নাকচ করে দেন এবং বলেন যে, তুমি তো তার হাত এমনভাবে চিবাতে চেয়েছিলে যেমনভাবে উট চিবায়। {দ্রষ্টব্য হাদীস ৪৩৭১} [ইসলামিক ফাউন্ডেশন- ৪২২২, ইসলামিক সেন্টার- ৪২২২]

৪২৬২

ইমরান ইবনি হুসায়ন [রা.] হইতে বর্ণীতঃ

এক ব্যক্তি অপর এক ব্যক্তির হাতে কামড় বসিয়ে দিল। সে তখন তার হাত সজোরে টেনে নিল। এতে তার একটি অথবা দুটি দাঁত খসে পড়ল। সে রাসুলুল্লাহ [সাঃআঃ]-এর নিকট এ ব্যাপারে অভিযোগ দায়ের করিল। তখন রাসুলুল্লাহ [সাঃআঃ] বললেনঃ তুমি আমার কাছে কি চাও? তুমি কি চাও যে, আমি তাকে নির্দেশ করবো তার হাত তোমার মুখে প্রবেশ করিয়ে দেবে, আর তুমি তা কামড়াবে যেমন উট চিবিয়ে থাকে? তুমি ইচ্ছে করলে তোমার হাত তার মুখের মধ্যে প্রবেশ করিয়ে দিতে পার, সে তখন তা দাঁতে কর্তন করিবে, এরপর তুমিও তা সজোরে টেনে নিও। {দ্রষ্টব্য হাদীস ৪৩৬৬} [ইসলামিক ফাউন্ডেশন- ৪২২৩, ইসলামিক সেন্টার- ৪২২৩]

৪২৬৩

ইয়ালা ইবনি মুন্‌য়াহ্‌ [রা.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, নবী [সাঃআঃ]-এর নিকট এমন এক ব্যক্তি এসে অভিযোগ দায়ের করিল-যে অপর এক ব্যক্তির হাতে কামড় বসিয়ে দিয়েছিল। সে যখন তার হাত সজোরে টেনে নিল। এতে তার দুটি দাঁত পড়ে গেল। অর্থাৎ-যে ব্যক্তি দাঁত দ্বারা কামড় দিয়েছিল তার দাঁত পড়ে গেল। বর্ণনাকারী বলেন, নবী [সাঃআঃ] তার এ অভিযোগ নাকচ করে দিলেন এবং বলিলেন, তুমি তার হাত এমনভাবে চর্বন করিতে চেয়েছিলে যেমন উট চর্বন করে থাকে। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২২৪, ইসলামিক সেন্টার- ৪২২৪]

৪২৬৪

ইয়ালা ইবনি উমাইয়াহ্‌ [রা.] হইতে বর্ণীতঃ

তিনি বলেন, আমি নবী [সাঃআঃ]-এর সঙ্গে তাবূকের যুদ্ধ করেছি। বর্ণনাকারী বলেন, ইয়ালা বলিতেন, ঐ যুদ্ধ আমার নিকট একটি নির্ভরযোগ্য [পুণ্যের] কাজ ছিল। আতা [র.] ….. সাফওয়ান [রাদি.] হইতে বর্ণনা করেন যে, ইয়ালা [রাদি.] বলেছেন, আমার একজন শ্রমিক ছিল সে এবং অপর এক ব্যক্তি পরস্পর সংঘর্ষে লিপ্ত হল। এতে একজন অপরজনের হাতে কামড় বসিয়ে দিল। বর্ণনাকারী বলেন, সাফওয়ান [রাদি.] আমাকে খবর দিয়েছেন তাদের দুজনের মধ্যে কে অন্যের হাতে কামড় দিয়েছিল। যে ব্যক্তির হাতে কামড় দিয়েছিল সে ব্যক্তি কামড় দাতার মুখ থেকে তার হাত সজোরে টেনে নিল। এতে তার সম্মুখের দুটি দাঁতের একটি দাঁত পড়ে গেল। তখন উভয়েই নবী [সাঃআঃ]-এর নিকট এসে অভিযোগ পেশ করিল, তখন তিনি দাঁত পড়ে যাওয়ার অভিযোগ নাকচ করে দিলেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২২৫, ইসলামিক সেন্টার- ৪২২৫]

৪২৬৫

ইবনি জুরায়জ [র.] হইতে একই সূত্রে হইতে বর্ণীতঃ

ইবনি জুরায়জ [র.] হইতে একই সূত্রে উল্লেখিত হাদীসের অনুরূপ বর্ণনা করিয়াছেন। [ইসলামিক ফাউন্ডেশন- ৪২২৬, ইসলামিক সেন্টার- ৪২২৬]


Posted

in

by

Comments

Leave a Reply